mi-vs-srh-match-55-dream-11-prediction

IPL 2024: আইপিএলের (IPL) আসরে আজ যুযুধান মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (MI vs SRH)। দুই দল যখন চলতি টুর্নামেন্টে প্রথমবার একে অন্যের মুখোমুখি হয়েছিলো, তখন রানের ইমারত তৈরি হয়েছিলো উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ ওয়াংখেড়েতেও তার পুনরাবৃত্তির আভাস পাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গত ম্যাচে দারুণ ছন্দে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। আজ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছে লীগ তালিকার তৃতীয় স্থানে পৌঁছে যাবে তারা। প্লে-অফের দিকে এক পা বাড়াতে তাই দুই পয়েন্টই পাখির চোখ প্যাট কামিন্স বাহিনীর। এক প্রকার আইপিএল থেকে ছিটকেই গিয়েছে মুম্বই (MI)। আজ ঘরের মাঠে মান বাঁচানোর লড়াই হার্দিক পান্ডিয়াদের।

আজও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইনিংসের শুরুতে মাঠে দেখা যেতে পারে রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিষণকে। রোহিত প্রথম একাদশে থাকবেন নাকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন তা যদিও নিশ্চিত নয়। তিন নম্বরে মুম্বই জার্সিতে ব্যাট করতে পারেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ সূর্যকুমার যাদব। চারে খেলবেন তিলক বর্মা। নিজের শহর হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে চাইবেন তিনি। এরপর ব্যাট হাতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আইপিএলের শেষ পর্যায়ে এসে ছন্দ খুঁজে পেতে চাইবেন অধিনায়ক। ছয় নম্বরে খেলতে পারেন নেহাল ওয়াধেরা। অলরাউন্ডার মহম্মদ নবি থাকতে পারেন সাতে। তাঁর সাথে স্পিন বিভাগ সামলাবেন পীয়ূষ চাওলা। জেরাল্ড ক্যুৎসিয়ে ও নুয়ান তুষারার সাথে মুম্বইয়ের পেস অস্ত্র হতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

ব্যাটিং শক্তিতে বলীয়ান হায়দ্রাবাদের হয়ে আজ ওপেন করতে পারেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা। ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী দুজনেই। তিন নম্বরে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম’কে। এরপর নামতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন। ওয়াংখেড়েতে এর আগে ব্যাটিং তাণ্ডবের রেকর্ড রয়েছে ক্লাসেনের (Heinrich Klaasen)। আজও তাঁর ধ্বংসযজ্ঞ দেখতে চাইবেন সানরাইজার্স সমর্থকেরা। এরপর খেলতে পারেন নীতিশ কুমার রেড্ডি। ছয় নম্বরে ব্যাট হাতে নামতে পারেন শাহবাজ আহমেদ। ফিনিশার হিসেবে আব্দুল সামাদের খেলার সম্ভাবনা। প্যাট কামিন্স (Pat Cummins), ভুবনেশ্বর কুমার ও টি.নটরাজনের অভিজ্ঞ পেস আক্রমণের সাথে স্পিনের ঘূর্ণি যোগ করতে পারেন মায়াঙ্ক মারকণ্ডে।

Read More: “বেচারা শোধরাবে না…” ব্যান হওয়ার পরেও সেলিব্রেশন অব্যহত হার্ষিত রানার, সমাজ মাধ্যমে পড়লেন ট্রোলের মুখে !!

IPL ম্যাচের সময়সূচি-

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ৫৫

তারিখ- ০৬/০৫/২০২৪

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Mumbai Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | MI vs SRH | Image: Twitter
Wankhede Stadium, Mumbai | Image: Twitter

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (MI vs SRH)। আরব সাগরের তীরবর্তী স্টেডিয়াম সাধারণত ব্যাটিং সহায়ক হিসেবেই প্রসিদ্ধ। এখানে প্রায়শই বড় রান উঠতে দেখা যায়। মুম্বইয়ের লাল মাটির পিচে ইনিংসের শুরুতে বাউন্স দেখতে পাওয়া যায়। যাকে কাজে লাগিয়ে পাওয়ার প্লে’তে বড় শট খেলতে সক্ষম হন ব্যাটাররা। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে শিশির। ওয়াংখেড়েতে এখনও অবধি আইপিএলের ১১৬টি ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৫৩টিতে প্রথম ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৬৩ ম্যাচে। টসজয়ী অধিনায়ক আজ প্রথম বোলিং করতে পারেন।

দেশের বাণিজ্যনগরী মুম্বইতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। মুম্বই শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৭ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজকে খেলা চলাকালীন ২১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ১ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তা ক্রিকেটের পথে বাধা হয়ে দাঁড়াবে না বলেই আশায় দর্শকেরা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

MI vs SRH | Image: Getty Images
MI vs SRH | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

রোহিত শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, মহম্মদ নবি ✈, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, পীয়ূষ চাওলা, নুয়ান তুষারা✈, জসপ্রীত বুমরাহ।

বিকল্প- শামস মুলানি, নমন ধির, ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেপার্ড, নেহাল ওয়াধেরা।

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ✈, এইডেন মার্করাম ✈, হেনরিখ ক্লাসেন ✈(উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স ✈(অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, মায়াঙ্ক মারকণ্ডে।

বিকল্প- ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, মার্কো ইয়ানসেন, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাট।

MI vs SRH, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- ট্র্যাভিস হেড, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি

অলরাউন্ডার- শাহবাজ আহমেদ, হার্দিক পান্ডিয়া

উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন

বোলার- প্যাট কামিন্স, টি.নটরাজন, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।

অধিনায়ক- হেনরিখ ক্লাসেন

সহ-অধিনায়ক- ট্র্যাভিস হেড

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL-এর সাথে সরাসরি সংঘাতের পথে হাঁটছে পাকিস্তান, বড় সিদ্ধান্ত নিতে চলেছে PCB !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *