লজ্জাজনক পরাজয় হজম করতে পারলেন না LSG মালিক, মাঠের মধ্যেই KL রাহুলকে নিলেন একহাত !! 1

প্রায় শেষের দিকে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ সুপার জায়ান্টস (SRH vs LSG)। ২০ ওভারের ম্যাচে দ্বিতীয় ব্যাটিং করতে এসে ১০ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে প্লে-অফের কোয়ালিফাইয়ের রাস্তা সিংহভাগ পরিষ্কার করে রাখলো প্যাট কামিন্স (Pat Cummins) বাহিনী।

৬২’বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো SRH

Srh vs lsg, ipl 2024
SRH vs LSG | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দুই ওপেনার ব্যাটসম্যান ট্রেভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhisekh Sharma) লখনৌ’এর বোলারদের উপর চড়াও হয় ওঠে প্রথম থেকেই এবং মাত্র ৯.৪ ওভারের মধ্যে ১৬৫ রানের লক্ষমাত্রা তাড়া করে ফেলে। চলতি আইপিএলে এটিই প্রথম ম্যাচ যেখানে কোনো দল ৬০’এর বেশি বলে জয়লাভ করলো। আর লখনৌ’ দলের এই পারফরমেন্সের পর মেজাজ হারিয়েছেন লখনৌ ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ম্যাচ হারার পর অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) ওপর ক্ষুব্ধ হয়েছিলেন এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

Read More: IPL 2024: আশা শেষ হার্দিকদের, প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেলো মুম্বই ইন্ডিয়ান্স !!

পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং তা নিমেষে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ের সামনে ক্যাপ্টেন রাহুলের কোনো পরিকল্পনা কাজ করেনি। ক্যাপ্টেন রাহুলের উপর রিতিমতন ক্ষুব্ধ দেখায় দল মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। তবে, মাঠের মধ্যেই রাহুলের সঙ্গে কটাকাটি চলতে থাকে সঞ্জীবের যেটি মেনে নিতে পারছে না ক্রিকেট অনুগামীরা। রাহুলকে নীরব হয়ে সঞ্জীবের কথা গুলো শুনতে হচ্ছিল এবং তার কাছে জবাব দেওয়ার মতন কিছুই ছিল না।

রাহুলের ক্লাস নিলেন গোয়েঙ্কা

Sanjiv Goenka and KL Rahul
Sanjiv Goenka and KL Rahul | Image: Twitter

গতকাল ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে আয়ুশ বদনী (Ayush Badani) এবং নিকোলাস পুরানের (Nicholas Pooran) ঝড়ো ব্যাটিংয়ের দৌলতে লখনৌ নির্ধারিত ওভারে ১৬৫ রান বানাতেই সক্ষম হয়। এই রান তাড়া করতে এসে ট্রেভিস হেড ৩০ বলে ৮টি চার ও ৮টি ছক্কার বিনিময়ে ৮৯ রান বানান এবং অভিষেক শর্মা ২৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ৭৫ রান বানিয়েছেন ও ৬২ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে। ম্যাচ শেষে হতাশ হয়ে রাহুল জানান যে, এই ধরণের ব্যাটিং তিনি শুধু টিভিতেই দেখেছেন। ম্যাচ শেষে মন্তব্য করে তিনি বলেন, “আমার বলার কোনো ভাষা নেই, এরকম ব্যাটিং শুধু টিভিতেই দেখেছি। ওদের থামানো কঠিন ছিল, প্রথম বল থেকেই ওরা মারতে শুরু করে দিয়েছিল।

Read Also: IPL 2024: BCCI-এর সাথে সংঘাতের পথে হাঁটছে ECB, আইপিএল থেকে ব্যান করা হতে পারে ইংল্যান্ড খেলোয়াড়দের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *