ipl-fans-on-x-in-awe-of-srh-openers

IPL 2024: আজ উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (SRH vs LSG)। প্লে-অফের দৌড়ে থাকা দুই শিবিরের দ্বৈরথ ঘিরে চড়েছিলো উত্তেজনার পারদ। জয় একান্ত প্রয়োজন ছিলো দুই দলেরই। কিন্তু বাইশ গজের দ্বৈরথে আজ শেষ হাসি সানরাইজার্সেরই। প্রতিপক্ষকে রীতিমত গুঁড়িয়ে দিয়ে দুই পয়েন্ট হাসিল করে নিলো তারা। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স আজ পা দিলেন ৩১ বছর বয়সে। ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে তাঁকে জন্মদিনের উপহার দিলেন সতীর্থরা। অন্যদিকে নাইট রাইডার্স ও সানরাইজার্সের বিরুদ্ধে টানা দুই হতশ্রী পরাজয়ের পর শেষ চারের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়লো লক্ষ্ণৌ।

Read More: IPL 2024: বিধ্বংসী ট্র্যাভিস হেডের দোসর অভিষেক শর্মা, লক্ষ্ণৌকে হেলায় হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় সানরাইজার্স !!

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো সুপারজায়ান্টস শিবির। শুরুতে ভুবনেশ্বর কুমারের দাপটে জোড়া উইকেট হারায় তারা। ‘ভুবি রোজ প্রমাণ করে দিচ্ছে ওকে জাতীয় দল থেকে বাদ দিয়ে কি ভুলটাই না করেছেন নির্বাচক’রা’ অভিজ্ঞ পেসারের পারফর্ম্যান্স তারিফ কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৩৩ বলে ২৯ রানের মন্থর ইনিংস খেলে কটাক্ষের মুখে পড়তে হয়েছে কে এল রাহুলকে। ‘ওকে টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ না দেওয়ার সিদ্ধান্তই সঠিক’ লিখেছেন একজন। আয়ুষ বাদোনি ও নিকোলাস পুরানের ব্যাটে মান বাঁচে লক্ষ্ণৌর। তারা ২০ ওভার শেষে পৌঁছায় ১৬৫ রানে। ‘বাদোনি ভারতীয় ক্রিকেটের সম্পদ হতে পারে’ লিখেছিলেন এক অনুরাগী।

পরিসংখ্যান বলছে ১৬০-এর বেশী রান স্কোরবোর্ডে থাকলে অধিকাংশ সময়েই তা রক্ষা করতে সক্ষম হয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। কিন্তু আজ বিধি বাম। শুরু থেকেই ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা এমন ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন যে ম্যাচের ভবিতব্য লেখা হয়ে গিয়েছিলো পাওয়ার প্লে শেষ হওয়ার অনেক আগেই। প্রায় ৩০০ স্ট্রাইক রেটে আজ ৮৯* রান করে গেলেন হেড। ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটারদের মধ্যে একজন ও’ লিখেছেন এক নেটিজেন। ‘এমন মারলো বলের সুতো খুলে নিলো’ এম এস ধোনি সিনেমার সংলাপ প্রতিধ্বনিত হয়েছে নেটদুনিয়ার দেওয়ালে। প্রশংসায় ভেসেছেন পাঞ্জাবের অভিষেক শর্মা’ও। তিনি করেন অপরাজিত ৭৫ রান। স্ট্রাইক রেট ছিলো ২৬৭.৬৭। ‘ওকে সুযোগ দিলে আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ঝোড়ো ইনিংস খেলবে’, ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের রত্ন’, অভিষেক’কে কুর্নিশ জানিয়ে লিখেছেন নেটনাগরিকেরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন সঞ্জু স্যামসন, কড়া শাস্তি পাচ্ছেন রাজস্থান অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *