Pakistan possible squad for wc-2023

২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম আর এই মরশুমে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চেলছে এবারের ক্রিকেট বিশ্বকাপ (WC 2023), আর এবার দীর্ঘ সময় পর ভারতে আসতে চলেছে পাকিস্তান। ১৯৯২ সালে প্রথম ও শেষবারের জন্য বিশ্বকাপ বিজেতা হয়েছিল পাকিস্তান। ইমরান খানের (Imran Khan) নেতৃত্বে এই ট্রফি জয় করে পাকস্তান। যদিও এরপর সেভাবে সফল হতে দেখা যায়নি পাকস্তানকে। ২০১১ বিশ্বকাপে শেষবার সেমিফাইনালে পৌঁছায় দল এবং টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল দলকে। তবে, ২০২৩ সালে নতুন ও শক্তিশালী দল নিয়েই ময়দানে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান দল। যদিও এশিয়া কাপ (Asia Cup 2023) নেই বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) সঙ্গে মতবিরোধের জন্য বিশ্বকাপ খেলতে ভারতে না আসার পরিকল্পনা করে দল তবে শেষমেষ ভারতে দীর্ঘ ৭ বছর পর আইসিসি ইভেন্ট খেলতে আসছে পাকিস্তান। আর বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী স্কোয়াড নিয়েই তারা এবার মাঠে নামতে প্রস্তুত।

Read More: World Cup 2023: বিশ্বকাপের আগে বড় ঘোষণা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন শিখর ধাওয়ান !!

বিশ্বকাপের জন্য সম্ভাব্য পাকিস্তান স্কোয়াড

Pakistan team, wc 2023
Pakistan Cricket Team | Image: Getty Images

এরই মধ্যে প্রকাশিত হল এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য পাকিস্থানের দল। আর মনে করা হচ্ছে এই দল নিয়েই বিশ্বকাপের (WC 2023) অভিযান শুরু করতে চলেছে টিম পাকিস্তান। ভারতের মাটিতে দীর্ঘ সময় পর পাকিস্তান খেলতে আসছে। পাকিস্তানের স্কোয়াড কথা বলতে গেলে, বেশ পরিপক্ক একটা স্কোয়াড নিয়েই ময়দানে নামতে চায় পাকিস্তান দল। দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে ফখর জামান (Fakhar Zaman) ও ইমাম-উল হককে (Imam Ul Haq)। পাশাপাশি টপ অর্ডারে রয়েছেন ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। এছাড়া মিডিল অর্ডারে দেখা যাবে আবদুল্লাহ শফিক (Abdullah Shafique), সৌদ শাকিল (Saud Shakeel), বর্তমানে টেস্ট ক্রিকেটে বেশ দারুন ফর্মে রয়েছেন এই তুই তরুণ যেকারণে বিশ্বকাপ স্কোয়াডে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া দলের মিডিল অর্ডার সামলাতে দেখা যাবে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে (Mohammed Rizwan)।

দলের হয়ে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করতে আসবেন ইফতেখার আহমেদ (Ifthikhar Ahamed), পাশাপাশি, ইমার্জিং এশিয়ান গেমসে দারুন ছন্দে থাকা তৈয়ব তাহিরকে সুযোগ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া অলরাউন্ডার হিসাবে দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা (Salman Ali Agha), শাদাব খান (Shadab Khan) যিনি বাবরের ডেপুটি হিসাবে করবেন কাজ এবং মোহাম্মদ নওয়াজ (Mohammed Nawaz)। শাদাব, সালমান আলী আগা এবং উসামা মীর (Ushama Mir) দলের স্পিন বিভাগ সামলাবেন। এছাড়া দ্রুতগামী বোলার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন, শাহীন আফ্রিদি (Shaheen Afridi), হারিস রউফ (Harris Rauf), নাসিম শাহ (Nasheem Shah), ফাহিম আশরাফ (Faheem Ashraf)।

বিশ্বকাপের জন্য পাকিস্তান দল (সম্ভাব্য)

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, ইফতেখার আহমেদ, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক) , মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, তৈয়ব তাহির, সৌদ শাকিল এবং ফাহিম আশরাফ।

Read More: WC 2023: এই চার দলকে বিশ্বকাপ ২০২৩’এর সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিলেন এবি ডি ভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *