GT vs CSK, Match-59, Dream 11 Prediction in Bengali: আহমেদাবাদে গুজরাতের মুখোমুখি চেন্নাই, ফ্যান্টাসি টিমের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !! 1

IPL 2024: চলতি আইপিএলের (IPL) লীগ পর্বের ৫৯তম ম্যাচে মুখোমুখি গত মরসুমের দুই ফাইনালিস্ট গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (GT vs CSK)। গত বছরের মে মাসে আহমেদাবাদের মাঠেই গুজরাতকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিলো চেন্নাই (CSK)। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে জিতবেন মহেন্দ্র সিং ধোনিরা? নাকি পালটা দিতে সক্ষম হবে টাইটান্স বাহিনী? এই প্রশ্নের উত্তরের সন্ধানে আপাতত ক্রিকেটদুনিয়া। গুজরাত টাইটান্সের (GT) চলতি মরসুমটা এখনও বিশেষ ভালো যায় নি। মাত্র ৪টি জয়-সহ তারা রয়েছে পয়েন্ট তালিকার সবার নীচে। চেন্নাইকে হারাতে পারলে প্লে-অফে পৌঁছানোর ক্ষীণ আশা বেঁচে থাকবে শুভমান গিলদের। অন্যদিকে পয়েন্ট তালিকায় চারে থাকা চেন্নাইয়ের সামনে সুযোগ ১৪ পয়েন্টে পৌঁছে প্লে-অফের কাছাকাছি পৌঁছানোর।

গুজরাতের হয়ে শুক্রবার ওপেন করতে চলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও শুভমান গিল (Shubman Gill)। চেনা ছন্দে দেখা যায় নি দুজনকেই। চেন্নাইয়ের বিপক্ষে রানের সন্ধানে থাকবেন তাঁরা। তিন নম্বরে খেলতে পারেন তরুণ সাই সুদর্শন। গুজরাত ব্যাটিং-এর উজ্জ্বল দিক চলতি মরসুমে তিনিই। এরপর চার নম্বরে থাকছেন ডেভিড মিলার (David Miller)। প্রোটিয়া তারকার থেকে ঝোড়ো ইনিংসের আশায় দল। এরপর দেখা যেতে পারে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে। ফিনিশার হিসেবে ছয়ে নামতে পারেন রাহুল তেওয়াটিয়া, সাতে খেলার সম্ভাবনা শাহরুখ খানের। রশিদ খানের (Rashid Khan) সাথে নূর আহমেদের আফগান স্পিন জুটি অটুট থাকছে শুক্রবার। পেস বিভাগ সামলাতে পারেন সন্দীপ ওয়ারিয়র ও মোহিত শর্মা।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পাওয়ার পর আবারও অ্যাওয়ে ম্যাচে সাফল্যের সন্ধানে চেন্নাই। তাদের হয়ে ওপেন করতে পারেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও অজিঙ্কা রাহানে। কমলা টুপির দৌড়ে থাকা অধিনায়ক ঋতুরাজ চাইবেন বড় রান। তিনে খেলার সম্ভাবনা ড্যারিল মিচেলের। চার নম্বরে দেখা যাবে শিবম দুবেকে। আচমকাই ফর্ম হারিয়েছেন দীর্ঘকায় অলরাউন্ডার। আইপিএলের গুরুত্বপূর্ণ সময় ছন্দে ফিরতে চাইবেন তিনি। এরপর নামতে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গত কয়েক ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন তারকা অলরাউন্ডার। স্পিন বিভাগের নেতৃত্বও দেবেন তিনি। সঙ্গে থাকবেন ইংল্যান্ডের মঈন আলি। সাত বা আটে ব্যাট হাতে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কিউই স্পিনার মিচেল স্যান্টনারও খেলতে পারেন শুক্রবার। পেস বিভাগে রিচার্ড গ্লিসেনের সাথে থাকতে পারে শার্দুল ঠাকুর ও তুষার দেশপাণ্ডে।

Read More: লজ্জাজনক পরাজয় হজম করতে পারলেন না LSG মালিক, মাঠের মধ্যেই KL রাহুলকে নিলেন একহাত !!

IPL ম্যাচের সময়সূচি-

গুজরাত টাইটান্স (GT) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ৫৯

তারিখ- ১০/০৫/২০২৪

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Ahmedabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Narendra Modi Stadium | GT vs CSK | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

শুক্রবার সন্ধ্যেয় আহমেদাবাদের মাঠে সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (GT vs CSK)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধিকাংশ ম্যাচেই ব্যাটিং সহায়ক বাইশ গজই চোখে পড়ে। গুজরাত বনাম চেন্নাই ম্যাচেও তেমনটা দেখা যেতে পারে। পাওয়ার প্লে’র সদ্ব্যবহার করতে পারলে সুবিধা পাবে দলগুলি। তবে মাঝের ওভারে কার্যকরী হন স্পিনাররাও। পরিসংখ্যান বলছে এই মাঠে এখনও অবধি খেলা হয়েছে ৩২টি আইপিএল ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ১৪। রান তাড়া করে সাফল্য এসেছে বাকি ১৮টি ম্যাচে। শিশিরের কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক এখানে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।

শুক্রবার আহমেদাবাদে এক উষ্ণ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এইদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৪১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে যে শুক্রবার আহমেদাবাদের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৭ শতাংশ থাকতে পারে। খেলা চলাকালীন ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। গুজরাত বনাম চেন্নাই ম্যাচ ঘিরে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থাকছে না বৃষ্টির চোখরাঙানি।

দুই দলের সম্ভাব্য একাদশ-

GT vs CSK | Image: Getty Images
GT vs CSK | Image: Getty Images

গুজরাত টাইটান্স (GT)-

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই ✈, ডেভিড মিলার ✈, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈, নূর আহমেদ ✈, সন্দীপ ওয়ারিয়র, মোহিত শর্মা।

বিকল্প- বি আর শরথ, উমেশ যাদব, দর্শন নলকাণ্ডে, সাই কিশোর, স্পেন্সার জনসন ✈।

চেন্নাই সুপার কিংস (CSK)-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মঈন আলি ✈, শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার ✈, রিচার্ড গ্লিসন ✈, তুষার দেশপাণ্ডে, ।

বিকল্প- সাইক রশিদ, মহেশ তীক্ষণা ✈, সিমরণজিৎ সিং, নিশান্ত সিন্ধু, সমীর রিজভি।

GT vs CSK, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- সাই সুদর্শন, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল

অলরাউন্ডার- রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে

উইকেটরক্ষক- মহেন্দ্র সিং ধোনি

বোলার- রশিদ খান, মিচেল স্যান্টনার, তুষার দেশপাণ্ডে, মোহিত শর্মা

অধিনায়ক- ঋতুরাজ গায়কোয়াড়

সহ-অধিনায়ক- রশিদ খান

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2024: আশা শেষ হার্দিকদের, প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেলো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *