PBKS vs RCB, IPL 2024, MATCH 58 PREDICTION in Bengali: মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি পাঞ্জাব ও ব্যাঙ্গালুরু, কে হবে আজকের সেরা পারফর্মার ? কে জিতবে ম্যাচ ? জানুন এক ক্লিকে !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024)। আস্তে আস্তে শেষ পথে চলে এসেছে ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। এই মৌসুমে দুই দল ষষ্ঠ ম্যাচে একবার মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরের মাঠেই পাঞ্জাব দলকে পরাজিত করেছিল। তবে আজকের ম্যাচটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, পয়েন্ট তালিকার বিচারে আপাতত সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।

আজকের ম্যাচে যে দল হারবে সেই দলকে কার্যত বিদায় নিতে হবে চলতি মৌসুম থেকে। দুই দলের গত ম্যাচের কথা বলতে গেলে, টস হেরেপ্রথমে ব্যাটিং করতে এসেছিল পাঞ্জাব কিংস। দলের হয়ে ক্যাপ্টেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তাছাড়া বাঁকি কোন ব্যাটসম্যানদের থেকে ৩০ রানের বেশি স্কোর করতে দেখা যায়নি। প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান বানাতে সক্ষম হয়েছিল। যে রান তাড়া করতে এসে প্রথম থেকেই একা দায়িত্ব নিয়ে খেলছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ৪৯ বলে ৭৭ রানের একটি বিধ্বংস ইনিংস খেলেন বিরাট। তবে দলের বাঁকি ব্যাটসম্যানদের থেকে কোনো রকম সাহায্য পাননি তিনি।

শেষমেষ দলের ফিনিশার দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ব্যাট থেকে উইনিং রানটি এসেছিল। ১০ টি বল খেলে কার্তিক তিনটি চার ও দুটি ছক্কার বিনিময়ে ২৮ রান বানিয়েছিলেন এবং মহিপাল লোমরোর (Mohipal Lomror) ৮ বলে দুটি চার এবং একটি ছক্কার বিনিময়ে ১৭ রানের ইনিংস খেলে বেঙ্গালুরু দল কে প্রথম জয়ের সন্ধান দিয়েছিলেন। দুই দলের গত ম্যাচের কথা বলতে গেলে পাঞ্জাব দল চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে তাদের ঘরের মাঠ হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে পরাজিত হয়েছিল এবং অন্যদিকে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে চতুর্থ জয় ছিনিয়ে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফের জন্য নিজেদেরকে এখনো টিকিয়ে রেখেছে।

Read More: IPL 2024: লজ্জাজনক পরাজয় হজম করতে পারলেন না LSG মালিক, মাঠের মধ্যেই KL রাহুলকে নিলেন একহাত !!

PBKS vs RCB, IPL 2024, MATCH 58 PITCH AND WEATHER REPORT

Hpca, world cup 2023, ind vs eng, ipl 2024
BAN vs AFG | Image: Getty Images

আজকের হাড্ডা হাড্ডি লড়াইটি অনুষ্ঠিত হতে চলেছে হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে গত ম্যাচে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে প্রতিটি ম্যাচে ২০০’র বেশি রান দেখা গেলেও এই মাঠে বেশ কম স্কোর দেখা গিয়েছিল। মূলত এখানকার পিচ স্পিন বোলারদের কাছে কার্যকর হতে দেখা গিয়েছে পাশাপাশি স্পিনাররা গত ম্যাচে এখানে বেশ সাফল্য পেয়েছেন। যে কারণে এটা বিশ্বাস করা হচ্ছে যে, আজকের উইকেটেও বেশ ঘূর্ণি দেখা যেতে পারে। এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর হলো ১৭০ এবং দ্বিতীয় ইনিংসে সেটি ১৭২ রানে পরিণত হয়েছে। যদিও গত ম্যাচে প্রথমে ব্যাটিং করে জয় সুনিশ্চিত করেছিল চেন্নাই সুপার কিংস, যে কারণে আজকের ম্যাচে দুই দলের অধিনায়কদের মূল সিদ্ধান্ত হতে পারে টস জিতে প্রথমে ব্যাটিং করার। দ্বিতীয় ইনিংসে উইকেট বেশ ধীর গতিতে পরিণত হওয়ায় অধিনায়ক এই সিদ্ধান্ত নিতে পারেন।

আজ ধর্মশালায় সর্বোচ্চ ২৭ ডিগ্রি তাপমাত্রা দেখা যাবে এবং তা রাতের দিকে কমতে কমতে ১৯ ডিগ্রি তাপমাত্রায় চলে আসবে। বাতাসে ৫৫ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে এবং ম্যাচ চলাকালীন প্রতি ঘন্টায় ১১ কিমি বেগে বাতাস বইবে বলে জানিয়েছে হওয়া অফিস। যদিও আজকের ম্যাচে ৪০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা জ্ঞাপন করেছে আবহাওয়া দপ্তর।

PBKS vs RCB, IPL 2024, MATCH 58, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

পাঞ্জাব কিংস – জনি বেয়ারস্টো, রিলি রোসো, শশাঙ্ক সিং, স্যাম কুরান (C), জিতেশ শর্মা (WK), আশুতোষ শর্মা, হারপ্রীত ব্রার, হর্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আরশদীপ সিং। [ইমপ্যাক্ট প্লেয়ার: প্রভসিমরান সিং]

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (C), গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক(WK), কর্ণ শর্মা, স্বপ্নিল সিং, যশ দয়াল, বিজয়কুমার বৈশাখ, মোহাম্মদ সিরাজ। [ইমপ্যাক্ট প্লেয়ার: রজত পতিদার]।

PBKS vs RCB, MATCH 58, আজকের ম্যাচের সেরা প্লেয়ার

আজকের সেরা ব্যাটসম্যান (বিরাট কোহলি)

Virat Kohli,ipl 2024
Virat Kohli | Image: Getty Images

আজকের ম্যাচে সেরা ব্যাটসম্যান হতে পারেন বিরাট কোহলি (Virat Kohli), চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। তিনিই আইপিএলে অরেঞ্জ ক্যাপ ধারণ করে রেখেছেন, ১১টি ম্যাচের পর কোহলি ৬৭.৭৫ গড়ে ও ১৪৮.০৯ স্ট্রাইক রেটে ৫৪২ রান বানিয়েছেন। পাশাপশি, পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট সবসময় ভালো ছন্দে থাকেন এবং চলতি আইপিএলে ৪৯ বলে ৭৭ রানেরও একটি ইনিংস খেলেছেন কোহলি। আজকের ম্যাচে কোহলির উপর ভরসায় থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্রিগেড।

আজকের সেরা বোলার (হার্শাল প্যাটেল)

Harshal Patel , ipl 2024
Harshal Patel | Image: Getty Images

আজকের ম্যাচে সেরা বোলার হতে পারেন হার্শাল প্যাটেল (Harshal Patel)। চলতি আইপিএলে দুরন্ত বোলিং করছেন তিনি, দলের হয়ে সর্বাধিক উইকেট তিনিই নিয়েছেন। বল হাতে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন হার্শাল এবং ওভার পিছু দিয়েছেন ৯.৭৮ করে রান। দুই দলের প্রথম খেলায় হার্শাল ৪৫ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছিলেন তবে গত ম্যাচে হিমাচল প্রদেশের এই স্টেডিয়ামে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

PBKS vs RCB, IPL 2024, MATCH 58 জিততে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

বিধিসম্মত সতর্কীকরণ-

তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষন করে দল চয়ন করা হয়ে থাকলেও এই মতামত লেখকের ব্যক্তিগত। আপনার দল নির্বাচন করার সময়, উল্লেখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।

Read Also: IPL 2024: “সময় বদলাতে সময় লাগে না…” মুম্বই ছিটকে যাওয়ায় ‘ক্যাপ্টেন’ হার্দিককে নিয়ে চর্চা ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *