“ওর পিছনে লাগতে এসো না…” বিরাটের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে গাওস্কর !! 1

বিরাট কোহলি (Virat Kohli) বনাম সুনীল গাওস্কর (Sunil Gavaskar), দুই কিংবদন্তির কথার লড়াই ঘিরে জোর আলোচনা ভারতের ক্রিকেটমহলে। বিতর্কের নেপথ্যে কোহলির স্ট্রাইক রেট। আইপিএলের চলতি মরসুমে একাধিক ম্যাচে বিরাটকে (Virat Kohli) দেখা গিয়েছে দ্রুত গতিতে শুরু করেও ইনিংসের মাঝপথে খেই হারাতে। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে সহজাত আগ্রাসন যেন হারিয়ে যাচ্ছে কোহলির। আপাতত ১১ ম্যাচ খেলে ৫৪২ রান-সহ কোহলিই রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে। স্ট্রাইক রেট ১৪৮। তবুও তাঁর খেলা নিয়ে সমালোচনা করছেন বিশেষজ্ঞদের একাংশ। চলতি টুর্নামেন্টে ৬৭ বলে মন্থর শতরান করতে দেখা গিয়েছে তাঁকে। তা নিয়েও অনেকে নিশানা করেছেন বিরাটকে।

কোহলি (Virat Kohli) নিজে অবশ্য এই নিয়ে বিশেষ ভাবিত নয়। টুর্নামেন্টের গোড়া থেকেই যেন সমালোচকদের মুখ বন্ধ করতেই মাঠে নেমেছেন তিনি। আগে একটি সাক্ষাৎকারে তিনি হর্ষ ভোগলেকে জানিয়েছিলেন, “আমি জানি আমার নাম এই মুহূর্তে ক্রিকেটের প্রসারকেন্দ্রিক বিষয়ে বেশী ব্যবহৃত হয়, কিন্তু আমি মনে করি এখনও আমার মধ্যে টি-২০ খেলার দক্ষতা রয়েছে।” এরপর গুজরাত টাইটান্স ম্যাচে বেঙ্গালুরুর জয়ের পর সাক্ষাৎকার দেওয়ার সময় মুখ খোলেন স্ট্রাইক রেট নিয়ে। বলেন, “যাঁরা আমার স্ট্রাইক রেট বা স্পিন খেলার সমস্যা নিয়ে কথা বলছেন তাঁরাই কেবল এই নিয়ে আলোচনা করতে ভালোবাসেন। আমি কেবল দলের হয়ে জিততে চাই। আর ১৫ বছর ধরে খেলে চলেছি। তাঁর একমাত্র কারণ যে আমি দলকে জেতাতে পেরেছি।”

Read More: IPL 2024: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন সঞ্জু স্যামসন, কড়া শাস্তি পাচ্ছেন রাজস্থান অধিনায়ক !!

নেট দুনিয়ার ক্ষোভের কাঁটায় বিদ্ধ গাওস্কর-

Sunil Gavaskar | Virat Kohli | Image: Twitter
Sunil Gavaskar | Image: Twitter

ভারতীয় মহাতারকার মন্তব্য ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে ক্রিকেটমহল। তাঁর অনুরাগীদের একটা বড় অংশ কোহলির (Virat Kohli) এহেন সটান জবাবকে সাধুবাদ জানান। কিন্তু বিষয়টি ভালো লাগে নি অনেকের। তাঁদের মধ্যেই একজন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ভারতীয় প্রাক্তনী আইপিএলে রয়েছেন বিশ্লেষক হিসেবে। নিজের অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, “ধারাভাষ্যকাররা আপনার সমালোচনা করেছেন যখন আপনার স্ট্রাইক রেট ১১৮ ছিলো। আপনি ওপেন করতে নেমে ১৪ বা ১৫তম ওভারে যখন আউট হচ্ছেন, তখন যদি আপনার স্ট্রাইক রেট ১১৮ থাকে, আপনি কি তার জন্য তারিফ আশা করেন? যদি করেন তাহলে সেটা আলাদা বিষয়।”

গাওস্কর আরও বলেন, “ওনারা বলেন যে বাইরের আওয়াজ শুনতে চান না। আচ্ছা! তাহলে বাইরের আওয়াজ শুনে জবাব দিচ্ছেন কেন? আমরাও অল্পস্বল্প ক্রিকেট খেলেছি। অনেক ক্রিকেট হয়ত খেলিনি। আমাদের কোনো অ্যাজেন্ডা নেই। আমরা যাদেখি তাই বলি। আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই। যদি তা থাকেও, তবুও আমরা যা ঘটছে তাই বলি।” কোহলির (Virat Kohli) সমালোচনা করার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের চোখে ভিলেন সুনীল গাওস্কর। মুম্বইয়ের ক্রিকেট কিংবদন্তিকে নিশানা করে একের পর এক মিম ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একটি ভিডিওতে বিরাটের শরীরে গাওস্করের মুখ বসানো হয়েছে এডিট করে। শতরান করে যেন আগ্রাসন দেখাচ্ছেন স্বয়ং গাওস্কর। অনেকেই প্রাক্তনীর মন্থর ব্যাটিং-এর কথা মনে করিয়ে দিয়েছেন। তাঁর তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করা নিয়েও কটাক্ষ করেছেন কেউ কেউ।

দেখে নিন কি বলছে নেটদুনিয়া-

Also Read: IPL 2024: দিল্লী সমর্থকদের জন্য দুঃসংবাদ, আইপিএল থেকে ব্যান হওয়ার মুখে দল মালিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *