IPL Final: ট্রফি জেতার স্বপ্নভঙ্গ হবে হার্দিক পান্ডিয়ার, আজকের ম্যাচে বাদ যাবেন গিল ও শামি !!

IPL 2023 FINAL: বেশ জমে উঠেছে সিজিন ১৬’র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পয়েন্টস টেবিলের বিচারে আপাতত শীর্ষে থাকা গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ই ফাইনাল খেলার পেয়েছে সুযোগ। প্রথমত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই দল গুজরাতকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে ও অন্যদিকে এলিমিনেটরের বিজেতা মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়লাভ করেছে এবং তারাও পৌঁছে […]