ছেলেদের IPL-এর পথচলা শুরু হয়েছিলো ২০০৮ সালে। তার ঠিক দেড় দশক বাদে মেয়েদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ চালু করার পথে হাঁটছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। উইমেন্স প্রিমিয়ার লীগ ঘিরে ইতিমধ্যেই যথেষ্ঠ আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটমহলে। স্মৃতি মন্ধানা, এলিস পেরিদের মত নানা দেশের মহাতারকাদের এক ড্রেসিংরুম ভাগ করে নিতে দেখতে উদগ্রীব সকলে। ছেলেদের ক্রিকেটে যেভাবে বিপ্লব এনেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, তেমন মেয়েদের ক্রিকেটকেও এক অন্য স্তরে নিয়ে যাবে WPL, এমনটাই আশা রাখছে ভারতীয় বোর্ড। প্রথম মরসুমের প্রতিযোগিতায় দেখা যাবে পাঁচটি দলকে। ছেলেদের টুর্নামেন্টের পাশাপাশি মেয়দের লীগেও অংশগ্রহণ করছে দিল্লী ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের পাশাপাশি দেখা যাবে আদানী গোষ্ঠীর মালিকানাধীন গুজরাত জায়ান্টস ও কেপ্রি গ্লোবাল সংস্থার মালিকানাধীন ইউ পি ওয়ারিয়র্স দলকে। মুম্বইয়ের ব্র্যাবোর্ণ এবং নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে প্রথম মরসুমের খেলাগুলি। গত সোমবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী ছিলো মেয়েদের আইপিএলের নিলামপর্ব। পছন্দের ক্রিকেটারদের দলে নিতে জোর লড়াই দেখা গেলো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। দেশ-বিদেশের তারকাদের নিয়ে দল গুছিয়ে নিলো তারা। নিলামপর্বের শেষে তৈরি পাঁচ দলই। ঐতিহাসিক এই লীগের সাক্ষী থাকতে তৈরি ফ্যানেরাও। কেবল অপেক্ষা বাইশ গজে বল পড়ার। তার’ও দিনক্ষণ জানিয়ে দিলো বোর্ড। ১৪ তারিখ প্রকাশিত হলো WPL-এর সম্পূর্ণ সূচী।
নিলামযুদ্ধে জমজমাট WPL-

ছেলেদের আইপিএলে প্রথম মরসুমে দলের সংখ্যা ছিলো আট। আর মেয়েদের প্রতিযোগিতার সূচনা হচ্ছে পাঁচ দল নিয়ে। পাঁচ শহরের পাঁচ ফ্র্যাঞ্চাইজি’র মালিকানা হাতে নিতে বিভিন্ন সংস্থাগুলিকে খরচা করতে হয়েছে মোট ৪৬৬৯.৯৯ কোটি টাকা। দলের স্বত্ব হাতে পাওয়ার পর শক্তিশালী স্কোয়াড গড়ার চ্যালেঞ্জ ছিলো সংস্থাগুলির কাছে। সেখানেও সফল তারা। ১৩ তারিখ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে নিলামের সময় জোর লড়াই দেখা গেলো পাঁচ ফ্র্যাঞ্চাইজির মধ্যে। পার্সের উর্দ্ধসীমা ছিলো ১২ কোটি টাকা। পছন্দের ক্রিকেটারদের দলে নিতে বিপুল অঙ্ক খরচ করতে পিছপা হলেন না কর্মকর্তারা। সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে যোগ দিলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এলিস পেরি (Ellyse Perry), সোফি ডিভাইন (Sophie Devine), রিচা ঘোষদের (Richa Ghosh) মত মহিলা ক্রিকেটের নক্ষত্রদের তুলে নিয়ে তারকাখচিত দল বানিয়েছে তারা। পিছিয়ে নেই মুম্বইও। ন্যাটালি স্কিভারকে (Natalie Sciver) নিতে ৩ কোটি ২০ লাখ খরচা করেছে তারা। ১ কোটি ৮০ লাখে নিয়েছে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। ২ কোটি ৬০ লাখের বিনিময়ে ইউপি ওয়ারিয়র্স দলে গিয়েছেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। জাতীয় দলের দুই তরুণ তারকা জেমাইমা রডিগ্রেস (Jemimah Rodrigues) ও শেফালী ভার্মাকে (Shafali Verma) দলে নিতে যথাক্রমে ২ কোটি ২০ লাখ এবং ২ কোটি টাকা খরচ করেছে দিল্লী ক্যাপিটালস (DC)। ১৫২৫ জন ক্রিকেটার প্রথম মরসুমে অংশগ্রহণ করতে চেয়ে নাম নথিভুক্ত করিয়েছিলেন। সেখান থেকে ঝাড়াই-বাছাইয়ের পর ৪০৯ জনের তালিকা নিলামের টেবিলে রেখেছিলো ভারতীয় বোর্ড। পাঁচ দল মিলিয়ে জায়গা ছিলো ৯০ জনের। নিলামের শেষে ২৯ জন বিদেশী সহ মোট ৮০ ক্রিকেটারের ভাগ্যে শিকে ছিলো WPL-এ নাম লেখানোর।
সামনে এলো WPL-এর সময়সূচী-

কবে শুরু হচ্ছে মহিলা ক্রিকেটার মহারণ? নিলামপর্ব শেষে কেবল এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন ক্রিকেট অনুরাগীরা। তাঁদের বেশীদিন অপেক্ষা করালো না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। গতকাল রাত্রে উইমেন্স প্রিমিয়ার লীগের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটবার্তার মাধ্যমে সম্পূর্ণ প্রতিযোগিতার সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। মার্চ মাসের ৪ তারিখ, অর্থাৎ শনিবার শুরু হচ্ছে ডব্লু পি এল। শুরুর আগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। দর্শকদের বিনোদনে যাতে কোনো কমতি না থাকে, সেই কারণে এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যেতে পারে সিনেমাজগতের রথী-মহারথীদের। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ থেকে শুরু হবে খেলা। প্রথম ম্যাচটি গুজরাত জায়ান্টস (GGT) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মধ্যেও। ভারতের দুই ধনীতম ব্যক্তি গৌতম আদানী এবং মুকেশ আম্বানীর মালিকানাধীন এই দুই দল। তাঁদের মধ্যেকার মর্যাদার লড়াই হিসেবেও পাদপ্রদীপের আলোয় রয়েছে এই ম্যাচ। পরের দিন, অর্থাৎ রবিবার একই সাথে দুটি খেলা রয়েছে। দুপুর ৩:৩০ থেকে ব্যাবোর্ণ মাঠে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও দিল্লী ক্যাপিটালস (DC)। পরের ম্যাচটি সন্ধ্যে সাড়ে সাতটায়। খেলবে গুজরাত জায়ান্টস (GGT) এবং ইউপি ওয়ারিয়র্স (UPW)। লীগপর্বে ২২টি ম্যাচ খেলবে দলগুলি। ২২ ম্যাচের মধ্যে ৫ দিনের বিরতি থাকবে। মার্চ মাসের ১৭,১৯,২২,২৩ এবং ২৫ তারিখ কোনো ম্যাচ খেলা হবে না। ৫ দলের এই টুর্নামেন্টের লীগ পর্বের পর প্লে-অফ খেলবে ৩ দল। লীগ তালিকায় শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে যাবে। বাকি দুই দলের মধ্যে এলিমিনেটর ম্যাচটি হবে ২৪ তারিখ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। আর প্রতিযোগিতার ফাইনাল হবে ২৬ মার্চ, মুম্বইয়ের ব্র্যাবোর্ণ স্টেডিয়ামে।
দেখে নিন সম্পূর্ণ সূচী-
🗓️ Mark Your Calendars
Get Ready to support your favourite teams 👏 👏
The schedule for the inaugural edition of Women's Premier League is here 🔽 #WPL pic.twitter.com/O1HHvRUh0k
— Women's Premier League (WPL) (@wplt20) February 14, 2023
Read More: “বড় ভুল হয়ে গেল…”, চেতন শর্মার বিষ্ফোরক বয়ানের পর টুইটারে বইছে মেমের বন্যা !!