IPL 2024: মরসুমের মাঝপথে KKR-এর সাথ ছাড়লেন গৌতম গম্ভীর, দলের সাথে ফিরলেন না শহরে !!

IPL 2024: ২০২১-এর আইপিএলের (IPL) ফাইনাল খেলার পর গত দুই মরসুমে একেবারেই ভালো পারফর্ম্যান্স করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুইবারই তাদের শেষ করতে হয়েছে সপ্তম স্থানে। টানা ব্যর্থতার ছবিটা তাই এই মরসুমে বদলাতে মরিয়া ছিলেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলারা। বাইশ গজে বল গড়ানোর আগে থেকেই তাই শুরু হয়েছিলো […]

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)

আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০০৮ সালে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর হাত ধরে যখন পথচলা শুরু করেছিলো আইপিএল, তখন থেকেই টুর্নামেন্টের অংশ নাইট রাইডার্স। প্রথম দুই মরসুমে তাদের জার্সি ছিলো কালো ও সোনালী রঙ-এর। তৃতীয় মরসুম থেকে কালো সরে গিয়ে জায়গা করে নিয়েছে বেগুনি। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে বিশেষ সুবিধা করতে পারে নি নাইটরা। সাফল্য না এলেও কলকাতা শহরকে বরাবর পাশে পেয়েছে দল। ঝাঁকে ঝাঁকে সমর্থক গিয়ে ইডেন ভরিয়েছেন নিয়মিত। ২০১১ সালে প্রথমবার প্লে-অফে পৌঁছেছিলো কলকাতা। ২০১২ সালে জেতে প্রথম ট্রফি। এর ঠিক দুই বছরের মাথায় ২০১৪ সালে আসে দ্বিতীয় খেতাব।

আইপিএলের ইতিহাসে তৃতীয় সফলতম দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের সাথে কেবল কলকাতাই একাধিকবার আইপিএল জয়ের রেকর্ড করেছে। সতেরো মরসুমে আটজন অধিনায়ক সামলেছেন কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার ২০০৮ সালে মাঠে নেমেছিলো নাইটরা। এরপর ব্রেন্ডন ম্যাকালাম, গৌতম গম্ভীর, জ্যাক ক্যালিস, ইওন মর্গ্যান, নীতিশ রানা’রা সামলেছেন দায়িত্ব। বর্তমানে নাইটদের নেতৃত্বভার শ্রেয়স আইয়ারের হাতে। কলকাতা দলের সফলতম অধিনায়ক নিঃসন্দেহে গৌতম গম্ভীর। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে ১২২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জোড়া ট্রফি জয়ের পাশাপাশি সাফল্য পেয়েছেন ৫৬.৫৫ শতাংশ ম্যাচে।

কলকাতা নাইট রাইডার্স সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (KKR General Information in Bengali)-

সম্পূর্ণ নাম কলকাতা নাইট রাইডার্স
ডাকনাম দ্য নাইটস
স্থাপনা ২৪ জানুয়ারি, ২০০৮
মালিক শাহরুখ খান, জয় মেহতা, জুহি চাওলা
সিইও ভেঙ্কি মাইশোর
হেড কোচ/মেন্টর চন্দ্রকান্ত পণ্ডিত, গৌতম গম্ভীর
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @KolkataKnightRiders
ইন্সটাগ্রাম- @kkriders
ট্যুইটার (X)- @KKRiders
ওয়েবসাইট- https://www.kkr.in/
নেট ওয়ার্থ (২০২৩-২৪) ৭৮.৬ মিলিয়ন মার্কিন ডলার (৬৫৫, ৬৯.২২,০৪০ টাকা)
স্পন্সর ড্রিম ইলেভেন, বিরা, বিকেটি টায়ার্স, লাক্স কোজি, জিও, জয়, অ্যাকো, রয়্যাল গ্রিন, জেএসডব্লু পেইন্টস, থাম্বস আপ, ফিলিপস, ভিডল, ফ্যানকোড
খেতাবজয় ২০১২,২০১৪

কলকাতা নাইট রাইডার্সের ইতিহাস (History of KKR in Bengali)-

  • আইপিএলের সূচনালগ্নে আয়োজক সংস্থা বিসিসিআই শহরভিত্তিক দলগুলির জন্য দরপত্র আহ্বান করেছিলো। ফ্র্যাঞ্চাইজির নূন্যতম মূল্য স্থির করা হয়েছিলো ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বলিউড তারকা শাহরুখ খান, জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা ৭৫.৯ মিলিয়ন মার্কিন ডলারের বদলে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পান।
  • নিজের প্রিয় টেলিভিশন শো ‘নাইট রাইডার’-এর নামানুসারে ফ্র্যাঞ্চাইজির নাম কলকাতা নাইট রাইডার্স রাখেন শাহরুখ খান।
  • প্রথম ‘আইকন প্লেয়ার’ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলো কলকাতা। তাদের প্রতিপক্ষ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • আইপিএলের প্রথম তিনটি মরসুমে বিশেষ সাফল্য পায় নি কলকাতা নাইট রাইডার্স। যথাক্রমে ষষ্ঠ, অষ্টম ও ষষ্ঠ স্থানে শেষ করে তারা।
  • ২০১১ সালে প্রথমবার প্লে-অফে জায়গা করে নিয়েছিলো নাইটরা। ২০১২ সালে চেন্নাইকে হারিয়ে জেতে প্রথম ট্রফি, ২০১৪তে পাঞ্জাবকে ফাইনালে দ্বিতীয়বার খেতাব জেতে তারা। ২০২১ সালে ফাইনাল খেললেও ট্রফি আসে নি।

আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড (Current KKR Squad in Bengali)-

নাম ভূমিকা জার্সি নম্বর
শ্রেয়স আইয়ার (অধিনায়ক) ব্যাটার ৯৬
অঙ্গকৃষ রঘুবংশী ব্যাটার ১৮
মনীশ পাণ্ডে ব্যাটার
নীতিশ রাণা ব্যাটার ২৭
রিঙ্কু সিং ব্যাটার ৩৫
শেফরেন রাদারফোর্ড ব্যাটার ৬৮
আন্দ্রে রাসেল অলরাউন্ডার ১২
অনুকূল রয় অলরাউন্ডার
রমনদীপ সিং অলরাউন্ডার ১৯
সুনীল নারাইন অলরাউন্ডার ৭৪
ভেঙ্কটেশ আইয়ার অলরাউন্ডার ২৫
ফিল সল্ট উইকেটরক্ষক ২৮
রহমানুল্লাহ গুরবাজ উইকেটরক্ষক ২১
কোনা শ্রীকর ভরত উইকেটরক্ষক ১৫
আল্লাহ গজনফর বোলার
চেতন সাকারিয়া বোলার ৫৫
দুষ্মন্ত চামিরা বোলার
হর্ষিত রাণা বোলার ২২
মিচেল স্টার্ক বোলার ৫৬
শাকিব হুসেন বোলার ১৩
বৈভব আরোরা বোলার ১৪
বরুণ চক্রবর্তী বোলার ২৯
সুয়ষ শর্মা বোলার ০৫

আইপিএলে এখনও অবধি নাইট রাইডার্সের পারফর্ম্যান্স (KKR Performance in IPL SO Far)-

মরসুম লীগ ফলাফল চূড়ান্ত ফলাফল
২০০৮ ষষ্ঠ স্থান লীগ পর্বে বিদায়
২০০৯ অষ্টম স্থান লীগ পর্বে বিদায়
২০১০ ষষ্ঠ স্থান লীগ পর্বে বিদায়
২০১১ চতুর্থ স্থান প্লে-অফ
২০১২ দ্বিতীয় স্থান চ্যাম্পিয়ন
২০১৩ সপ্তম স্থান লীগ পর্বে বিদায়
২০১৪ দ্বিতীয় স্থান চ্যাম্পিয়ন
২০১৫ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০১৬ চতুর্থ স্থান প্লে-অফ
২০১৭ তৃতীয় স্থান প্লে-অফ
২০১৮ তৃতীয় স্থান প্লে-অফ
২০১৯ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০২০ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০২১ চতুর্থ স্থান রানার্স-আপ
২০২২ সপ্তম স্থান লীগ পর্বে বিদায়
২০২৩ সপ্তম স্থান লীগ পর্বে বিদায়
২০২৪* (চলছে) দ্বিতীয় স্থান

চ্যাম্পিয়ন্স লীগ টি-২০তে কলকাতার ফলাফল (KKR Result in CLT20)-

মরসুম লীগ ফলাফল চূড়ান্ত ফলাফল
২০১১ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০১২ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০১৩
২০১৪ দ্বিতীয় স্থান রানার্স আপ

কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডসমূহ (KKR Records in Bengali)-

  • আইপিএলের ইতিহাসে প্রথম শতরানটি এসেছিলো কলকাতা নাইট রাইডার্স জার্সিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৫৮ করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম।
  • কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও অবধি কেবল তিনজন ব্যাটার শতরান করেছেন। ২০০৮ মরসুমে ব্রেন্ডন ম্যাকালাম, ২০২৩ মরসুমে ভেঙ্কটেশ আইয়ার ও ২০২৪ মরসুমে সুনীল নারাইন।
  • কলকাতার সুনীল নারাইন একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। আবার ব্যাট হাতে শতরানও করেছেন।
  • আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে’তে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ ওভারে ১০৫ তুলেছিলেন ক্রিস লিন ও সুনীল নারাইন।
  • আইপিএলের ইতিহাসে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে কলকাতার। দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ২০২৪ মরসুমে তারা তুলেছে ২৭২ রান।

কলকাতা নাইট রাইডার্স তারকাদের পরিসংখ্যান (KKR Players’ Stats in Bengali)-

সেরা পাঁচ ব্যাটার-

    নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
গৌতম গম্ভীর ১২৩ ৩৩৭৬ ৩১.২৫ ০০ ৩০ ৯৩
রবিন উথাপ্পা ৯১ ৩৬৪৯ ৩১.৫৩ ০০ ১৭ ৮৭
আন্দ্রে রাসেল ১১৮ ২৪২৪ ৩০.৩০ ০০ ১২ ৮৮*
নীতিশ রাণা ৮৯ ২১৬৬ ২৮.১২ ০০ ১৪ ৮৭
ইউসুফ পাঠান ১২৩ ২০৬১ ৩০.৩০ ০০ ০৭ ৭২

সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
সুনীল নারাইন ১৭৮ ১৯০ ২৪.০৫ ০১ ৫/১৯
আন্দ্রে রাসেল ১১৮ ১০৬ ২২.২৭ ০১ ৫/১৫
পীয়ূষ চাওলা ৭৬ ৭১ ২৮.৪৯ ০০ ৪/৩২
বরুণ চক্রবর্তী ৬২ ৬৯ ২৬.১০ ০১ ৫/২০
উমেশ যাদব ৬৮ ৬৫ ৩০.২১ ০০ ৪/২৩

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড (Home Grounds of KKR in IPL)-

কলকাতার ইডেন গার্ডেন্সেই মূলত হোম ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স দল। এছাড়াও কটক, রাঁচির মাঠেও কোনো কোনো সময় হোম ম্যাচ খেলেছে নাইটরা।

কলকাতা নাইট রাইডার্স সম্পর্কীত প্রশ্নাবলী (KKR FAQs in Bengali)-

কলকাতা নাইট রাইডার্স দলের মালিকের নাম কি?

বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা।

কলকাতা নাইট রাইডার্স কতবার আইপিএল জিতেছে?

কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জয় করেছে।

কলকাতা নাইট রাইডার্সের জার্সির রং কি?

কলকাতা নাইট রাইডার্সের জার্সির রং বেগুনি ও সোনালী।

কলকাতা নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক কে?

কলকাতা নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ার।

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর কে?

প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর বর্তমানে সামলাচ্ছেন কলকাতার মেন্টরের দায়িত্ব।