BCCI-এর এই তিন ভুল সিদ্ধান্তে টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হতে চলেছে টিম ইন্ডিয়ার !!

এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর বসছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকে আগামী ৫ জুন অভিযান শুরু করছে ভারত। নিউ ইয়র্কের মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচটিও নিউ ইয়র্কে। ‘বিগ অ্যাপল’ সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটের এল-ক্লাসিকো অর্থাৎ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের। এরপর তৃতীয় ম্যাচটিও টিম ইন্ডিয়া খেলবে নিউ ইয়র্কেই। আয়োজন […]

ঋষভ পন্থ (Rishabh Pant)

উত্তরাখণ্ডের রুরকিতে ঋষভ পন্থের (Rishabh Pant) জন্ম ১৯৯৭ সালের ৪ অক্টোবর। বাবা রাজেন্দ্র পন্থ, মা সরোজ পন্থ। রাজেন্দ্র ও সরোজের দ্বিতীয় সন্তান ঋষভ। তাঁর দিদি’র নাম সাক্ষী পন্থ। (Rishabh Pant Personal Information) ১২ বছর বয়সে স্বনামধন্য কোচ তারকা সিনহা’র তত্ত্বাবধানে সনেট ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরু করেন ঋষভ। (Rishabh Pant First Coach) অনুশীলনের জন্যই প্রতি সপ্তাহান্তে রুরকি থেকে দিল্লী আসতেন তিনি। মায়ের সাথে রাতে থাকতেন মোতি বাগের গুরুদ্বারে। ২০১৭ সালের এপ্রিল মাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা রাজেন্দ্র পন্থ। বি.সম্পূর্ণ করলেও ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন ঋষভ।

২০১৫ সালে দিল্লীর হয়ে প্রথম শ্রেণির ও লিস্ট-এ ক্রিকেটে সুযোগ পান ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০১৬ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন তিনি। ঐ একই বছরে সুযোগ হয় দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-২০, তিন ফর্ম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। ভয়ডরহীন ক্রিকেট খেলে স্বল্প দিনের কেরিয়ারেই নিজস্ব এক ব্র্যান্ড তৈরি করে ফেলতে পেরেছেন ঋষভ। পেয়েছেন বিপুল জনপ্রিয়তাও। ব্যক্তিগত জীবনে ঈশা নেগি’র সাথে সম্পর্কে রয়েছেন তিনি (Rishabh Pant Girlfriend)।

বাংলায় ঋষভ পন্থের বায়োগ্রাফি (Rishabh Pant Biography in Bengali)-

সম্পূর্ণ নাম ঋষভ রাজেন্দ্র পন্থ
ডাকনাম ঋষু, স্পাইডি
জন্মস্থান রুরকি, উত্তরাখণ্ড
জন্মতারিখ ৪ অক্টোবর, ১৯৯৭
উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি (১৭০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল দিল্লী ক্যাপিটালস
জার্সি নম্বর ১৭
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ
ক্রিকেটীয় ভূমিকা উইকেটরক্ষক ব্যাটার
স্ত্রী/বান্ধবী-র নাম ঈশা নেগি
সন্তানের নাম
রাশিচিহ্ন তুলা
শখ ভ্রমণ
পঠনপাঠন ইন্ডিয়ান পাবলিক স্কুল, শ্রী ভেঙ্কটেশ্বরা কলেজ
ইন্সটাগ্রাম প্রোফাইল @rishabpant
ফেসবুক প্রোফাইল @ImRishabPant
ট্যুইটার (X) হ্যান্ডেল @RishabhPant17

ঋষভ পন্থের আন্তর্জাতিক অভিষেক (Rishabh Pant International Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১৮/০৮/২০১৮ ইংল্যান্ড নটিংহ্যাম
ওয়ান ডে ২১/১০/২০১৮ ওয়েস্ট ইন্ডিজ গুয়াহাটি
টি-২০ ০১/০২/২০১৭ ইংল্যান্ড বেঙ্গালুরু

ঋষভ পন্থের কেরিয়ার পরিসংখ্যান (Rishabh Pant Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক
Test ৩৩ ২২৭১ ১৫৯* ৪৩.৬৭ ৭৩.৬৩ ০৫ ১১
ODI ৩০ ৮৬৫ ১২৫* ৩৪.৬০ ১০৬.৬৫ ০২ ০৫
T20i ৬৬ ৯৮৭ ৬৫* ২২.৪৩ ১২৬.৩৭ ০০ ০৩
IPL ১০৬ ৩০৯২ ১২৮* ৩৪.৭৪ ১৪৮.১৬ ০১ ১৭
FC ৫৭ ৪১২৩ ৩০৮ ৪৮.৫০ ৮২.৪৭ ১০ ১৯
List-A ৬৬ ১৭৮৩ ১৩৫ ৩২.৪১ ১০৪.৬৩ ০২ ১১
T20 ১৮৭ ৪৬০৮ ১২৮* ৩১.৫৬ ১৪৫.১৩ ০২ ২৪

যে দলগুলির হয়ে খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant Teams in Bengali)-

ভারত, ভারত-এ, ভারত অনুর্দ্ধ-১৯, দিল্লী ক্যাপিটালস-১৯, ভারত বোর্ড প্রেসিডেন্টস একাদশ, দিল্লী ক্যাপিটালস, ভারত রেড, নর্থ জোন।

ঋষভ পন্থের রেকর্ড ও কৃতিত্বসমূহ (Rishabh Pant Records in Bengali)-

  • একই ম্যাচে সবচেয়ে বেশী ক্যাচ ধরার কৃতিত্ব রয়েছে ঋষভ পন্থের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন ঋষভ পন্থ। রবার্ট রাসেল ও এবি ডিভিলিয়ার্সের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিয়েছেন ঋষভ (Rishabh Pant Achievemetns)।
  • সৈয়দ কিরমানি ও মহেন্দ্র সিং ধোনি’র পর তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০০০-এর বেশী রান ও ১০০’র বেশী শিকারের রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ।
  • আইপিএলের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম অধিনায়ক ঋষভ পন্থ। রয়েছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, শ্রেয়স আইয়ার ও সুরেশ রায়নার পরেই। ২৩ বছর ৬ মাস ৬ দিন বয়সে প্রথম দিল্লী দলকে নেতৃত্ব দেন তিনি।
  • ২০১৮ সালে তিনি প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ইংল্যান্ডের মাটিতে শতরান করার নজির গড়েন। ঐ একই বছরে টেস্টের চতুর্থ ইনিংসে শতরান করা প্রথম ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হওয়ার কৃতিত্ব’ও অর্জন করেন ঋষভ।
  • ২০১৮ সালে আইপিএলের সেরা উঠতি ক্রিকেটারের পুরষ্কার জেতেন ঋষভ পন্থ।

ঋষভ পন্থের সড়ক দুর্ঘটনা (Rishabh Pant Car Accident in Bengali)-

২০২২ সালের ৩০ ডিসেম্বর এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন ঋষভ পন্থ। বর্ষবরণ উদ্‌যাপনের জন্য নিজেই গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে বাড়ি ফিরছিলেন তিনি। ইচ্ছে ছিলো মা’কে সারপ্রাইজ দেওয়ার। কিন্তু ভোররাত্রে হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ঋষভের গাড়িটি। মুহূর্তে আগুন ধরে যায় তাতে। কোনোক্রমে সামনের উইন্ডস্ক্রিণ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন ঋষভ পন্থ। ফলে প্রাণ রক্ষা পায় তাঁর। তবে আঘাত এড়াতে পারেন নি। মুখে, পিঠে, পায়ে ক্ষত সৃষ্টি হয়েছিলো তাঁর। এছাড়া ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট।

স্থানীয় হাসপাতালে চিকিৎসা শুরু হয় ঋষভের। পরে স্থানান্তরিত করা হয় দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে এয়ান অ্যাম্বুলেন্সে মুম্বই উড়িয়ে আনা হয় তাঁকে। কোকিলাবেন আম্বানি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয়। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। খানিক সুস্থ হলে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেন ঋষভ। কঠিন সময় কাটিয়ে শেষমেশ ২০২৪-এর আইপিএলে মাঠে ফেরার ছাড়পত্র পান তিনি। ১৪ মাসের বিরতির পর অবশেষে আইপিএলের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামেন ঋষভ পন্থ।

ঋষভ পন্থের নেট ওয়ার্থ (Rishabh Pant Net Worth in Bengali)-

  • বিসিসিআই গ্রেড B চুক্তি- বার্ষিক ৩ কোটি টাকা
  • টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
  • ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
  • টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
  • আইপিএল ২০২৪- ১৬ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ১০০ কোটি টাকা

ঋষভ পন্থের গ্যারাজে রয়েছে যে বিলাসবহুল গাড়িগুলি (Rishabh Pant Car Collection)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
অডি এ ৮ ২ কোটি টাকা
ফোর্ড মাস্ট্যাং ৯৫ লাখ টাকা
মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস ৮০ লাখ টাকা
মার্সিডিজ বেঞ্জ জিএলই ১ কোটি টাকা

ঋষভ পন্থের বাণিজ্যিক চুক্তিসমূহ (Rishabh Pant Brand Endoresements)-

  • বোট
  • অ্যাডিডাস
  • জে এস ডব্লু স্টিল
  • নয়েজ
  • রিয়েল মি
  • ড্রিম ইলেভেন
  • কেচ
  • এস জি
  • বুস্ট
  • ক্যাডবেরি

ঋষভ পন্থ সম্পর্কীত প্রশ্নাবলী (Rishabh Pant FAQs)-

কবে ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার শিকার হন?

২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লী থেকে রুরকি ফেরার পথে ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনার শিকার হন।

ঋষভ পন্থ গাব্বা’র মাঠে কত রানের ইনিংস খেলেছিলেন?

ঋষভ পন্থ ২০২১ সালে ব্রিসবেনের গাব্বায় ৮৯* রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছিলেন।

ঋষভ পন্থের বয়স কত?

ঋষভ পন্থের বয়স ২৬। (জন্ম- ৪ অক্টোবর, ১৯৯৭)।

ঋষভ পন্থের বান্ধবীর নাম কি?

ঋষভ পন্থের বান্ধবীর নাম ঈশা নেগি।