TOP 5: কখনো উচ্ছ্বাসে আবার কখনো হতাশায়, মাঠের মধ্যেই চোখের জলে ভেসেছেন ভারতের যে ৫ ক্রিকেটার !!

TOP 5: কখনো যুদ্ধজয়ের বাঁধভাঙা উচ্ছ্বাস আবার কখনো হৃদয় বিদারক হারের বেদনা, খেলার মাঠ আমাদের বারবার বোঝায় মানুষের জীবনে আবেগের জায়গা কতটা। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। ব্যাট বলের ধুন্ধুমার লড়াইয়ের পর এক পক্ষের ওপর এসে পড়ে জয়ের আলো, অন্যপক্ষের ভাগ্যে জোটে পরাজয়ের অন্ধকার। উচ্ছ্বাস হোক বা হতাশা এই দুইয়েরই বহিঃপ্রকাশ ঘটে চোখের জলের মাধ্যমে। আনন্দ […]