IPL 2024: “বলের সুতো খুলে নিলো…” লক্ষ্ণৌর বিপক্ষে হেড-অভিষেকের ব্যাটিং তাণ্ডব চুটিয়ে উপভোগ করলো নেটদুনিয়া !!

IPL 2024: আজ উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (SRH vs LSG)। প্লে-অফের দৌড়ে থাকা দুই শিবিরের দ্বৈরথ ঘিরে চড়েছিলো উত্তেজনার পারদ। জয় একান্ত প্রয়োজন ছিলো দুই দলেরই। কিন্তু বাইশ গজের দ্বৈরথে আজ শেষ হাসি সানরাইজার্সেরই। প্রতিপক্ষকে রীতিমত গুঁড়িয়ে দিয়ে দুই পয়েন্ট হাসিল করে নিলো তারা। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স […]

সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল দল হলো সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। ২০১২ সালে ডেকান চার্জার্সের স্থলাভিষিক্ত হয় এবং ২০১৩ সালে আত্মপ্রকাশ ঘটে সানরাইজার্স দলের। ডেকান ক্রনিকল দেউলিয়া হওয়ার পর চেন্নাইয়ের সান টিভি নেটওয়ার্ক হায়দ্রাবাদের এই দল কেনেন ও দলের নাম রাখেন সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ৫ বছরের জন্য সান টিভি নেটওয়ার্ক ৮৫.০৫ কোটি টাকা দিয়ে বিড করেছিল সানরাইজার্স দলের জন্য। 

২০১৩ সালে প্রথম বছরেই প্লে অফে পৌঁছে গিয়েছিল দলটি। তবে দলের সেরা সাফল্য এসেছিল ২০১৬ সালে যখন ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দ্রাবাদ প্রথম আইপিএল ট্রফির ছোয়া পেয়েছিল। এরপর ২০১৮ সালে আবার ফাইনালে পৌঁছেছিল হায়দ্রাবাদ তবে তারা চেন্নাইয়ের কাছে পরাজিত হয়েছিল। তবে, ২০২০ সালের পর থেকেই ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের জন্য পরপর ৩ সিজিন পয়েন্ট তালিকায় একদম প্রায় শেষের দিকে সমাপ্ত করতে হয়েছে দলকে। এরপর একেএকে ওয়ার্নার, উইলিয়ামসন, রশিদ খান সবাইকে দলছুট করা হয়। তবে, চলতি মরশুমে অসাধারণ প্রদর্শন দেখাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ সম্পর্কিত তথ্য (SRH General Information in Bengali)-

সম্পূর্ণ নাম সানরাইজার্স হায়দ্রাবাদ
মালিক সান গ্রুপ
স্থাপনা ১৮ ডিসেম্বর, ২০১২
প্রধান নির্বাহী/ম্যানেজার কাব্য মারান/ শ্রীনাথ ভাষাম
সিইও কে. শানমুগাম
হেড কোচ ড্যানিয়েল ভেট্টরি
ক্যাপ্টেন প্যাট কামিন্স
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- https://www.facebook.com/sunrisershyderabad/
ইন্সটাগ্রাম- https://www.instagram.com/sunrisershyd/?hl=en
ট্যুইটার (X)- https://twitter.com/sunrisers?lang=en
ওয়েবসাইট- https://www.sunrisershyderabad.in/
নেট ওয়ার্থ (২০২৩-২৪) ৪৯৮ কোটি
স্পন্সর Wrong, কার্স ২৪, ফ্যান ক্রেজ, ড্রিম ইলেভেন,বিকেটি, কুল

সানরাইজার্স হায়দ্রাবাদের ইতিহাস (History of SRH  in Bengali)-

  • ২০১২ সালে ডেকান চার্জার্সের স্থলাভিষিক্ত হয় এবং ২০১৩ সালে আত্মপ্রকাশ ঘটে সানরাইজার্স দলের।
  • সান গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও মালিক কালানিথি মারান প্রথমে ৫ বছরের জন্য সান টিভি নেটওয়ার্ক ৮৫.০৫ কোটি টাকা দিয়ে বিড করেছিল সানরাইজার্স দলের জন্য।
  • ২০১৬ সালে যখন ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দ্রাবাদ প্রথম আইপিএল ট্রফির ছোয়া পেয়েছিল।
  • ২০১৮ সালে, সানরাইজার্স হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছিল, কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল।। 

আইপিএল ২০২৪-এ সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াড (Current SRH  Squad in Bengali)-

খেলোয়াড়ের নাম  ভূমিকা  জার্সি নাম্বার 
প্যাট কামিন্স (ক্যাপ্টেন) অলরাউন্ডার   ৩০
আব্দুল সামাদ ব্যাটার 
অভিষেক শর্মা অলরাউন্ডার
এইডেন মার্করাম অলরাউন্ডার ৯৪
রাহুল ত্রিপাঠী ব্যাটার  ৫২
ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার
গ্লেন ফিলিপস অলরাউন্ডার
সানভির সিং অলরাউন্ডার
হেনরিখ ক্লাসেন ব্যাটার  ৪৫
ভুবনেশ্বর কুমার বোলার  ১৫
মায়াঙ্ক মারকান্ডে বোলার 
মার্কো জনসন অলরাউন্ডার ৭০
মায়াঙ্ক আগরওয়াল ব্যাটার  ১৬
ট্র্যাভিস হেড ব্যাটার  ৬২
টি. নটরাজান বোলার ৪৪
আনমন সিং ব্যাটার  ৬৩
উপেন্দ্র সিং যাদব ব্যাটার 
নীতীশ কুমার রেড্ডি অলরাউন্ডার 
জাথাভেদ সুব্রামনিয়ান বোলার
আকাশ সিং বোলার ২৩
উমরান মালিক বোলার ২৪
ফজলহক ফারুকি বোলার ৮৩
শাহবাজ আহমেদ অলরাউন্ডার ৪৭
জয়দেব উনাদকাট বোলার ৯১
ওয়ানিন্দু হাসরাঙ্গা অলরাউন্ডার ৪৯

আইপিএলে এখনও অবধি সানরাইজার্স হায়দ্রাবাদের পারফর্ম্যান্স (SRH Performance in IPL SO Far)-

বছর পয়েন্ট তালিকায় স্থান
২০১৩
২০১৪
২০১৫
২০১৬ চ্যাম্পিয়ন 
২০১৭
২০১৮ রানার্স আপ 
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩ ১০

সানরাইজার্স হায়দ্রাবাদের রেকর্ডসমূহ (SRH Records in Bengali)-

  • T20 ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর রেকর্ড গড়ে ফেলেছে। (১২৫-০)
  • সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় ডেভিড ওয়ার্নার ৩ বার ওরেঞ্জ ক্যাপ জিতেছেন।
  • একমাত্র দল হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে শিরোপা জিততে এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল তিনটি নকআউট জিতেছিল।
  • আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান বানিয়েছে হায়দ্রাবাদ। ২৮৭-৫ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সানরাইজার্স হায়দ্রাবাদের তারকাদের পরিসংখ্যান (SRH Players’ Stats in Bengali)-

  সানরাইজার্স হায়দ্রাবাদ  দলের সেরা পাঁচ ব্যাটার-

নাম ম্যাচ রান গড়
ডেভিড ওয়ার্নার 

৯৫

৪০১৪ ৪৯.৫৫
শিখর ধাওয়ান 

৯১

২৭৬৮ ৩৫.০৩
কেন উইলিয়ামসন 

৭৬

২১০১ ৩৬.২২
মনীশ পান্ডে 

৪৭

১৩৪৫ ৩৫.৩৯
অভিষেক শর্মা 

৪৯

১০৮৭ ২৪.১৫

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সেরা পাঁচ বোলার-

নাম উইকেট ইকোনমি রেট
ভুবনেশ্বর কুমার  ১৫০ ৭.৬৮
রশিদ খান  ৯৩ ৬.৩৩
টি নটরাজন  ৫৬ ৮.৭১
সিদ্ধার্থ কৌল  ৫২ ৮.৬০
সন্দীপ শর্মা  ৪১ ৭.৭৮

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের  হোম গ্রাউন্ড (Home Grounds of SRH in IPL)-

সানরাইজার্স হায়দ্রাবাদ মূলত হোম ম্যাচ খেলে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদে।

সানরাইজার্স হায়দ্রাবাদ দল সম্পর্কিত প্রশ্নাবলী (Sunrisers Hyderabad FAQs)

সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমান ক্যাপ্টেন কে ?

সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমান ক্যাপ্টেন হলেন প্যাট কামিন্স।

সানরাইজার্স হায়দ্রাবাদ কবে আইপিএল ট্রফি জিতেছে ?

সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথম আইপিএল ট্রফি জিতেছিল।

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে সর্বাধিক রান কে বানিয়েছেন ?

ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে ৯৫ ম্যাচে ৪০১৪ রান বানিয়েছেন তিনি।

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে সর্বাধিক উইকেট কে নিয়েছেন ?

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে সর্বাধিক ১৫০টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালিক কে ?

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালিক হলেন কালীনাথ মারান।