ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুম শুরুর আগেই পিঠের চোটে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অকুল পাথারে পড়া কলকাতা ফ্র্যাঞ্চাইজি আপৎকালীন পরিস্থিতিতে নীতিশ রানার (Nitish Rana) হাতে তুলে দেয় নেতৃত্বের ব্যাটন। ২০২৩ মরসুমে কলকাতা খেতাব জেতে নি, এমনকি পেরোতে পারে নি প্লে-অফের গণ্ডীও। কিন্তু ব্যাট হাতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন নীতিশ রানা (Nitish […]