"এভাবেও ফিরে আসা যায়..." চেন্নাইকে পরাস্ত করে প্লে-অফে পৌঁছাতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং RCB !! 1

সমাপ্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) ৬৮তম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) ২৯ বলে ৪৭ রানের একটি ইনিংস খেলেন। ক্যাপ্টেন ফফ দলের হয়ে সর্বাধিক ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।

আজকের ম্যাচেও দুরন্ত ব্যাটিং করলেন রজত পতিদার, ২৩ বলে ৪১ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। দলের ফিনিশিংটি বেশ ভালোই করেছেন দুই অজি অলরাউন্ডার। আজকের ম্যাচে ১৭ বল খেলে ৩৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। দীনেশ কার্তিকের ব্যাট থেকে এসেছে ১৪ রান ও গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ১৬ রান হাঁকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের রানকে পৌঁছে দেন ২১৮’তে।

Read More: IPL 2024: ম্যাচ ফিক্সিং-এর ছায়া চিন্নাস্বামীতে, চেন্নাই তারকার বোলিং অ্যাকশন জাগালো সন্দেহ !!

প্লে-অফে পৌঁছে গেল RCB

RCb, ipl 2024
RCB vs CSK | Image: Getty Images

প্লে-অফের জন্য কোয়ালিফাই করার জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ২০১ রানের। এই রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে এসে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড। ৬ বলে ৪ রান বানিয়ে আউট হয়ে যান ড‍্যারিল মিচেল (Daryl Mitchell)। পাশাপাশি দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করতে দেখা গিয়েছিল রোচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)।

রাহানের ব্যাট থেকে ২২ বলে ৩৩ রানের একটি ইনিংস দেখা গিয়েছে। তবে আজকের ম্যাচে চেন্নাইয়ের হয়ে ভীষণ বাজে পারফরমেন্স করেছেন শিবম দুবে (Shivam Dube)। ১৫ টি বল খেলে কেবলমাত্র ৭ রান বানাতে সক্ষম হয়েছেন বাম হাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান। দলের হয়ে সর্বাধিক ৩৭ বলে ৫ টি চার এবং ৩টি ছক্কার বিনিময় ৬১ রানের ইনিংস খেলেন রচিন রবীন্দ্র।

পাশাপাশি ২২ বলে ৪২ রান বানান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাশপাশি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাট থেকে ১৩ বলে ২৫ রানের একটি ইনিংস দেখা যায়। ২০ ওভার শেষে চেন্নাই ৭ উইকেটের বিনিময়ে ১৯১ রান বানতে সক্ষম হয়েছে, ২৭ রানে ম্যাচ জিতেছে ব্যাঙ্গালুরু এবং চতুর্থ দল হিসাবে আইপিএল ২০২৪’এর প্লে-অফে পৌঁছে গিয়েছে দলটি। আজকের জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে RCB।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: অসম্ভবকে সম্ভব করলো বেঙ্গালুরু, চেন্নাইকে ২৭ রানে হারিয়ে শেষ চারে পা রাখলো বিরাট-বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *