“দলটার কোন ইজ্জত নেই…”, রজনীকান্তের জেলার সিনেমায় আরসিবি’র জার্সি নিয়ে ব্যাপক ট্রোলের শিকার বিরাটদের দল !!

RCB: সম্প্রতি, প্রায় দুই বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন দক্ষিণের মেগাস্টার রজনীকান্ত। মুক্তি পেয়েছে এই মহাতারকার সিনেমা ‘জেলার’। রজনীকান্তের এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক আয় করলেও এবার মেগাস্টারকে ধাক্কা দিয়েছে দিল্লি হাইকোর্ট। আসলে, রজনীকান্তের জেলার মুভিতে আইপিএল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি দেখানো হয়েছে। এখন দিল্লি হাইকোর্ট জেলর সিনেমায় আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের […]