Mumbai Indians, ipl 2024
Mumbai Indians | Image: Getty Images

IPL 2024: চলছে আইপিএল (IPL)। শেষের পথে লীগ পর্বের খেলা। সময় যত এগোচ্ছে ততই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে প্লে-অফে পৌঁছাবে কোন কোন দল। আপাতত ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের নেট রান রেট +১.৪৫৩। দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস (RR)। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ১ রানের ব্যবধানে হেরে এক ধাপ নেমে গিয়েছে তারা। পয়েন্টের নিরিখে কলকাতার সাথে একই বিন্দুতে থাকলেও রান রেটে পিছিয়ে রাজস্থান। ১০ ম্যাচ খেলে তাদের নেট রান রেট +০.৬২২। শেষ চারের দৌড়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH),চেন্নাই সুপার কিংস (CSK), লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মত দলও। ১৪ থেকে ১২ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করছে দলগুলি

আপাতত চলতি আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পাঁচ বারের চ্যাম্পিয়নরা এই মরসুমে নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাত ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলো। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে একেবারেই উল্টোচিত্র। আইপিএলের গোড়া থেকেই বেশ চাপে তারা। টানা তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan),রোহিত শর্মারা (Rohit Sharma)। এরপর আর ফিরে আসা সম্ভব হয় নি তাঁদের পক্ষে। এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে মুম্বইও (MI)। জয়ের সংখ্যা মাত্র ৩, হারতে হয়েছে ৮টি ম্যাচ। ৬ পয়েন্ট ও -০.৩৫৬ নেট রান রেট সহ দশম স্থানে তারা। পিছিয়ে পড়লেও অন্তিম মুহূর্ত অবধি প্লে-অফের স্বপ্ন অবশ্য দেখছেন মুম্বই সমর্থকেরা। টুর্নামেন্টের দরজা এখনও বন্ধ হয় নি তাদের জন্য।

Read More: IPL 2024: “বিরাট এখনও প্রচণ্ড চাপে…” ভারতীয় সুপারস্টারের পাশে দাঁড়ালেন পাক প্রাক্তনী ওয়াসিম আক্রম !!

এখনও প্লে-অফে যেতে পারে মুম্বই-

Mumbai Indians | IPL 2024 | Image: Getty Images
Mumbai Indians | IPL 2024 | Image: Getty Images

এই বছরের আইপিএলে (IPL) এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। আজ তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা রয়েছে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ১১ তারিখ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হার্দক বাহিনী। ১৭ মে লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। তিনটিতে জিতলেও ১২ পয়েন্টে পৌঁছাবে তারা। আইপিএলের ইতিহাসে এত কম পয়েন্ট নিয়ে কোনো শিবির এর আগে প্লে-অফে যায় নি। কিন্তু অঙ্কের হিসেব বলছে ১২ পয়েন্ট নিয়েও শেষ চারের দরজা খুলে ফেলতে পারে মুম্বই।

মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সামনে এখন রয়েছে জটিল সমীকরণ। কেবল নিজেদের ম্যাচ জিতলে হবে না তাদের। সাথে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও। অঙ্ক বলছে মুম্বইয়ের (MI) জন্য প্লে-অফের রাস্তা সুগম করতে হলে শীর্ষ দুই স্থান ধরে রাখতে হবে কলকাতা ও রাজস্থানকে। একই সাথে লক্ষ্ণৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচে যে পক্ষ হারবে তাদের নিজেদের বাকি সব ম্যাচেই হারতে হবে। গ্রুপ পর্বের বাকি ৩ ম্যাচে হারতে হবে চেন্নাইকে (CSK)। এছাড়াও লীগ টেবিলের নীচের অর্ধে থাকা অন্য চার দলের কারও ১২ পয়েন্টের বেশী পেলে চলবে না। এর সাথে সাথে মুম্বইকে যে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে তা বলাই বাহুল্য। এই ‘মিরাকল’-এর স্বপ্ন অতি বড় মুম্বই সমর্থকও যে দেখছেন না তা চোখ বুজে বলাই যায়।

Also Read: বিষাদের ছাড়া ক্রিকেটজগতে, বলের আঘাতে প্রাণ হারালেন খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *