রোহিত-ধোনিকে উপেক্ষা করে এই কিংবদন্তিকে সর্বকালের সেরা ক্যাপ্টেনের তকমা লাগলেন বুমরাহ !!

জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের একজন। বর্তমানে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার অন্যতম সেরা প্রদর্শন দেখিয়েছিলেন এই কিংবদন্তি বোলার। তার এই দুরন্ত পারফরমেন্সের জেরেই বিশ্বকাপ টি-টোয়েন্টিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ এর খেতাব জিতেছিলেন বুমরাহ নিজেই। বিশ্বকাপের মঞ্চে যখনই তাকে বল হস্তান্তর করা হয়েছিল তখনই অসাধারণভাবে পারফর্ম করেছেন তিনি। এবার […]

রোহিত শর্মা (Rohit Sharma)

বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক নয় বিশ্ব ক্রিকেটে একজন সফল ব্যাটসম্যান হলেন রোহিত। যেকোনো মুহূর্তেই প্রতিপক্ষ দলের থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন রোহিত। তিন ফরম্যাট জুড়ে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে চার হাজার রানের কোনটি টপ কে ছিলেন রোহিত শর্মা আপাতত রোহিত বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় ওপেনারের তকমা গ্রহণ করেছেন। রোহিত শর্মা (Rohit Sharma) মহারাষ্ট্রের নাগপুরের বনসোদে ১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহন ফার্মের কেয়ারটেকার ছিলেন।

দারিদ্রতা মাঝে কাটে রোহিত শর্মার শৈশবকাল এমনকি বাবা মায়ের সঙ্গে থাকার মতন পরিস্থিতি ছিল না তার ক্রিকেটের প্রতি এতটাই আশ্বস্ত ছিলেন রোহিত যে তাকে তার কাকার সঙ্গে কাটাতে হয়েছে শৈশবকাল। এরপর তার সাক্ষাৎ হয় শৈশবের কোচ দীনেশ লাডের সঙ্গে।  একজন অফ স্পিনার রূপে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে একজন ব্যাটসম্যান হিসেবে তিনি স্বীকৃতি অর্জন করেছিলেন। বর্তমান সময়ে ক্রিকেটের হিটম্যান হিসেবে তিনি পরিচিত। কয়েকদিন আগেই তিনি তার হিটম্যান নামের তাৎপর্য বোঝাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টির বেশি ছক্কা হাঁকিয়ে তার প্রমাণ দিয়েছিলেন।

বাংলায় রোহিত শর্মা’র বায়োগ্রাফি (Rohit Sharma Biography in Bengali)-

পুরো নাম রোহিত গুরুনাথ শর্মা
ডাকনাম হিটম্যান 
জন্ম ৩০ এপ্রিল, ১৯৮৭
জন্মস্থান বনসোদ, নাগপুর, মহারাষ্ট্র
বর্তমান বয়স ৩৬
বাবার নাম গুরুনাথ শর্মা
মায়ের নাম পূর্ণিমা শর্মা 
ভাই/দাদার নাম বিশাল শর্মা 
বৈবাহিক জীবন বিবাহিত 
স্ত্রীর নাম ঋত্বিকা সাজদেহ 
সন্তানের নাম সামাইরা শর্মা 

রোহিত শর্মার আন্তর্জাতিক অভিষেক:

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ
টেস্ট ০৬/১১/২০১৩ ওয়েস্ট ইন্ডিজ
ওয়ান ডে ২৩/০৬/২০০৭ আয়ারল্যান্ড
টি-২০ ১৯/০৯/২০০৭ ইংল্যান্ড

যে দলগুলির হয়ে খেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma Teams)-

ভারত, ডেকান চার্জার্স, ইন্ডিয়া এ, ইন্ডিয়া গ্রিন, ইন্ডিয়া অনুর্ধ ১৯, মুম্বাই, মুম্বাই ইন্ডিয়ান্স, ইন্ডিয়ানস, ইন্ডিয়া ব্লু, বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

রোহিত শর্মা পরিসংখ্যান (Rohit Sharma Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ৫৯ ৪১৩৮ ২১২ ৪৫.৪৭ ৫৭.০৭ ১২ ১৭ ০২
ODI ২৬২ ১০,৭০৯ ২৬৪ ৪৯.১২ ৯১.৯৭ ৩১ ৫৫ ০৯
T20i ১৫৫ ৪০৫০ ১২১* ৩০.৯২ ১৩৯.৩২ ০৫ ৩০ ০১
IPL ২৫৭ ৬৬২৮ ১০৯ ২৯.৭২ ১৩১.১৪ ০২ ৪৩ ১৫
FC ১২০ ৯১২৩ ৩০৯* ৪৮.০৮ ৫৫.১ ২৯ ৩৭ ০৭
List-A ৩৩৩ ১২,৯৫১ ২৬৪ ৪৬.৭৫ ৯১.০০ ৩৪ ৬৮ ২৪
T20 ৪৪৪ ১১,৬৪৯ ১২১* ৩০.৭ ১৩৪.২ ০৮ ৭৬ ৩১

রোহিত শর্মা সম্পর্কীত প্রশ্নাবলী (Rohit Sharma FAQs)-

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন কে ?

রোহিত শর্মা হলেন ভারতীয় দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন।

রোহিত শর্মার জার্সি নম্বর কত ?

রোহিত শর্মার জার্সি নম্বর হলো ৪৫।

রোহিত শর্মার স্ত্রীর নাম কি ?

রোহিত শর্মার স্ত্রীর নাম হলো ঋত্বিকা সাজদেহ।

রোহিত শর্মার বাবার নাম কি ?

রোহিত শর্মার বাবার নাম হলো গুরুনাথ শর্মা।

রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে কটি ২০০ করেছেন ?

ওডিআই ক্রিকেটে রোহিত ২০৯ বানান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২৬৪ বানান শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং আবার একবার মোট ৩ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৮* রান হাঁকিয়েছিলেন।