টি-২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না মহম্মদ শামি’র, সাদা বলের ফর্ম্যাটে বিকল্প খুঁজে নিতে বদ্ধপরিকর বিসিসিআই !! 1

ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙেছে ভারতীয় দলের। ফাইনালে ৬ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। আইসিসি ট্রফি খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়ার সামনে আপাতত লক্ষ্য বলতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে দল। আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে কুড়ি-বিশের বিশ্বকাপের আসর। তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেলে দল গড়ে ট্রফির লক্ষ্য ঝাঁপাতে চায় টিম ইন্ডিয়া। সেদিকে তাকিয়েই তরুণদের সুযোগ দিয়ে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টি-২০ ম্যাচের সিরিজে। রিঙ্কু সিং (Rinku Singh), আর্শদীপ সিং-রা ইতিমধ্যে অজি ব্রিগেডের বিপক্ষে সিরিজ জিতে নির্বাচকদের আস্থার মর্যাদাও দিয়েছেন।

আগামীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে ভারতের। সেখানেও তারুণ্যেই আস্থা রাখছে দল। রোহিত শর্মা বিশ্রামে, চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়াও। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। জায়গা পেয়েছেন জিতেশ শর্মা, রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়’রা (Ruturaj Gaikwad)। গত এক বছর ধরে টি-২০ ক্রিকেটে দলের সিনিয়র ক্রিকেটাররা অংশ নেন নি। মনে করা হয়েছিলো ওডিআই বিশ্বকাপের উপর ফোকাস করতেই কুড়ি-বিশের ফর্ম্যাটকে দূরে রাখার সিদ্ধান্ত। কিন্তু বাস্তবে যে সিনিয়রদের বাইরে রাখা বিসিসিআই-এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তা বোঝা গিয়েছে প্রোটিয়া সিরিজের স্কোয়াড থেকে। ব্যাটিং বিভাগে রোহিত-বিরাট নেই। বল হাতে দেখা যাবে না জসপ্রীত বুমরাহ’কে। মহম্মদ সিরাজ থাকলেও কুড়ি-বিশের ফর্ম্যাটে নেই মহম্মদ শামি’ও (Mohammes Shami)।

Read More: T20 World Cup 2024: নয়া ফর্ম্যাটে ফিরতে চলেছে টি-২০ বিশ্বকাপ, আগামী বছরের টুর্নামেন্ট ঘিরে বাড়ছে আগ্রহ !!

সাদা বলের খেলায় শামির ভবিষ্যৎ অনিশ্চিত-

Mohammed Shami | T20 World Cup | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) বল হাতে ঝড় তুলেছিলেন মহম্মদ শামি। প্রথম চারটি ম্যাচে তাঁকে একাদশেই রাখে নি টিম ইন্ডিয়া। তারপর মাঠে ফিরে স্বপ্নের ফর্মে পারফর্ম করতে দেখা গিয়েছে বাংলার পেসারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ৭ উইকেট নিয়েছেন সেমিফাইনালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়েছেন ৫ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর উইকেট সংখ্যা ৪। মাত্র ৭ ম্যাচ খেলে ১০.৭১ গড়ে শামির উইকেট সংখ্যা ২৪। বাকিদের থেকে কম ম্যাচ খেলেও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনিই। একই সাথে জাহির খান (Zaheer Khan) ও জাভাগাল শ্রীনাথকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সফলতম ভারতীয় বোলারের মুকুট’ও পরেছেন নিজের মাথায়।

বিশ্বকাপ মাতানোর পরেও সাদা বলের ফর্ম্যাটে শামি’র (Mohammed Shami) ভবিষ্যৎ নিয়ে থাকছে জল্পনা। নেপথ্যে তাঁর ফর্ম নয়, বরং বাধা হচ্ছে দাঁড়াচ্ছে বয়স ও চোটপ্রবণতা। বর্তমানে উত্তরপ্রদেশ জাত বঙ্গপেসারের বয়স ৩৩। চোট গত কয়েকমাসে বারবার কাবু করেছে তাঁকে। গত বছরের শেষের দিকে বাংলাদেশ সিরিজ খেলতে পারেন নি কাঁধের চোটের কারণে। তার আগে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলেছিলেন সদ্য কোভিড থেকে সেরে উঠে। ২০১৫ বিশ্বকাপ চলাকালীন ভুগেছিলেন হাঁটুর সমস্যায়। ২০২৩-এর বিশ্বকাপ শেষেও শামি’কে (Mohammed Shami) ভোগাচ্ছে চোট। সংবাদসংস্থা PTI সূত্রে জানা গয়েছে গোড়ালিতে চোট রয়েছে শামি’র। সেই কারণেই আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।

চোটপ্রবণ শামি’কে (Mohammed Shami) সীমিত ওভারের ফর্ম্যাটের মত দ্রুতগতির খেলায় আর কতদিন পাওয়া যাবে তা নিয়ে দেখা গিয়েছে জল্পনা। নির্বাচকেরা এখন থেকেই শামি পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সুযোগ দিয়ে দেখা নেওয়া হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Kirshna), আবেশ খান, আর্শদীপ সিং-দের (Arshdeep Singh)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বিশেষ সুবিধা করতে পারেন নি তাঁরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টি-২০’র সিরিজে বড় পরীক্ষা হতে চলেছে তরুণ পেসারদের। আবেশ খান, দীপক চাহারদের (Deepak Chahar) সাথে যোগ দিচ্ছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার’রাও। দক্ষিণ আফ্রিকায় ভালো পারফর্ম করলে আগামী টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে জায়গা হতে পারে তাঁদের। সেক্ষেত্রে বাইরেই থাকবেন শামি।

টেস্টে মাঠে ফিরতে পারেন শামি-

Mohammed Shami | T20 World Cup | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

সাদা বলের ফর্ম্যাটে দেশের অন্যতম সেরা পেসারকে বিশ্রাম দিয়ে আগামী কয়েকটা মাস টেস্ট ক্রিকেটের জন্য তরতাজা রাখাই লক্ষ্য অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের দুই ফর্ম্যাটেই শামির (Mohammed Shami) নাম না থাকলেও টেস্ট স্কোয়াডে কিন্তু রয়েছেন তিনি। যদিও তাঁকে বেছে নেওয়া হলেও বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে একমাত্র সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেই ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা দুটি টেস্ট ম্যাচে অংশ নেবেন মহম্মদ শামি (Mohammed Shami)। অতিরিক্ত পেসার হিসেবে প্রোটিয়াদের ডেরায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা’কে।

চোটের কারণে দেশের অন্যতম সেরা পেসার মাঠের বাইরে থাকলেও তাঁর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী বিসিসিআই। নাম গোপন রাখার শর্তে এক বোর্ড কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন যে “যদি বক্সিং ডে টেস্টের আগে শামির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকত, তাহলে ওকে জাতীয় নির্বাচকেরা দলে রাখতেন না।” নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। সেখানেও না খেলার সম্ভাবনা শামি’র (Mohammed Shami)। পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের দিকে নজর থাকবে তাঁর। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ। হৃত আসন পুনরুদ্ধারের প্রয়াস থাকবে ভারতের। পাঁচ টেস্টে রোহিত শর্মার দলের অন্যতম অস্ত্র হতে চলেছেন শামি।

Also Read: IPL 2024: এই দিনে হতে চলেছে আইপিএল ২০২৪’এর নিলাম, বিসিসিআই করলো কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *