IND vs PAK: ক্রিকেটের দুনিয়ায় তীব্রতম প্রতিদ্বন্দ্বিতা কোনটি? কোনো ক্যুইজের আসরে এই প্রশ্নটি এলে শতকরা আশিভাগ উত্তরদাতা বলবেন ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) কথা। রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট এই প্রতিদ্বন্দ্বিতাতে বাড়তি মাত্রা যোগ করে। প্রাক্তন ক্রিকেটার টম মুডি (Tom Moody) অবধি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথের থেকে ঢের এগিয়ে রেখেছেন ভারত-পাক লড়াইকে। তিনি জানিয়েছেম, “অ্যাসেজের থেকে অনেক এগিয়ে এই […]