World Cup 2023: ছন্দে থাকা অস্ট্রেলিয়ার লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ, এক নজরে দেখে নিন অজিদের বিশ্বকাপ স্কোয়াড ও সম্পূর্ণ ক্রীড়াসূচি !! 1

World Cup 2023: বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup 2023)। চলবে ১৯ নভেম্বর অবধি। দশ দলীয় টুর্নামেন্টে এবার থাকছে ৪৮ টি ম্যাচ। ৪৬ দিন ব্যপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দশটি শহরে। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-র পর চতুর্থবারের জন্য বিশ্বকাপ ফিরছে উপমহাদেশে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ,পাকিস্তানের মত ক্রিকেটখেলিয়ে দেশগুলি আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিলো আগের তিনবার। কিন্তু এবার প্রথম এশীয় দেশ হিসেবে এই দায়িত্ব পেয়েছে ভারত। ইতিমধ্যেই টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে আইসিসি।

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড প্রকাশের জন্য ৫ সেপ্টেম্বরের ‘ডেডলাইন বেঁধে দিয়েছিলো আয়োজক সংস্থা আইসিসি। কিন্তু তার অনেক আগেই ১৮ জনের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন দক্ষিণ আফ্রিকা এবং ভারত সিরিজে এই ১৮ জনকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার পর এই ১৮ জনের স্কোয়াড থেকেই বেছে নেওয়া হবে বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল। কবজির চোটের কারণে কিছুদিন বাইরে থাকতে হবে অজি অধিনায়ক কামিন্সকে (Pat Cummins)। তবে বিশ্বকাপের আগে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।  প্রত্যাশামতই রয়েছেন স্টিভ স্মিথ (Steve Smith), মিচেল মার্শ, ট্র্যাভিস হেড’রা। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি এবং তনবীর সাঙ্ঘা। মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) বাদ দিয়ে চমক দিয়েছে অস্ট্রেলিয়া।

Read More: টিম ইন্ডিয়া থেকে অবসর নিচ্ছেন শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার, BCCI-এর কারণেই নিতে হচ্ছে চরম সিদ্ধান্ত !!

সর্বোচ্চ বিশ্বকাপ খেতাবের মালিক অস্ট্রেলিয়া-

Australia Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
Australia Cricket Team | World Cup 2023 | Image: Getty Images

১৯৭৫ থেকে ২০২৩-সব ক’টি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলীয় দল। প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরাজিত হয়েছিলো ইয়ান চ্যাপেলের (Ian Chappell) নেতৃত্বাধীন অস্ট্রেলীয় দল। এরপর ১৯৭৯ এবং ১৯৮৩ সালে টানা দুইবার আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারে নি তারা। গ্রুপ পর্ব থেকেই ফিরেছিলো খালি হাতে। দুবারই দলের অধিনায়ক ছিলেন কিম হিউজেস (Kim Hughes)। একদিনের ক্রিকেটে অজি আধিপত্যের শুরুটা হয়েছিলো অ্যালান বর্ডারের (Alan Border) হাত ধরে। ১৯৮৭ সালের ফাইনালে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে তারা।

১৯৯২ সালে নিজেদের দেশের মাটিতে রাউন্ড-রবিন লীগ থেকে বিদায় নিয়েছিলো অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে খেতাবের খুব কাছাকাছি পৌঁছেও সাফল্য অধরা থেকে গিয়েছিলো অজি দলের। মার্ক টেলরবাহিনী (Mark Taylor) পাকিস্তানের মাঠে ফাইনালে পরাজিত হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। স্টিভ ওয়ার (Steve Waugh) নেতৃত্বে ১৯৯৯ সালে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় তারা। ইংল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করে তারা। জেতে দ্বিতীয় বিশ্বকাপ। সাফল্যের ধারা বজায় থাকে ২০০৩ সালেও। দক্ষিণ আফ্রিকার মাঠে ফাইনালে ভারতকে হারিয়ে তৃতীয়বার ট্রফি জেতে তারা। প্রতিযোগিতায় ১১ ম্যাচের মধ্যে ১১টিতেই জিতে নয়া রেকর্ড স্থাপন করে রিকি পন্টিং-এর (Ricky Ponting) দল।

২০০৭ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও পন্টিং, গিলক্রিস্ট, ম্যাকগ্রাদের দাপট ছিলো অব্যাহত। ফের ১১ ম্যাচের মধ্যে ১১টি জিতে ট্রফি হাতে তোলে অস্ট্রেলিয়া। প্রথম দিল হিসেবে টানা তিনবার বিশ্বকাপ (ICC World Cup) জয়ের নজির গড়ে তারা। দ্বিতীয় অধিনায়ক হিসেবে জোড়া ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেন পন্টিং। ফাইনালে তারা হারায় শ্রীলঙ্কাকে। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে হেরে কোরার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছলো। কিন্তু ২০১৫ সালে ফের একবার আলোর বৃত্তে ফিরে আসে অস্ট্রেলিয়া। নিজেদের দেশের মাটিতে ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে মাইকেল ক্লার্কের (Michael Clarke) নেতৃত্বে পঞ্চমবার ট্রফি জেতে তারা। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার যাত্রা শেষ হয় সেমিফাইনালে। ২০২৩ সালেও অন্যতম ‘ফেভারিট’ হিসেবে শুরু করবে প্যাট কামিন্সের (Pat Cummins) দল।

২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্রীড়াসূচি-

Australia Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
Australia Cricket Team | Image: Getty Images

গ্রুপ পর্ব-

    তারিখ          ম্যাচ  ভেন্যু
০৮/১০/২০২৩ অস্ট্রেলিয়া বনাম ভারত  চেন্নাই
১২/১০/২০২৩ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা  লক্ষ্ণৌ
১৬/১০/২০২২ অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা  লক্ষ্ণৌ
২০/১০/২০২৩ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান বেঙ্গালুরু
২৫/১০/২০২৩ অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস  দিল্লী
২৮/১০/২০২৩ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড  ধর্মশালা
০৪/১১/২০২৩ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড  আহমেদাবাদ
০৭/১১/২০২৩ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান  মুম্বই
১১/১১/২০২৩ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ  পুণে

সেমিফাইনাল-

   তারিখ        ম্যাচ          ভেন্যু
১৫/১০/২০২৩ সেমিফাইনাল ১ ওয়াংখেড়ে, মুম্বই
১৬/১০/২০২৩ সেমিফাইনাল ২ ইডেন গার্ডেন্স, কলকাতা

ফাইনাল-

   তারিখ         ম্যাচ         ভেন্যু
১৯/১১/২০২৩ বিজয়ী সেমিফাইনা ১ বনাম বিজয়ী সেমিফাইনাল ২ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

World Cup 2023-এর জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত প্রাথমিক দল-

Australia Cricket Team | World Cup 2023 | Image: Getty Images
Australia Cricket Team | Image: Getty Images

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস,  ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যারন হার্ডি, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, তনবীর সাঙ্ঘা, নাথান এলিস, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, শন অ্যাবট।

Also Read: World Cup 2023: বিশ্বকাপের দলে এন্ট্রি হলো KL রাহুলের, বাদ পড়লেন শুভমান গিল সহ এই ম্যাচ উইনাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *