ipl-pbks-vs-rcb-dream-11-prediction

IPL 2024: জমজমাট ম্যাচের অপেক্ষায় প্রহর গুণছেন সকলে। ধর্মশালার মাঠে বৃহস্পতিবার সম্মুখসমরে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। দুই শিবিরের আগের ম্যাচটি হয়েছিলো হাড্ডাহাড্ডি। বাজিমাত করেছিলো বেঙ্গালুরু। চিন্নাস্বামীর বদলা কি স্যাম কারানরা নিতে পারবেন ধর্মশালায়? নাকি আরও একবার জয় পাবেন কোহলিরাই (Virat Kohli)? এই প্রশ্নেরই উত্তরের সন্ধানে সকলে। মরসুমের শুরুতে একের পর এক ম্যাচ হারালেও আপাতত টানা তিন ম্যাচ জিতে ধর্মশালায় পা দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB )। প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া পথ নেই তাদের। অন্যদিকে দিনকয়েক আগে এই মাঠে চেন্নাইয়ের বিপক্ষে হেরেছে পাঞ্জাব (PBKS)। টিকে থাকতে হলে ২ পয়েন্ট প্রয়োজন তাদেরও।

জনি বেয়ারেস্টোর (Jonny Bairstow) সাথে পাঞ্জাবের হয়ে ওপেন করতে নামতে পারেন স্যাম কারান (Sam Curran)। শিখর ধাওয়ানের চোট কারানকে বাধ্য করেছে অনভ্যস্ত ওপেনিং স্লটে জায়গা করে নিতে। তিনে খেলতে পারেন প্রভসিমরণ সিং। চার নম্বরে পাঞ্জাবের বাজি হতে পারে অভিজ্ঞ রাইলি রুশো। চলতি মরসুমে রানের সন্ধানে রয়েছেন প্রোটিয়া তারকা। পাঁচ নম্বরে দেখা যেতে পারে শশাঙ্ক সিং-কে (Shashank Singh)। বেঙ্গালুরুর বোলিং-এর বিরুদ্ধে তাঁর থেকে আরও একটা ঝোড়ো ইনিংসের আশায় দল। এরপর থাকছেন জিতেশ শর্মা। ফিনিশার হিসেবে খেলতে পারেন আশুতোষ শর্মা। স্পিন বিভাগে হরপ্রীত ব্রারের সাথে জুড়ে দেওয়া হতে পারে রাহুল চাহারকে। হর্ষল প্যাটেল ও আর্শদীপ সিং-এর সাথে পেস বিভাগ সামলাবেন কাগিসো রাবাডা।

টানা চার জয়ের লক্ষ্যে মাঠে নামছে বেঙ্গালুরু। তাদের হয়ে ওপেন করতে পারেন ফাফ দু প্লেসি (Faf du Plessis) ও বিরাট কোহলি (Virat Kohli)। রানের মধ্যে রয়েছেন দুজনেই। তিনে খেলার সম্ভাবনা উইল জ্যাকসের। গুজরাত ম্যাচের মত ঝোড়ো ইনিংস খেলতে চাইবেন তিনি। চারে রজত পতিদার (Rajat Patidar) ও পাঁচে গ্লেন ম্যাক্সওয়েলকে খেলাতে পারে বেঙ্গালুরু। আইপিএল-কে বিদায় জানানোর আগে ফর্ম খুঁজে নিতে চাইবেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। ছয় নম্বরে দেখা যেতে পারে ক্যামেরন গ্রিনকে। উইকেটরক্ষক দীনেশ কার্তিক থাকছেন ফিনিশার হিসেবে। খেলতে পারেন মহীপাল লোমরোর’ও। লেগস্পিনার কর্ণ শর্মা’কে প্রথম একাদশে রাখতে পারেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। মহম্মদ সিরাজ ও যশ দয়ালের সাথে পেস বিভাগে জুড়ে দেওয়া হতে পারে বিজয়কুমার বৈশাখকে।

Read More: IPL 2024: ঝড়ঝাপ্টা সামলে রুখে দাঁড়ালেন পুরান-বাদোনি, হায়দ্রাবাদের বিপক্ষে লক্ষ্ণৌর স্কোরবোর্ডে ১৬৫ রান !!

ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ৫৮

তারিখ- ০৯/০৫/২০২৪

ভেন্যু- এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা, হিমাচল প্রদেশ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Dharamshala Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

HPCA Stadium, Dharamshala | PBKS vs RCB | Image: Getty Images
HPCA Stadium, Dharamshala | Image: Getty Images

হিমাচল প্রদেশের ধর্মশালায় মুখোমুখি পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। পাহাড়ঘেরা স্টেডিয়ামে ইনিংসের শুরুতে স্যুইং আদায় করতে দেখা যায় ফাস্ট বোলারদের। স্যুইং সামলাতে সমস্যা হতে পারে ব্যাটারদের। পরবর্তীতে অবশ্য বড় শট খেলা সহজ হয়ে যায়। যেহেতু সন্ধ্যের ম্যাচ, সেহেতু শিশির এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এখানে এখনও অবধি ১২টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে ৭টি ম্যাচে। রান তাড়া করে জয়ের সংখ্যা ৫। পরিসংখ্যান উলটো কথা বললেও শিশিরের কথা মাথায় রেখে প্রথমে বোলিং করতে পারেন টসজয়ী অধিনায়ক।

বৃহস্পতিবার ধর্মশালায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রী সেলসিয়াস। শৈল শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৫ শতাংশ থাকার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসাথে তারা জানিয়েছে আশঙ্কার খবরও। পূর্বাভাস বলছে বৃহস্পতিবার ধর্মশালায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ শতাংশ। যা চিন্তা বাড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের। প্রকৃতির চোখরাঙানি সামলে সম্পূর্ণ করা যাবে ম্যাচ, আশায় তাঁরা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

PBKS vs RCB | Image: Getty Images
PBKS vs RCB | Image: Getty Images

পাঞ্জাব কিংস (PBKS)-

জনি বেয়ারেস্টো ✈, স্যাম কারান (অধিনায়ক) ✈, রাইলি রুশো ✈, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা ✈, রাহুল চাহার, আর্শদীপ সিং।

বিকল্প- প্রভসিমরণ সিং, নাথান এলিস ✈, ঋষি ধাওয়ান, হরপ্রীত সিং ভাটিয়া, অথর্ব তাইডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, উইল জ্যাকস ✈, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ✈, ক্যামেরন গ্রিন ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহীপাল লোমরোর, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল।

বিকল্প- বিজয়কুমার বৈশাখ, রিস টপলি ✈, মায়াঙ্ক ডাগর, সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত।

PBKS vs RCB, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- ফাফ দু প্লেসি, শশাঙ্ক সিং, বিরাট কোহলি, রজত পতিদার

অলরাউন্ডার- উইল জ্যাকস

উইকেটরক্ষক- দীনেশ কার্তিক

বোলার- রাহুল চাহার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ

অধিনায়ক- উইল জ্যাকস

সহ-অধিনায়ক- বিরাট কোহলি

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: “ও দাবাং স্যামসন…” রাজস্থান অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ নভজ্যোত সিং সিধু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *