IPL 2022: SRH এর আইপিএলে খারাপ প্রদর্শনের পেছনে হেড কোচ টম মুডি জানালেন এই বিশেষ কারণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২২ (IPL 2022) এ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) যথেষ্ট নিরাশ করেছে আর তারা এই মরশুম শেষ করেছে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে থেকে। প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জেতা হায়দরাবাদের দল শেষ সাতটি ম্যাচে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছিল আর লাগাতার ম্যাচ হারার কারণে তারা প্লে অফে জায়গা করে নিতে পারেনি।  দলের হেড কোচ […]