BCCI-এর এই তিন ভুল সিদ্ধান্তে টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হতে চলেছে টিম ইন্ডিয়ার !!

এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর বসছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকে আগামী ৫ জুন অভিযান শুরু করছে ভারত। নিউ ইয়র্কের মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচটিও নিউ ইয়র্কে। ‘বিগ অ্যাপল’ সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটের এল-ক্লাসিকো অর্থাৎ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের। এরপর তৃতীয় ম্যাচটিও টিম ইন্ডিয়া খেলবে নিউ ইয়র্কেই। আয়োজন […]

বিরাট কোহলি (Virat Kohli)-

১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লীর এক পাঞ্জাবি হিন্দু পরিবারে বিরাট কোহলির (Virat Kohli) জন্ম। তাঁর বাবা প্রেম কোহলি (Prem Kohli) পেশায় ছিলেন একজন আইনজীবী। মা সরোজ কোহলি (Saroj Kohli) ছিলেন গৃহবধূ। এক দাদা ও এক দিদি রয়েছে বিরাটের (Virat Kohli Family Information) তিনি বিশ্ব ভারতী পাব্লিক স্কুল ও সেভিয়র কনভেন্ট স্কুল থেকে দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। এরপর উচ্চশিক্ষা নয়, ক্রিকেটকেই বেছে নেন তিনি। বিরাট যখন বছর আঠারোর কিশোর, তখন তাঁর বাবা মারা যান। বাবার মৃত্যুর পরের দিন দিল্লীর হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি (Virat Kohli)।  কর্ণাটকের বিরুদ্ধে চমকপ্রদ ৯০ রানের ইনিংস’ও খেলেন।

২০০৮ সালে কোহলির অধিনায়কত্বে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলো ভারত। তখনই ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে পড়েছিলেন তিনি। এরপর সিনিয়র জাতীয় দলে সুযোগ পেতে বিশেষ অপেক্ষা করতে হয় নি তাঁকে (Virat Kohli Debut)। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে পেয়েছেন ‘রান মেশিন’ তকমা। দেড় দশকের কেরিয়ারে আবালবৃদ্ধবনিতাকে নিজের ব্যাটিং-এর জাদুতে মোহাচ্ছন্ন করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনার পাশাপাশি আইপিএলেও চমকপ্রদ পারফর্ম্যান্স তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন বিরাট। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে ঘর বেঁধেছেন তিনি (Anushka Sharma Wife)।

বাংলায় বিরাট কোহলির বায়োগ্রাফি (Virat Kohli Biography in Bengali)-

সম্পূর্ণ নাম বিরাট কোহলি
ডাকনাম কিং কোহলি, চিকু
জন্মস্থান দিল্লী
জন্মতারিখ ৫ নভেম্বর, ১৯৮৮
উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেন্টিমিটার)
চোখের মণির রং বাদামী
জাতীয় দল ভারত
আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
জার্সি নম্বর ১৮
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি মিডিয়াম পেসার
ক্রিকেটীয় ভূমিকা ব্যাটার
স্ত্রী-র নাম অনুষ্কা শর্মা
সন্তানের নাম ভামিকা কোহলি, অকায় কোহলি
রাশিচিহ্ন বৃশ্চিক
শখ শরীরচর্চা, ভ্রমণ, গান শোনা
পঠনপাঠন বিশ্ব ভারতী পাব্লিক স্কুল ও সেভিয়র কনভেন্ট স্কুল
ইন্সটাগ্রাম প্রোফাইল @virat.kohli
ফেসবুক প্রোফাইল @virat.kohli
ট্যুইটার (X) হ্যান্ডেল @imVkohli

বিরাট কোহলির আন্তর্জাতিক অভিষেক (Virat Kohli International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ২০/০৬/২০১১ ওয়েস্ট ইন্ডিজ কিংসটন
ওয়ান ডে ১৮/০৮/২০০৮ শ্রীলঙ্কা ডাম্বুলা
টি-২০ ১২/০৬/২০১০ জিম্বাবুয়ে হারারে

বাংলায় বিরাট কোহলির কেরিয়ার পরিসংখ্যান (Virat Kohli Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ১১৩ ৮৮৪৮ ২৫৪* ৪৯.১৫ ৫৫.৫৬ ২৯ ৩০ ০০
ODI ২৯২ ১৩৮৪৮ ১৮৩ ৫৮.৬৭ ৯৩.৫৮ ৫০ ৭২ ০৫
T20i ১১৭ ৪০৩৭ ১২২* ৫১.৭৫ ১৩৮.১৫ ০১ ৩৭ ০৪
IPL ২৪৫ ৭৬৪২ ১১৩ ৩৮.০২ ১৩০.৯০ ০৮ ৫২ ০৪
FC ১৪৫ ১১০৯৭ ২৫৪* ৫০.২১ ৫৫.৯৬ ৩৬ ৩৮ ০৩
List-A ৩২৬ ১৫২৯০ ১৮৩ ৫৭.৪৮ ৯৩.৬১ ৫৪ ৮০ ০৫
T20 ৩৮৪ ১২৩৭৩ ১২২* ৪১.৬৫ ১৩৩.৮৯ ০৯ ৯৩ ০৮

যে দলগুলির হয়ে খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli Teams)-

ভারত, ভারত-এ, ভারত রেড, ভারত ব্লু, ভারত অনুর্দ্ধ-১৯ দল, নর্থ জোন, দিল্লী, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ভারত এমার্জিং প্লেয়ার্স, অবশিষ্ট ভারত, বোর্ড সভাপতি একাদশ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

বিরাট কোহলি রেকর্ড ও উল্লেখযোগ্য কৃতিত্ব (Virat Kohli Records in Bengali)-

  • দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরষ্কার (পূর্বতন রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার) পেয়েছেন ২০১৮ সালে।
  • পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে এক বিশ্বকাপে সর্বোচ্চ রান করার নজির গড়েছেন বিরাট কোহলি। ২০২৩ সালের টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে আসে ৭৬৫ রান।
  • একমাত্র ক্রিকেটার হিসেবে ওডিআই ও টি-২০, দুই ফর্ম্যাটের বিশ্বকাপেই সেরা ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন তিনি।
  • ভারতের সফলতম টেস্ট অধিনায়কদের তালিকায় শীর্ষে বিরাট কোহলি। ২০১৪ থেকে ২০২২-এই সময়কালের মধ্যে ৬৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৪০টি জিতেছে দল। হার ১৭টিতে। ১১ টেস্টে ফলাফল পাওয়া যায় নি।
  • ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ২১বার সিরিজ সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন তিনি। বাইশ গজের দ্বৈরথের ইতিহাসে যা সর্বোচ্চ।
  • আইপিএলের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ রানের নজির রয়েছে কোহলির। ২০১৬ মরসুমে তিনি করেন ৯৭৩ রান। এক মরসুমে সর্বোচ্চ ৪টি শতরানের রেকর্ড’ও তাঁর। এছাড়া আইপিএলে সর্বোচ্চ সংখ্যক আটটি শতরান ও সর্বোচ্চ রান করার নজিরও তাঁর।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক শতরান (৫০) করার নজির রয়েছে বিরাট কোহলির।
  • বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০, তিন ফর্ম্যাটেই আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখলের নজির গড়েছেন কোহলি। তালিকায় অন্য দুই তারকা রিকি পন্টিং ও ম্যাথু হেডেন।

যে সকল বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli Controversies)-

  • ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে টেস্ট ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যাঙ্গুলি দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি।
  • ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দর্শকদের সম্পর্কে কোহলির মন্তব্য জন্ম দিয়েছিলো বিতর্কের। তিনি বলেছিলেন যদি টিম ইন্ডিয়ার তারকাদের সমর্থন করতে না পারেন কেউ, তাহলে তাঁর মাঠে আসার প্রয়োজন নেই।
  • গৌতম গম্ভীরের সাথে বাদানুবাদে জড়িয়ে দুইবার বিতর্ক বাড়িয়েছেন কোহলি। প্রথমবার এই ঘটনা ঘটেছিলো ২০১৩তে। তখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন বিরাট। দ্বিতীয়বার এই ঘটনা ঘটে ২০২৩ সালে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস মেন্ট্র গম্ভীরের সাথে কথা কাটাকাটি হয় কোহলির।
  • ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১৭ সালে কোচ অনিল কুম্বলের সাথে কাজ করতে অস্বীকার করন কোহলি। পদ খোয়াতে হয় কুম্বলেকে।
  • ২০২১-এর শেষে ও ২০২২-এর গোড়ায় তাঁর ভারতীয় দলের নেতৃত্বত্যাগ নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছিলো। তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে কোহলির মনোমালিন্যের খবর সামনে আসে।

বিরাট কোহলি নেট ওয়ার্থ (Virat Kohli Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ১৫ কোটি
  • ভারতীয় বোর্ডের A+ গ্রেড চুক্তি- বার্ষিক ৭ কোটি টাকা।
  • টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
  • ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
  • টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
  • বার্ষিক আয়- ২২৮.০৯ কোটি (আনুমানিক)
  • মোট নেট ওয়ার্থ- ১১৫৫ কোটি (আনুমানিক)

বিরাটের বিলাসব্যসন (Expensive Things Owned by Virat Kohli in Bengali)-

বিরাট কোহলির গ্যারাজে রয়েছে যে গাড়িগুলি (Car Collection of Virat Kohli in Bengali)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
বেন্টলি কন্টিনেন্টাল জিটি ৩.২৯-৪.০৪ কোটি টাকা
বেন্টলি ফ্লাইং স্পার ১.৭০-৩.৪১ কোটি টাকা
অডি আর এইট এলএমএক্স ২.৯৭ কোটি টাকা
অডি এ৮এল ডব্লু১২ কোয়াট্রো ১.৯৮ কোটি টাকা
অডি কিউ৭ ৭২.৯-৮০.৯৫ লক্ষ টাকা
অডি এস৬ ৯৫.২৫ লক্ষ টাকা
রেঞ্জ রোভার ভোগ ২.২৭ কোটি টাকা
টয়োটা ফরচুনার ২৪ লক্ষ-৩০ লক্ষ টাকা
রেনঁ ডাস্টার ১৩.৫ লক্ষ টাকা

বিরাট কোহলির মূল্যবান ঘড়ির সংগ্রহ (Virat Kohli Luxury Watch Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
রোলেক্স ডেটোনা রেনবো এভাররোজ গোল্ড ২ কোটি টাকা
পাটেক ফিলিপ নটিলাস ৫৭ লক্ষ টাকা
রোলেক্স স্কাই ডোয়েলার ১৮ কে রোজ গোল্ড ৩২ লক্ষ টাকা
রোলেক্স ডে ডেট ২৭ লক্ষ টাকা
অডেমার্ক পিজিও রয়্যাল ওক ১৭ লক্ষ টাকা
রোলেক্স ডেটোনা ৮.৬ লক্ষ টাকা
রোলেক্স ডেটজাস্ট ৮ লক্ষ টাকা
পানেরি লুমিনর ৫ লক্ষ টাকা

বিরাট কোহলির বিলাসবহুল আবাসনগুলি (Virat Kohli Luxury Homes in Bengali)-

গুরগাঁও’তে বিলাসবহুল বাংলো রয়েছে কোহলির। একইসাথে মুম্বইয়ের ভারসোভা’তেও রয়েছে বহুমূল্য অ্যাপার্টমেন্ট। আলিবাগ এলাকায় জমি রয়েছে তাঁর।

বিরাট কোহলির বাণিজ্যিক চুক্তিসমূহ (Virat Kohli Endorsements)-

  • মিন্ত্রা
  • গ্রেট লার্নিং
  • হিমালয়া
  • মোবাইল প্রিমিয়ার লীগ (MPL)
  • পুমা
  • ভলিনি
  • ভিকস ইন্ডিয়া
  • টু ইয়াম
  • এমআরএফ টায়ার্স
  • ফিলিপস ইন্ডিয়া
  • উবর ইন্ডিয়া
  • ওয়েলম্যান
  • রং
  • মান্যবর
  • অডি ইন্ডিয়া
  • আমেরিকান ট্যুরিস্টার
  • ফাস্টট্র্যাক
  • রয়্যাল চ্যালেঞ্জার্স
  • টিসঁ
  • কোলগেট-পামোলিভ
  • ব্লু স্টার
  • হিরো মোটোকর্প
  • অ্যামেজ ইনভার্টার ও ব্যাটারি
  • শ্যাম স্টিল
  • ডিজিট ইনস্যুরান্স
  • গুগল ডুও

বিরাট কোহলির বাণিজ্যিক বিনিয়োগ (Virat Kohli Business Investments in Bengali)-

  • রং (Wrogn)
  • চিজেল (Chisel)
  • স্টেপাথলন লাইফস্টাইল (Stepathlon Lifestyle)
  • এফ সি গোয়া (FC Goa)
  • ইউ এ ই রয়্যালস (UAE Royals)
  • ওয়ান ৮ কমিউন (ONE8 Commune)

বিরাট কোহলি সম্পর্কীত প্রশ্নাবলী (Virat Kohli FAQs)-

বিরাট কোহলির বয়স কত?

৩৫ বছর (জন্মতারিখ- ৫ নভেম্বর, ১৯৮৮)।

বিরাট কোহলি কি বিবাহিত?

হ্যাঁ। ২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে পরিণয়সূত্রে বাঁধা পড়েন তিনি।

বিরাট কোহলির বাবা-মায়ের নাম কি?

বিরাট কোহলির বাবা’র নাম প্রেম কোহলি, মায়ের নাম সরোজ কোহলি।

বিরাট কোহলি প্রথম কবে ভারতের হয়ে খেলেন?

২০০৮ সালের ১৮ অগস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি প্রথম ভারতের হয়ে মাঠে নামেন।

বিরাট কোহলির আন্তর্জাতিক শতরান কয়টি?

টেস্ট, ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শতরান ৮০টি।

কেন বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি পরেন?

২০০৮ সালের ১৮ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। অন্যদিকে ২০০৬ সালের ১৮ ডিসেম্বর তাঁর বাবা মারা যান। বিরাট জানিয়েছেন যেহেতু তাঁর জীবনের দুই বিশেষ তারিখের সঙ্গে ১৮ সংখ্যাটির যোগ রয়েছে, তাই তিনি ১৮ নম্বর জার্সি পরেন।