IPL 2024: “বড় পরীক্ষা বোলারদের…” বেঙ্গালুরু স্কোরবোর্ডে ২১৮, নেটদুনিয়ার ফোকাসে এখন সিরাজ-যশ দয়ালরা !! 1

IPL 2024: চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মহাম্যাচ। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)। প্লে-অফের লড়াইতে রয়েছে দুই দলই। সেই কারণেই এই ম্যাচকে ভার্চুয়াল নক-আউট বলতে দু’বার ভাবছেন না ক্রিকেটবোদ্ধা’রা। আজ যে পক্ষ জিতবে তারা জায়গা করে নিতে পারে আইপিএলের (IPL) শেষ চারে। মাঠে নামার আগেই খানিক অ্যাডভান্টেজ রয়েছে চেন্নাইয়ের। তাদের দরকার অন্তত এক পয়েন্ট। জয় পেলে শেষ চার নিশ্চিত, কোনো কারণে ম্যাচ ভেস্তে গেলেও বিশেষ সমস্যা নেই তাদের। হারলেও খোলা থাকতে পারে পরবর্তী পর্বের দরজা। পক্ষান্তরে বেঙ্গালুরুর জন্য রাস্তা বেশ কঠিন। শুধু জিতলে হবে না তাদের, সাথে পেরোতে হবে জটিল গাণিতিক সমীকরণের বাধাও।

টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকেই ব্যাটিং করতে আমন্ত্রণ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চলতি আইপিএলে বহু ম্যাচে টস হেরেছেন তিনি। আজকের গুরুত্বপূর্ণ খেলায় মুদ্রা পড়েছে তাঁর পক্ষেই। ‘ঈশ্বরও চেন্নাইয়ের পক্ষেই রয়েছেন’ টসের ফলাফল আশা জাগিয়েছে চেন্নাই জনতার মনে। শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন বিরাট কোহলি। সঙ্গ দিচ্ছিলেন ফাফ দু প্লেসিও। কিন্তু ৩ ওভার যেতে না যেতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। ‘আবার যেন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে না যায়’ প্রার্থণা করতে দেখা গিয়েছিলো বেঙ্গালুরু অনুরাগীদের। একই সাথে চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশী ব্যবস্থার উপরেও আস্থা রেখেছিলেন অনেকে। বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই পুনরায় শুরু হয় খেলা। কোনো ওভার কমানোর প্রয়োজন পড়ে নি।

Read More: ৫৩ রান বানিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডু-প্লেসিস, বিশ্বাস করতে পারছেন না কোহলি !!

জমজমাট দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় নেটজনতা-

Faf du Plessis | IPL 2024 | Image: Getty Images
Faf du Plessis | IPL 2024 | Image: Getty Images

ধারাবাহিকতা বজায় রাখলেন বিরাট। ২৯ বলে প্রায় ১৬৫ স্ট্রাইক রেটে তিনি করেন ৪৭। পেরোলেন ৭০০ রানের গণ্ডী। ‘ঈশ!অর্ধশতকটা মাঠে ফেলে এলো’ হতাশা ঝরে পড়েছে তিনি আউট হওয়ার পর। ‘আরও বড় ইনিংসের আশায় ছিলাম।‘ লিখেছেন আরও একজন। শুরুতে মন্থর খেললেও পরে ইনিংসের গতি বাড়ান ফাফ দু প্লেসি। যেভাবে রান-আউট হলেন তাতে দুর্ভাগ্যের ছোঁয়া দেখছেন নেটিজেনরা। ‘কপালটাই খারাপ’ হতাশা গোপন করেন নি এক নেটিজেন। এরপর ইনিংসকে টানেন রজত পতিদার ও ক্যামেরন গ্রিন। ২৩ বলে ৪১ করে ফেরেন পতিদার। তারপর গ্রিনের ব্যাটে এলো ঝোড়ো ৩৮* রান। দীনেশ কার্তিক করেন ৬ বলে ১৪। অফ ফর্মের গেরো কাটিয়ে গ্লেন ম্যাক্সওয়েল’ও করলেন ৫ বলে ১৬ রান। বেঙ্গালুরু থামলো ২১৮ রানে।

ব্যাটিং স্বর্গ বলে পরিচিতি রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের। চলতি মরসুমে এই মাঠেই সর্বোচ্চ ২৮৭ রান তুলে ফেলেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই রান তাড়া করতে নেমে ২৬২তে থেমেছিলো বেঙ্গালুরু’ও। সেখানে … যথেষ্ট হবে আদৌ? বিশেষ করে এমন মরণবাঁচন ম্যাচে? নিশ্চিত নন বিশেষজ্ঞরা। এখনই ফলাফল সংক্রান্ত কোনোরকম নিদান দিতে রাজী নন তাঁরা। একই সাথে বেঙ্গালুরু সমর্থকদের মনে ভেসে উঠছে তাদের বোলিং-এর বেহাল দশার কথা। এই আইপিএলে অধিকাংশ ম্যাচে সাফল্য এনে দিতে পারেন নি বোলাররা। মহম্মদ সিরাজ, যশ দয়ালদের বিরুদ্ধে চড়াও হয়েছেন প্রতিপক্ষ ব্যাটাররা। আজ যেন তেমনটা না হয়, নিজেদের ছাপিয়ে যেতে পারেন বোলাররা-তেমনটাই প্রার্থনা রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকদের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: কোহলির হাতছাড়া অর্ধশতক, কিউই কম্বিনেশনে ফিরতে হলো সাজঘরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *