TOP 10: ১০ জন ক্রিকেটার যারা নিজেদের ব্যক্তিগত কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন !! 1

একজন প্রতিভাবান তরুণ উঠতি ক্রিকেটার নিজের ক্রিকেটীয় পারফর্মেন্স এবং অসাধারণ ফিটনেসের জন্য খুব অল্প সময়ের মধ্যেই দেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি। এছাড়াও ক্রিকেট ইতিহাসে আমরা ঘটনা ডেকেছি যেখানে একজন তরুণ ক্রিকেটার নিজের দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে বিদেশে গিয়ে সেই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়েছেন।

তাই একজন ক্রিকেটারকে নিজের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেতে গেলে তার পারফর্মেন্সের পাশাপাশি তাকে মানসিক ধৈর্যের পরীক্ষাও দিতে হয় যাতে করে তিনি বহু প্রতীক্ষার পরেও আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেয়ে নিজের সেরা পারফর্মেন্স দেখিয়ে সমস্ত সমালোচনার মুখ বন্ধ করতে পারেন।

Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ক্রিকেট এবং ধর্ম কখনোই একে ওপরের সাথে ম্যাচ খায় না এমনটাই বলা যেতে পারে। যেকোনো ক্রীড়া ক্ষেত্রে সমস্ত ধর্মের খেলোয়াড়রা অংশগ্রহন করে থাকেন এবং ক্রিকেট তার বেতিক্রম নয় যেহেতু এটি একটি দলগত খেলা।

কিন্তু আমরা এমন ঘটনা প্রায়শই লক্ষ্য করে থাকি যখন একজন ক্রিকেটার নিজের ব্যক্তিগত কারণের জন্য নিজের ধর্ম পরিবর্তন করেন তখন মিডিয়ার কাছে সেটা সব থেকে বড়ো লোভনীয় আলোচনার বস্তু হয়ে ওঠে এবং ক্রিকেটপ্রেমীদের কাছে সেটা আলোচনা মূল বিষয় বস্তু হয়ে দাঁড়ায়। আমরা এখানে এমন ১০জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা নিজেদের ব্যক্তিগত কারণের জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন।

মোহাম্মদ ইউসুফ:

Mohammad Yousuf

তালিকায় সর্বপ্রথম নামটি হলো মোহাম্মদ ইউসুফের (Mohammad Yousuf)। ডানহাতি এই প্রাক্তন পাকিস্তানী মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহন করেছিলেন এবং তার আসল নাম ছিল ইউসুফ উহানা কিন্তু ২০০৫-২০০৬ সালে তিনি তাবলীগি জামাত এ অংশগ্রহন করেন এবং সেই সময় তিনি নিজের ধর্ম মুসলিম ধর্মে পরিবর্তন করে নাম রাখেন মোহাম্মদ ইউসুফ। পরবর্তীতে তিনি সেই ধর্মের কথা মাথায় রেখে লম্বা দাড়ি অব্ধি রেখেছেন বলেই আমরা সকলে জানি।

তিলকরত্নে দিলশান:

Tillakaratne Dilshan

তালিকায় দ্বিতীয় নামটি হলো তিলকরত্নে দিলশানের (Tillakaratne Dilshan)। প্রাক্তন এই শ্রীলংকান তারকা ডানহাতি ওপেনার ব্যাটসম্যান তার বিধংসী ব্যাটিং এবং ডানহাতি অফ স্পিন বোলিংয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। এছাড়াও তার বিশ্ববিখ্যাত দিলস্কুপ শট এখনো ক্রিকেট প্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার এর পুরোনো নাম হলো তাইওয়ান মোহাম্মদ দিলশান যিনি ধর্মে একজন মুসলিম ছিলেন কিন্তু তার বাবা মা এর আলাদা হয়ে যাবার পর তিনি তার মা এর ধর্ম বুদ্ধিস্ট ধর্ম কে গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করেছিলেন।

ওয়েন পার্নেল:

Wayne Parnell

তালিকায় তৃতীয় নামটি হলো তারকা ফাস্ট বলার ওয়েন পার্নেলের (Wayne Parnell)। বাঁহাতি সাউথ আফ্রিকান ফাস্ট বোলার পার্নেল অনূর্ধ-১৯ এর মঞ্চ থেকেই বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। ২০১১ সালের পর তিনি মুসলিম ধর্ম গ্রহন করেন এবং তিনি এই ধর্মের বিশ্বাস এবং ভালোবাসার জন্য এই ধর্ম কে গ্রহণ করেছেন। বর্তমানে এই ধর্মের কথা মাথায় রেখে তিনি একটি নতুন নাম গ্ৰহণ করেছেন যেটি হলো ওয়ালীদ যার অর্থ হলো সদ্য জন্মগ্রহনকারী পুত্র সন্তান।

সুরাজ রণদীপ:

Suraj Randiv

তালিকায় চতুর্থ নামটি হলো সুরাজ রণদীপ (Suraj Randiv) এর। প্রাক্তন এই শ্রীলংকান ডানহাতি অফ স্পিনার ২০০৯ সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন এবং তিনি বেশ কয়েক বছর দলের প্রধান স্পিন বোলারের ভূমিকা পালন করেছিলেন। জন্মগভাবে তিনি মুসলিম দর্মাবলম্বী ছিলেন এবং তার নাম ছিল মোহাম্মদ মাসরুক সুরাজ কিন্তু তিনি পরবর্তীতে বুদ্ধিস্ট ধর্মে চলে আসেন এবং নিজের নাম রাখেন সুরাজ রণদীপ।

বিনোদ কাম্বলি:

Vinod Kambli

তালিকায় পঞ্চম এবং চমপ্রদ নামটি হলো বিনোদ কাম্বলির (Vinod Kambli)। প্রাক্তন এই মিডল অর্ডার বাঁহাতি ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে তার প্রিয় বন্ধু সচিন টেন্ডুলকার এর সাথে একাধিক ম্যাচ খেলেছিলেন এবং তিনি হলেন প্রথম ব্যাটসম্যান যিনি নিজের জন্মদিনের দিন শতরান করেছিলেন। কাম্বলি জন্ম সূত্রে হিন্দু ধর্মের হলেও পরবর্তীতে ক্রিস্টান ধর্মের মেয়ে কে বিবাহ করে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

মাহমুদুল হাসান:

Mahmudul Hasan

তালিকায় ষষ্ঠ নামটি হলো মাহমুদুল হাসানের (Mahmudul Hasan)। প্রাক্তন এই বাংলাদেশী ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে অসংখ্য ম্যাচ খেলার সুবাদে ২০০৯ সালের অনূর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দোলে জায়গা করে নিয়েছেলিন এবং পরবর্তীতে তিনি জাতীয় দলেও নিজের পারফর্মেন্স করে দেখান। তিনি জন্মগত ভাবে মুসলিম ধর্মের হলেও পরবর্তীতে তিনি হিন্দু ধর্মে ফিরে আসেন এবং নিজের নাম রাখেন বিকাশ রঞ্জন দাস।

কৃপাল সিং:

TOP 10: ১০ জন ক্রিকেটার যারা নিজেদের ব্যক্তিগত কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন !! 2

তালিকায় সপ্তম নামটি হলো কৃপাল সিং (A.G.kripal Singh) এর। ক্রিকেটীয় পরিবার থেকে উঠে আসা প্ৰাক্তন এই ভারতীয় ক্রিকেটার বিধংসী ব্যাটিং গুরুতূপূর্ণ স্পিন বোলিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি শিখ ধর্মের হলেও পরবর্তীতে বিবাহের জন্য নিজের ধর্ম ক্রিস্টান ধর্মে পরিবর্তন করে বিবাহ সম্পূর্ণ করেছিলেন এবং তার জন্য তিনি চুল দাড়ি কামিয়ে নিয়েছিলেন। ৫৩ বছর বয়েসে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।

বিকাশ রঞ্জন দাস:

TOP 10: ১০ জন ক্রিকেটার যারা নিজেদের ব্যক্তিগত কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন !! 3

তালিকায় অষ্টম ক্রিকেটার হলেন বিকাশ রঞ্জন দাস (Bikash ranjan das) এর। প্রাক্তন এই বাংলাদেশী ক্রিকেটার এই ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বাঁহাতি ফাস্ট বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন এবং তিনি বাংলাদেশ দলের এমন একজন সদস্য ছিলেন যখন বাংলাদেশ ঢাকার ময়দানে প্রথম বারের জন্য টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। দাস হিন্দু ধর্মের হলেও পরবর্তীতে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন মাহমুদুর রহমান।

ব্যর্ন ফোর্টউইন:

TOP 10: ১০ জন ক্রিকেটার যারা নিজেদের ব্যক্তিগত কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন !! 4

তালিকায় নবমতম ক্রিকেটার হলেন ব্যর্ন ফোর্টউইন (Bjorn Fortuin)। সাউথ আফ্রিকান এই ক্রিকেটার ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি স্পিন বোলার হিসাবে। ২০২১ সালের t20 বিশ্বকাপে তিনি সাউথ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন। ক্রিস্টান পরিবারে জন্মগ্রান করলেও ২০২১ সালে তিনি দ্বিতীয় সাউথ আফ্রিকান ক্রিকেটার হিসাবে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন ইমাদ।

শিবনারায়ণ চন্দ্রপাল:

Shivnarine Chanderpaul

তালিকার শেষ এবং গুরুত্বপূর্ণ নামটি হলো শিবনারায়ণ চন্দ্রাপালের (Shivnarine Chanderpaul)। ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ট ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একটি নাম হলো চন্দ্রপাল। বাঁহাতি এই ব্যাটসম্যান নিজের ক্রিকেট কেরিয়ারে মোট ১৬৪টি টেস্ট ম্যাচ এবং ২৬৮টি একদিবসীয় ম্যাচ খেলেছেন। তিনি জন্মগত ভাবে গায়ানিস হলেও পরবর্তীতে তিনি হিন্দু ধর্মকে বেছে সেই ধর্মকে স্বীকার করে নিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *