IPL 2024: দিল্লী সমর্থকদের জন্য দুঃসংবাদ, আইপিএল থেকে ব্যান হওয়ার মুখে দল মালিক !! 1

IPL 2024: গতকালের দিল্লী ক্যাপিটালস (DC) বনাম রাজস্থান রয়্যালস (RR) দ্বৈরথ ঘিরে তৈরি হয়েছিলো নাটকীয় পরিস্থিতি। দুই দলের কাছেই মহাগুরুত্বপূর্ণ ছিলো এই লড়াই। আইপিএলে (IPL) টিকে থাকতে হলে জয় প্রয়োজন ছিলো দিল্লীর। অন্যদিকে রাজস্থানের কাছে সুযোগ ছিলো ১৮ পয়েন্টে পৌঁছে নিজেদের প্লে-অফের টিকিট কনফার্ম করার। একইসাথে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করতে পারত তারা। চল্লিশ ওভারের জমজমাট লড়াই শেষে হাসিমুখে অবশ্য মাঠ ছাড়লেন ঋষভ পন্থরাই (Rishabh Pant)। ২০ রানের ব্যবধানে ছন্দে থাকা রাজস্থানকে হারিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো দিল্লী ক্যাপিটালস (DC)।

টসে জিতে প্রথমে দিল্লীকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। জেক ফ্রেজার ম্যাকগার্কের ২০ বলে করা ৫০ রান দিল্লীকে শক্ত ভিতের উপর দাঁড় করায়। এরপর দ্রুত রান তোলেন বাংলার অভিষেক পোড়েল। করেন ৬৫। ডেথ ওভারে ট্রিস্টান স্টাবসের ৪১ রান দিল্লীকে পৌঁছে দেয় ২২১-এ। জবাবে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও জস বাটলারকে দ্রুত খুইয়েছিলো রাজস্থান (RR)। কিন্তু তাদের লড়াইতে ফেরান সঞ্জু স্যামসন (Sanju Samson)। ৮৬ রান করে তিনি ফিরতেই অবশ্য বদলায় খেলার গতিপ্রকৃতি। শেষমেশ বাজিমাত করে দিল্লী। অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ সপ্তমে চড়লো গতকাল। আম্পায়ারিং বিতর্ক, তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়লেন দিল্লী দল মালিক পার্থ জিন্দল’ও।

Read More: IPL 2024: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন সঞ্জু স্যামসন, কড়া শাস্তি পাচ্ছেন রাজস্থান অধিনায়ক !!

উত্তেজনায় সংযম হারালেন দিল্লী মালিক-

Parth Jindal | IPL 2024 | Image: Getty Images
Parth Jindal | Image: Getty Images

জিএমআর গ্রুপ ও জেএসডব্লু গ্রুপের যৌথ মালিকানা রয়েছে দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজিতে। গতকালের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন জেএসডব্লু গ্রুপের কর্ণধার পার্থ জিন্দল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) আউটের সিদ্ধান্ত ঘিরে মেজাজ হারাতে দেখা গেলো তাঁকে। দিল্লীর মুকেশ কুমারের বলে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ধরা পড়েন ১৬তম ওভারের চতুর্থ বলে। লং-অনে ক্যাচ তালুবন্দী করেন শে হোপ (Shai Hope)। তবে ক্যাচ ধরার সময় তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলো কিনা তা নিয়ে সংশয় ছিলো। মাঠে উপস্থিত দুই আম্পায়ার তৃতীয় আম্পায়ার রিচার্ড গফের সাহায্য নেন। তিনি ভিডিও রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। খুশি ছিলেন না সঞ্জু। তিনি মাঠে উপস্থিত আম্পায়ারদের সাথে বিতণ্ডায় জড়ান। গোটা বিষয়টি মনঃপুত হয় নি পার্থ জিন্দলের (Parth Jindal)। মেজাজ হারান তিনিও।

গ্যালারি থেকেই সঞ্জুর (Sanju Samson) উদ্দেশ্যে ‘আউট হ্যায়, আউট হ্যায়’ বলে চিৎকার করতে থাকেন তিনি। সেইসময় তাঁকে ফ্রেমবন্দী করে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরাও। যেভাবে অতি উত্তেজিত হয়ে একজন ক্রিকেটারের দিকে তিনি চিৎকার করেছেন তা আদৌ ‘জেন্টলম্যানস গেম’-এর সাথে কতদূর যায় তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। শোনা যাচ্ছে পার্থ জিন্দলের আচরণ-এর ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে আইপিএল-এর (IPL) শৃঙ্খলারক্ষা কমিটি। অতীতে মাঠকর্মীদের সাথে বচসায় জড়িয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে নির্বাসিত হতে হয়েছিলো কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান’কে (Shah Rukh Khan)। এবার অখেলোয়াড়োচিত আচরণ করায় নিজেদের হোম গ্রাউন্ড থেকে পার্থ জিন্দল নির্বাসিত হন কিনা নজর থাকছে সেইদিকেই।

Also Read: IPL 2024: ম্যাচ জিতেও ঘোর সঙ্কটে নাইট রাইডার্স শিবির, হলো না ঘরে ফেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *