TOP 3: চলতি IPL-এ মুম্বইয়ের মুখ থুবড়ে পড়ার পিছনে ‘ভিলেন’ এই তিন ক্রিকেটার !!

TOP 3: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) নিয়ে এইবারের আইপিএলেও (IPL) প্রত্যাশা অনেক ছিলো সমর্থকদের। কিন্তু নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে একেবারেই আশানুরূপ ফলাফল করতে সক্ষম হয় নি তারা। প্রথম ম্যাচেই গুজরাতের (GT) বিরুদ্ধে হেরেছিলো তারা। পরাজিত হতে হয়ে তার পরের দুই ম্যাচেও। হারের হ্যাট্রিকের পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব  হয় নি মুম্বই ইন্ডিয়ান্সের (MI) […]

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-

আইপিএলের সফলতম দলগুলির তালিকায় শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। জনপ্রিয়তার নিরিখেও অন্যতম সেরা তারা। ২০০৮ সালে আইপিএলের সুচনালগ্ন থেকেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা। ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্স দলের জার্সির রং প্রথম কয়েকটি মরসুমে আকাশি থাকলেও পরে রয়্যাল ব্লু ও সোনালী রংকেই বেছে নিয়েছে তারা। আইপিএলের (IPL) প্রথম দুটি মরসুমে প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে তারা ঘুরে দাঁড়িয়েছিলো তৃতীয় মরসুমে। প্রথমবার প্লে-অফের যোগ্যতা অর্জনের পাশাপাশি ফাইনালও খেলে তারা। যদিও ট্রফি আসে নি। সেই যাত্রায় রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো মুম্বইকে।

প্রথম প্রচেষ্টায় ট্রফি না এলেও গত দশকের সফলতম আইপিএল ফ্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সই (Mumbai Indians)। ২০১৩ সালে প্রথমবার খেতাবের স্বাদ পায় তারা। এরপর ২০১৫, ২০১৭ ও ২০১৯ ও ২০২০ সালে ট্রফি জিতে প্রথম দল হিসেবে পাঁচবার ট্রফি জয়ের রেকর্ড গড়ে মুম্বই। আইপিএলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি পা দিয়েছে মেয়েদের টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লীগেও। সেখানেও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এছাড়া মধ্যপ্রাচ্যের আইএলটি-২০, দক্ষিণ আফ্রিকার SA20, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটের মত প্রতিযোগিতাতেও দল রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজির।

মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (MI General Information in Bengali)-

সম্পূর্ণ নাম মুম্বই ইন্ডিয়ান্স
ডাকনাম পল্টন
স্থাপনা ২৪ জানুয়ারি, ২০০৮
মালিক ইন্ডিয়া উইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড (মুকেশ আম্বানি)
সিইও
হেড কোচ/মেন্টর মার্ক বাউচার (হেড কোচ), লাসিথ মালিঙ্গা (বোলিং কোচ)
ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @mumbaiindians
ইন্সটাগ্রাম- @mumbaiindians
ট্যুইটার (X)-  @mipaltan
ওয়েবসাইট- mumbaiindians.com
নেট ওয়ার্থ (২০২৩-২৪) ৮৭ মিলিয়ন মার্কিন ডলার (৭২৪,৯১,৭৪.৯৫০ টাকা)
স্পন্সর স্লাইস, জিও, ডিএইচএল, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, স্কেচার্স, অ্যাস্ট্রাল পাইপস, ঊষা, ক্যাডবেরি, বিসলেরি, বিকেটি টায়ার্স, টিম ভিউয়ার, গার্নিয়ার।
খেতাবজয় ২০১৩,২০১৫,২০১৭,২০১৯,২০২০

মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাস (Mumbai Indians History in Bengali)-

  • আইপিএলের সূচনালগ্নে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছিলো। নূন্যতম মূল্য স্থির করা হয়েছিলো ৫০ মিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংস্থা সর্বোচ্চ ১১১.৯ মিলিয়ন মার্কিন ডলার দর দিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা লাভ করে। আট দলের মধ্যে সর্বোচ্চ দাম ছিলো মুম্বইয়ের।
  • প্রথম আইকন প্লেয়ার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত হন শচীন তেন্ডুলকর। তিনিই মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম অধিনায়ক নির্বাচিত হন। যদিও টুর্নামেন্ট শুরুর আগে শচীন চোট পাওয়ায় নেতার ভূমিকায় দেখা যায় হরভজন সিং-কে।
  • আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম প্রতিপক্ষ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • আইপিএলের প্রথম দুই মরসুম প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স। তৃতীয় মরসুমে প্রথমবার তারা শেষ চারের যোগ্যতা অর্জন করে। যদিও ফাইনালে হারতে হয়েছিলো।
  • ২০১৩ সালে প্রথমবার ট্রফি জেতে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ থেকে ২০২০-এই আট মরসুমের মধ্যে পাঁচটি ট্রফি জিতে টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করে তারা।

আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড (MI Full Squad in IPL 2024)-

নাম ভূমিকা জার্সি নম্বর
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক) অলরাউন্ডার ৩৩
রোহিত শর্মা ব্যাটার ৪৫
সূর্যকুমার যাদব ব্যাটার ৬৩
তিলক বর্মা ব্যাটার
টিম ডেভিড ব্যাটার
অংসুল কম্বোজ অলরাউন্ডার
ডিওয়াল্ড ব্রেভিস অলরাউন্ডার ১৭
জেরাল্ড কুৎসিয়ে অলরাউন্ডার ৬২
মহম্মদ নবি অলরাউন্ডার
নেহাল ওয়াধেরা অলরাউন্ডার ১৯
নমন ধির অলরাউন্ডার ২৮
রোমারিও শেপার্ড অলরাউন্ডার ৪৮
শামস মুলানি অলরাউন্ডার ১৩
শিবালিক শর্মা অলরাউন্ডার
ঈশান কিষণ উইকেটরক্ষক ২৩
হার্ভিক দেশাই উইকেটরক্ষক
বিষ্ণু বিনোদ উইকেটরক্ষক
জসপ্রীত বুমরাহ বোলার ৯৩
পীয়ূষ চাওলা বোলার ২৪
জেসন বেহরেনডফ বোলার
কোয়েনা মাফাকা বোলার ১১
লুক উড বোলার ৭৭
কুমার কার্তিকেয় বোলার ২৬
নুয়ান তুষারা বোলার
আকাশ মাধওয়াল বোলার ২৫
অর্জুন তেন্ডুলকর বোলার ২৪
দিলশান মাদুশাঙ্কা বোলার
শ্রেয়স গোপাল বোলার ৩৭

আইপিএলে এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্সের পারফর্ম্যান্স (MI IPL Performance So Far)-

মরসুম লীগ ফলাফল চূড়ান্ত ফলাফল
২০০৮ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০০৯ সপ্তম স্থান লীগ পর্বে বিদায়
২০১০ প্রথম স্থান রানার্স-আপ
২০১১ তৃতীয় স্থান প্লে-অফ
২০১২ তৃতীয় স্থান প্লে-অফ
২০১৩ দ্বিতীয় স্থান চ্যাম্পিয়ন
২০১৪ চতুর্থ স্থান প্লে-অফ
২০১৫ দ্বিতীয় স্থান চ্যাম্পিয়ন
২০১৬ পঞ্চম স্থান প্লে-অফ
২০১৭ প্রথম স্থান চ্যাম্পিয়ন
২০১৮ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০১৯ প্রথম স্থান চ্যাম্পিয়ন
২০২০ প্রথম স্থান চ্যাম্পিয়ন
২০২১ পঞ্চম স্থান লীগ পর্বে বিদায়
২০২২ দশম স্থান লীগ পর্বে বিদায়
২০২৩ চতুর্থ স্থান প্লে-অফ
২০২৪* (চলছে) সপ্তম স্থান

চ্যাম্পিয়ন্স লীগ টি-২০তে মুম্বই ইন্ডিয়ান্সের পারফর্ম্যান্স (MI Performance in CLT20)-

মরসুম লীগ ফলাফল চূড়ান্ত ফলাফল
২০১০ সপ্তম স্থান লীগ পর্বে বিদায়
২০১১ প্রথম স্থান চ্যাম্পিয়ন
২০১২ নবম স্থান লীগ পর্বে বিদায়
২০১৩ প্রথম স্থান চ্যাম্পিয়ন
২০১৪ দশম স্থান লীগ পর্বে বিদায়

মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ডসমূহ (Mumbai Indians Records)-

  • আইপিএলের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজির তালিকায় সবার উপরে মুম্বই ইন্ডিয়ান্স। তারা পাঁচবার ট্রফি জিতে চেন্নাইয়ের সাথে ভাগ করে নিয়েছে এই তকমা।
  • ২০১৩,২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল জয়ের পাশাপাশি ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ খেতাবও জিতেছে তারা। ভারতীয় টি-২০ ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে সফলতম তারাই।
  • মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা আইপিএলের ইতিহাসে সফলতম ক্রিকেটার। ছয়টি ট্রফি জিতেছেন তিনি (পাঁচটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে, একটি ডেকান চার্জার্সের হয়ে)। আম্বাতি রায়ুডুর সাথে রেকর্ড ভাগ করছেন রোহিত।
  • মুম্বই ইন্ডিয়ান্সের শচীন তেন্ডুলকর প্রথম ভারতীয় হিসেবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে কমলা টুপি জিতেছলেন। ২০১০ সালে ‘মাস্টার ব্লাস্টার’ মুম্বইয়ের হয়ে এক মরসুমে ৪৭.৫৩ গড়ে ৬১৮ রান করেছিলেন।

মুম্বই ইন্ডিয়ান্স তারকাদের পরিসংখ্যান (MI Players’ Stats in Bengali)-

সেরা পাঁচ ব্যাটার-

      নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
রোহিত শর্মা ২১৪ ৫৬১১ ৩০.১৬ ০২ ৩৫ ১০৯*
কিয়েরণ পোলার্ড ২১১ ৩৯১৫ ২৮.৭৮ ০০ ১৮ ৮৭*
সূর্যকুমার যাদব ৯১ ২৮১৮ ৩৫.২২ ০১ ২২ ১০৩*
আম্বাতি রায়ুডু ১৩৬ ২৬৩৫ ২৪.৩৯ ০০ ১৪ ৮১*
শচীন তেন্ডুলকর ৯১ ২৫৯৯ ৩২.৪৮ ০১ ১৪ ১০০*

সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
লাসিথ মালিঙ্গা ১৩৯ ১৯৫ ১৯.৩৫ ০২ ৫/১৯
জসপ্রীত বুমরাহ ১৩০ ১৬১ ২২.৫৪ ০২ ৫/১৮
হরভজন সিং ১৫৮ ১৪৭ ২৬.৫৫ ০১ ৫/১৮
কিয়েরণ পোলার্ড ২১১ ৭৯ ৩১.২৫ ০০ ৪/৪৪
মিচেল ম্যাকলানাঘেন ৫৬ ৭১ ২৫.৩৯ ০০ ৪/২১

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড (Mumbai Indians’ Home ground In IPL)-

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের ম্যাচগুলি খেলে থাকে। তবে প্রথম দুই মরসুম তারা নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে নিজেদের হোম গেমগুলি খেলেছিলো। এছাড়া তৃতীয় মরসুমে খেলেছিলো ব্র্যাবোর্ণ স্টেডিয়ামে।

মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কীত প্রশ্নাবলী (Mumbai Indians FAQs)

মুম্বই ইন্ডিয়ান্স কতগুলি আইপিএল ট্রফি জিতেছে?

মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে অর্থাৎ মোট ৫টি আইপিএল ট্রফি জিতেছে।

মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়ক কে?

মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। ২০১৩ থেকে ২০২৩ অবধি দলকে নেতৃত্ব দিয়ে পাঁচটি ট্রফি জিতিয়েছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক কে?

মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

মুম্বই ইন্ডিয়ান্সের মালিক কে?

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক।