ক্রিকেট

চলছে আইপিএল (IPL)। টি-২০ ক্রিকেটের আনন্দ উপভোগ করছেন আট থেকে আশি। লীগ পর্ব শেষের পথে। আপাতত প্লে-অফের কাছাকাছি পৌঁছেছে দুটি দল- কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাকি দুটি বার্থ কনফার্ম করার দৌড়ে রয়েছে চেন্নাই, লক্ষ্ণৌ, দিল্লী, বেঙ্গালুরুর মত একঝাঁক দল। শেষমেশ কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে তা বলা যাচ্ছে না এখনই। জমজমাট প্লে-অফ রেস বাড়িয়েছে আইপিএলের উত্তেজনা। প্রতিদিন দুপুরে হোক বা সন্ধ্যায় টিভি’র সামনে বসছেন আট থেকে আশি-চেটেপুটে উপভোগ করছেন আইপিএলের আমেজ।

Read More: “বেচারা শোধরাবে না…” ব্যান হওয়ার পরেও সেলিব্রেশন অব্যহত হার্ষিত রানার, সমাজ মাধ্যমে পড়লেন ট্রোলের মুখে !!

গোটা দেশ যখন আইপিএলে বুঁদ, তখন এক মন খারাপ করা খবর সামনে এলো মহারাষ্ট্রের পুণে শহর থেকে। দেশের আর পাঁচটা কিশোরের মতই পুণের লোহেগাঁও অঞ্চলের বাসিন্দা এক বালক’ও গত বৃহস্পতিবার বন্ধুদের সাথে মেতেছিলো ক্রিকেট খেলায়। কিন্তু প্রিয় খেলাই প্রাণ কেড়ে নিলো তার। মাঠে খেলার সময়ই গোপনাঙ্গে আঘাত পায় সৌর্য্য কালীদাস খাণ্ডবে নামে বছর এগারোর বালক। তখনই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া ক্রিকেটমহলে। পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে যে বোলিং করছিলো ঐ কিশোর। ব্যাটারের মারা বল আছড়ে পড়ে তার গোপনাঙ্গে। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয়েছিলো হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের কিছু করার ছিলো না।

এই অনভিপ্রেত ঘটনা ফিরিয়েছে ক্রিকেটমাঠের বেশ কিছু দুর্ঘটনার স্মৃতি। ২০১৪ সালের নভেম্বর মাসের ২৫ তারিখ শেফিল্ড শীল্ডের ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করছিলেন ফিল হিউজ। নিউ সাউথ ওয়েলসের শন অ্যাবটের একটি বাউন্সার আঘাত করে তাঁর মাথায়। হেলমেট থাকলেও বলটি আছড়ে পড়েছিলো ঘাড়ের কাছে অরক্ষিত অঞ্চলে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৭ তারিখ প্রাণ হারান হিউজ। এই ঘটনা নড়িয়ে দিয়েছিলো ক্রিকেটবিশ্বকে। ক্রিকেট মাঠে সঠিক সুরক্ষা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কড়া অবস্থান নেয় আইসিসি। ভারতীয় ক্রিকেটেও এমন ঘটনা দেখা গিয়েছে আগেও। বাংলাদেশের আবাহনী ক্রীড়া চক্রের হয়ে খেলার সময় বলের আঘাতে মারা যান রমন লাম্বা। বাংলার ঘরোয়া ক্রিকেটে ফিল্ডিং-এর সময় সতীর্থের সঙ্গে ধাক্কায় প্রাণ হারান বছর ২০-র তরুণ অঙ্কিত কেশরী।

Also Read: “আমরা অল্প ক্রিকেট খেলেছি…” কোহলির আচরণে অকপট গাভাস্কার, ধারাভাষ্যকারদের সমর্থনে দিলেন এই বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *