ipl-goenka-and-kl-rahul-heated-debate

IPL 2024: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৯৮ রানের ব্যবধানে বিরাট হারের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই ফের বাইশ গজের দ্বৈরথে হতশ্রী পারফর্ম্যান্স লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG)। গতকাল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে তারা স্রেফ উড়ে গেলো সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে। ১২ পয়েন্টে থাকা লক্ষ্ণৌর সামনে গতকাল সুযোগ ছিলো ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পৌঁছানোর। তাহলে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে আসতে পারতেন কে এল রাহুলরা। একইসাথে পৌঁছে যেতেন প্লে-অফের দোরগোড়ায়। কিন্তু প্রত্যাশা আর বাস্তবের ফারাকটা মুছলো না আর। মুখ থুবড়েই পড়লো সুপারজায়ান্টসরা।

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো লক্ষ্ণৌ (LSG)। হায়দ্রাবাদের মাঠে চলতি আইপিএলের পরিসংখ্যান মাথায় রেখে ব্যাটিং-এর সিদ্ধান্ত’কে বেঠিক বলা চলে না। তবে ভুবনেশ্বর কুমারের দাপটে পাওয়ার প্লে-তেই ব্যাকফুটে চলে যায় লক্ষ্ণৌ দল। জোড়া উইকেট হারায় তারা। হতাশ করেন অধিনায়ক রাহুল (KL Rahul)। ৩৩ বলে ২৯ রানের মন্থর ইনিংস খেলেন তিনি। বাদোনি ও পুরানের ৯৯ রানের জুটি ১৬৫তে পৌঁছে দিয়েছিলো তাদের। রান তাড়া করতে নেমে ঝড় তোলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা। বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৯.৪ ওভারে এনে দেন জয়। ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হারের পর মাঠেই মেজাজ হারাতে দেখা গেলো লক্ষ্ণৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। প্রকাশ্যেই তিনি ভর্ৎসনা করেন দলনায়ক কে এল রাহুলকে।

Read More: IPL 2024: আশা শেষ হার্দিকদের, প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেলো মুম্বই ইন্ডিয়ান্স !!

রাহুলের সাথে বাদানুবাদ সঞ্জীব গোয়েঙ্কার-

Sanjiv Goenka | IPL 2024 | Image: Twitter
Sanjiv Goenka | IPL 2024 | Image: Twitter

গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচ শেষে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকলো রাজীব গান্ধী স্টেডিয়াম। দিল্লী বনাম রাজস্থান ম্যাচে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের বিতর্কিত আউটের পর আবেগ সম্বরণ করতে না পেরে ‘আউট হ্যায়…আউট হ্যায়…” বলে চিৎকার করে উঠেছিলেন দিল্লী ক্যাপিটালস চেয়ারম্যান পার্থ জিন্দল। কর্মকর্তার এহেন আচরণ নিয়ে চলে বিস্তর জলঘোলা। কিন্তু গতকাল হায়দ্রাবাদের মাঠে পার্থ জিন্দলকেও যেন ছাপয়ে গেলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। প্রতিপক্ষ নয়, বরং নিজের দলের অধিনায়কের সাথেই বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেলো তাঁকে।

খেলা শেষে তখন মাঠ ছাড়ছিলেন ক্রিকেটাররা। হঠাৎ’ই সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়েন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে অধিনায়ক কে এল রাহুলকে উত্তেজিত ভাবে কিছু বলছিলেন তিনি। রীতিমত হাত নেড়ে ধমক দেওয়ার ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাঁকে। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস অধিনায়ক কে এল রাহুল তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করলেও বিশেষ লাভ হয় নি। শান্ত হন নি গোয়েঙ্কা। খানিক পর সেখানে হাজির হন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর সাথে কথা বলেও শান্ত হন নি ফ্র্যাঞ্চাইজি মালিক। যে ভাবে তিনি কথা বলছিলেন রাহুলের সাথে তাতে স্পষ্ট যে অধিনায়কের পারফর্ম্যান্সে খুশি নন তিনি। গতকালের এই ভিডিও সামনে আসার পরেই ছড়িয়েছে গুঞ্জন। ক্রিকেটজনতার অনুমান শীঘ্রই নেতৃত্ব থেকে সরানো হবে রাহুলকে। হয়ত নতুন অধিনায়ক হবেন নিকোলাস পুরান।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: BCCI-এর সাথে সংঘাতের পথে হাঁটছে ECB, আইপিএল থেকে ব্যান করা হতে পারে ইংল্যান্ড খেলোয়াড়দের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *