“ও দাবাং স্যামসন…” রাজস্থান অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ নভজ্যোত সিং সিধু !!

IPL 2024: ভেসে রইলো দিল্লী ক্যাপিটালস (DC)। আইপিএলের (IPL) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে গতকাল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে জয় ছাড়া রাস্তা খোলা ছিলো না ঋষভ পন্থদের। ছন্দে থাকা রাজস্থানের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো তাদের। কিন্তু শেষমেশ তাতে উত্তীর্ণ’ও হলেন অভিষেক পোড়েল (Abhishek Porel), অক্ষর প্যাটেলরা। দুই পয়েন্ট হাসিল করে লীগ তালিকার পাঁচ […]

সঞ্জু স্যামসন (Sanju Samson)

বর্তমানে ক্রিকেটদুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ সঞ্জু স্যামসন (Sanju Samson)। ১৯৯৪ সালের ১১ নভেম্বর কেরলের পুল্লুভিলা অঞ্চলে এক মালয়ালি খ্রিস্টান পরিবারে জন্ম হয় তাঁর। বাবা স্যামসন বিশ্বনাথ কর্মরত ছিলেন দিল্লী পুলিশে। মা লিলি বিশ্বনাথ ছিলেন গৃহবধূ। পরিবারের সঙ্গে খেলাধুলার যোগ ছিলো আগে থেকেই। বাবার কর্মসূত্রে সঞ্জুর ছেলেবেলা কেরলে নয় বরং কেটেছে উত্তর দিল্লীতে। পরিবারের সাথে খেলাধূলার যোগ ছিলোই। বাবা দিল্লীর হয়ে খেলেছেন সন্তোষ ট্রফি। দাদা স্যালি স্যামসন জুনিয়র ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন কেরলের। (Sanju Samson Family Information) বাবা’র পদাঙ্ক অনুসরণ করে ফুটবলে যান নি সঞ্জু, বরং দাদা’র মতই হাতে তুলে নেন ক্রিকেট ব্যাট।

সঞ্জুর (Sanju Samson) ক্রিকেটে হাতেখড়ি দিল্লীর শালিমার বাগের ডিএল ডিএভি মডেল স্কুলের অ্যাকাডেমিতে। সেখানে কোচ যশপালের কাছে প্রশিক্ষণ নিতেন তিনি। দিল্লীর অনুর্দ্ধ-১৩ দলে সঞ্জু সুযোগ পান নি। চাকরিতে স্বেচ্ছা অবসর নিয়ে বাবা স্যামসন বিশ্বনাথ ফিরে যান কেরল। সেখানে তিরুঅনন্তপুরমের মাস্টার্স ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরু করেন সঞ্জু। পরবর্তীতে তিরুঅনন্তপুরমের মেডিক্যাল কলেজ মাঠে বিজু জর্জের প্রশিক্ষণে খেলা শুরু করেন তিনি। ২০১১ সালে রাজ্য দল কেরলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-২০ অভিষেক হয় সঞ্জুর। এরপরের বছরেই তিনি খেলেন লিস্ট-এ ক্রিকেট। (Sanju Samson Debut) বর্তমানে আইপিএল ও জাতীয় দলে চুটিয়ে খেলছেন সঞ্জু। বিয়ে করেছেন চারুলতা রমেশকে (Sanju Samson Wife)

বাংলায় সঞ্জু স্যামসনের বায়োগ্রাফি (Sanju Samson Biography in Bengali)-

সম্পূর্ণ নাম সঞ্জু স্যামসন
ডাকনাম সঞ্জু
জন্মস্থান পুল্লুভিলা, কেরল
জন্মতারিখ ১১ নভেম্বর ১৯৯৪
উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি (১৭০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল রাজস্থান রয়্যালস
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি অফব্রেক
ক্রিকেটীয় ভূমিকা উইকেটরক্ষক ব্যাটার
স্ত্রী-র নাম চারুলতা রমেশ
সন্তানের নাম
রাশিচিহ্ন বৃশ্চিক
শখ বই পড়া, ফুটবল
পঠনপাঠন রোসারি সিনিয়র সেকেন্ডারি স্কুল, সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মার ইভানিওস কলেজ
ইন্সটাগ্রাম প্রোফাইল @imsanjusamson
ফেসবুক প্রোফাইল @ImSanjuSamson
ট্যুইটার (X) হ্যান্ডেল @IamSanjuSamson

সঞ্জু স্যামসনের আন্তর্জাতিক অভিষেক (Sanju Samson International Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ২৩/০৭/২০২১ শ্রীলঙ্কা কলম্বো
টি-২০ ১৯/০৭/২০১৫ জিম্বাবুয়ে হারারে

যে দলগুলির হয়ে খেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson Teams)-

ভারত, ভারত-এ, ভারত অনুর্দ্ধ-১৯, কেরল, কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, নর্থ ও সাউথ জোন, দিল্লী ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস।

সঞ্জু স্যামসনের কেরিয়ার পরিসংখ্যান (Sanju Samson Career Stats)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক
Test
ODI ১৬ ৫১০ ১০৮ ৫৬.৬৬ ৯৯.৬০ ০১ ০৩
T20i ২৫ ৩৭৪ ৭৭ ১৮.৭০ ১৩৩.০৯ ০০ ০১
IPL ১৬০ ৪২০২ ১১৯ ৩০.৪৫ ১৩৮.২২ ০৩ ২৩
FC ৬২ ৩৬২৩ ২১১ ৩৮.৫৪ ৫৮.৬৫ ১০ ১৬
List-A ১২৮ ৩৪৮৭ ২১২* ৩৩.৮৫ ৯০.২১ ০৩ ১৯
T20 ২৬৫ ৬৫৯৪ ১১৯ ২৯.০৩ ১৩৪.১০ ০৩ ৪৩

সঞ্জু স্যামসনের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Sanju Samson Records in Bengali)-

  • আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় উইকেটের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটির অংশীদার ছিলেন সঞ্জু স্যামসন। দীপক হুডার সাথে পার্টনারশিপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যোগ করেছিলেন ১৭৬ রান। (Sanju Samson Achievements)
  • আইপিএলে সর্বোচ্চ সংখ্যক শতরানের নিরিখে সপ্তম স্থানে রয়েছেন সঞ্জু স্যামসন। ৩টি শতরান রয়েছে তাঁর। শীর্ষে বিরাট কোহলি। তাঁর শতকের সংখ্যা ৭।
  • লিস্ট-এ অর্থাৎ পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরানের মালিক সঞ্জু স্যামসন। ২০১৯ সালে গোয়ার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে ১২৯ বলে দ্বিশতরান করেন তিনি। দ্রুততম দ্বিশতকের মালিক ঈশান কিষণ। বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালে ১২৬ বলে ২০০ দ্বিশতক করেন তিনি।
  • একমাত্র ক্রিকেটার হিসেবে টানা পাঁচ মরসুমে আইপিএলের প্রথম ম্যাচে অর্ধশতক করেছেন তিনি। ২০২০-২০২৪ মরসুমে এই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন সঞ্জু।

সঞ্জু স্যামসন নেট ওয়ার্থ (Sanju Samson Net Worth)-

  • বিসিসিআই গ্রেড C চুক্তি- ১ কোটি টাকা বার্ষিক
  • ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
  • টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
  • আইপিএল ২০২৪- ১৪ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৮২ কোটি টাকা (আনুমানিক)

সঞ্জু স্যামসনের গ্যারাজে রয়েছে যে গাড়িগুলি (Sanju Samson Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
লেক্সাস ই এস ৩০০এইচ ৫৫ লক্ষ টাকা
মিৎসুবিশি পাজেরো স্পোর্টস ২৭ লক্ষ টাকা
মারুতি সুজুকি স্যুইফট ৯ লক্ষ টাকা
রেঞ্জ রোভার স্পোর্টস ৯১ লক্ষ টাকা
অডি এ৬ ৬২ লক্ষ টাকা

সঞ্জু স্যামসনের সম্পত্তি (Sanju Samson Properties in Bengali)-

কেরলের তিরুঅনন্তপুরমে সঞ্জুর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার বাজারমূল্য এই মুহূর্তে ৪ কোটি টাকা। এছাড়া কেরলের পুল্লুভিলা গ্রামেও পৈতৃক সম্পত্তি রয়েছে সঞ্জুদের। সিক্স গানস অ্যাকাডেমি নামে কেরলের তিরুঅনন্তপুরমে একটি ক্রিকেট ও ফুটবল অ্যাকাডেমি খুলেছেন সঞ্জু স্যামসন।

সঞ্জু স্যামসনের বাণিজ্যিক চুক্তিসমূহ (Sanju Samson Brand Endorsements)-

  • এমআরএফ টায়ার্স
  • এস জি স্পোর্টস
  • ভারত পে
  • অ্যাডিডাস
  • ড্রিম ইলেভেন
  • বেসলাইন ভেঞ্চার্স
  • ক্লাব মহীন্দ্রা

 

 

 

 

সঞ্জু স্যামসন সম্পর্কীত প্রশ্নাবলী (Sanju Samson FAQs)-

সঞ্জু স্যামসনের জন্ম কোথায় হয়?

কেরলের তিরুঅনন্তপুরম জেলার ভিজিঞ্জামের নিকট পুল্লুভিলা অঞ্চলে সঞ্জু স্যামসনের জন্ম।

সঞ্জু স্যামসনের বয়স কত?

সঞ্জু স্যামসনের বয়স ২৯ বছর। (জন্মতারিখ- ১১ নভেম্বর, ১৯৯৪)

সঞ্জু স্যামসনের স্ত্রী’র নাম কি?

সঞ্জু স্যামসনের স্ত্রী’র নাম চারুলতা স্যামসন। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়।

কোন দলের হয়ে সঞ্জু স্যামসন আইপিএল খেলেন?

সঞ্জু স্যামসন আইপিএলে রাজস্থান রয়্যালস দলের অধিনায়কত্ব করেন।

কত সালে সঞ্জু স্যামসনের আন্তর্জাতিক অভিষেক হয়?

২০১৫ সালের জুলাই মাসে প্রথমবার সঞ্জু স্যামসন ভারতের হয়ে টি-২০ খেলেন। ২০২১ সালে প্রথমবার খেলেন একদিনের ম্যাচ।