rohit-can-join-kkr-in-ipl-2025-auction

২০২৪ সালের আইপিএলে (IPL) রোহিত শর্মা ও মুম্বই ইন্ডিয়ান্স (MI) সম্পর্কের ফাটল চলে এসেছে প্রকাশ্যে। ২০১১ সালে ডেকান চার্জার্স ছেড়ে নিজের শহরের দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন রোহিত। ২০১৩ সালে,মরসুমের মাঝপথে রিকি পন্টিং সরে দাঁড়ানোয় তাঁর হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বের ব্যাটন। এরপর থেকে দীর্ঘ এক দশক মুম্বইয়ের অধিনায়কত্ব করেছেন রোহিত (Rohit Sharma)। জিতিয়েছেন পাঁচ ট্রফি। এনে দিয়েছেন সফলতম ফ্র‍্যাঞ্চাইজির তকমা। তারপরেও যেভাবে তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব, তা পছন্দ হয় নি হিটম্যানের।

২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছেড়ে গুজরাত টাইটান্সে (GT) নাম লিখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ট্রেডিং পদ্ধতিতে তাঁকে দল ফিরিয়েছেন মুকেশ আম্বানিরা। রোহিত (Rohit Sharma) ও মুম্বই ইন্ডিয়ান্স ফ্র‍্যাঞ্চাইজির মধ্যেকার সম্পর্কের শৈত্যের আভাস মিলেছিলো গত বছরের নভেম্বর মাসেই। হার্দিকের প্রত্যাবর্তনের পরেই গুঞ্জন শোনা যেতে থাকে যে তাঁকেই করা হতে চলেছে নয়া অধিনায়ক। আশঙ্কা সত্যি করে ১৩ ডিসেম্বর ঘোষণা করা হয় রোহিতের অপসারণের খবর। প্রকাশ্যে মুখ না খুললেও রোহিত (Rohit Sharma) ও তাঁর ঘনিষ্ঠমহল যে এতে অসন্তুষ্ট তা প্রমাণিত হয় তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ’র কিছু ইন্সটাগ্রাম কমেন্ট থেকে।

Read More: PBKS vs RCB, Match-58, Dream 11 Prediction in Bengali: পাঞ্জাবের প্রতিপক্ষ বেঙ্গালুরু, জমজমাট ম্যাচে কেমন সাজাবেন ফ্যান্টাসি টিম? দেখুন এক নজরে !!

আগামী মরসুমে কলকাতায় রোহিত?

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

অধিনায়কত্ব হারানোয় ক্ষোভ প্রকাশ না করলেও রোহিতের (Rohit Sharma) শরীরী ভাষায় স্পষ্ট যে খুশি নন তিনি। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সাথে ভাবনার সংঘাত’ও নাকি হচ্ছে রোহিতের,অন্তত তেমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। ইতিমধ্যে সাজঘরও নাকি তাঁদের দুজনকে সামনে রেখে দুটি শিবিরে বিভক্ত হয়ে হিয়েছে। ফলাফলও মিলেছে হাতেনাতে। গত বছর প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও এবারের আইপিএলে দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে গিয়েছে মুম্বই। ব্যাট হাতেও খোলা মনে দেখা যায় নি হিটম্যানকে। শুরুটা ভালো করলেও শেষ ছয় ম্যাচে রান পান নি তিনি।১২ ম্যাচে আপাতত তাঁর সংগ্রহ কেবল ৩৩২ রান।

বর্তমানে রোহিত শর্মার (Rohit Sharma) বয়স ৩৭। কেরিয়ারের প্রায় সায়াহ্নে দাঁড়িয়ে আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে (MI) হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মাঠে নামার পাহাড়প্রমাণ চাপ তিনি নিতে চান না বলেও মতামত বিশেষজ্ঞদের৷ ২০২৫-এর আইপিএলের আগে মেগা অকশন হওয়ার কথা। সেখানে নাম লেখাতে পারেন রোহিত (Rohit Sharma)। দিল্লী,পাঞ্জাবের মত দল তাঁর সম্ভাব্য গন্তব্য হতে পারে বলে চর্চা চলছে দিনকয়েক ধরে। তবে পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের (Wasim Akram) মতে কলকাতা নাইট রাইডার্সে খেলা উচিৎ রোহিতের।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকীড়াকে দেওয়া সাক্ষাৎকারে নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন বোলিং কোচ জানান,“আমি রোহিত শর্মাকে কেকেআরে দেখতে চাইবো। গৌতি (গৌতম গম্ভীর) মেন্টর, (শ্রেয়স) আইয়ার অধিনায়ক। ধরুন ও (রোহিত) যদি ওপেনিং করে তাহলে কলকাতার ব্যাটিং খুব শক্তিশালী হবে।” নাইটদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে রোহিতের (Rohit Sharma) পরিসংখ্যান বরাবর দুর্দান্ত। টেস্ট শতরান, ওডিআই’তে ২৬৪ এমনকি আইপিএল (IPL) শতরান’ও রয়েছে। নাইট জার্সিতে তিনি খেললে মন্দ হবে না তা মানছেন সমর্থকেরাও।

Also Read: IPL 2024: “সময় বদলাতে সময় লাগে না…” মুম্বই ছিটকে যাওয়ায় ‘ক্যাপ্টেন’ হার্দিককে নিয়ে চর্চা ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *