IPL 2025: মিডল অর্ডারে ঋষভ-পুরানের যুগলবন্দী, লক্ষ্ণৌর বোলিং আক্রমণে ভীড় ভারতীয়দের !! 1

IPL 2025: ক্রিকেটজনতার নজর ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) দিকে। গত তিন বছরের অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) ছেঁটে ফেলে আইপিএলের (IPL) মেগা নিলামের আগেই সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিলো তারা। নেতা হিসেবে কাকে দলে সামিল করার দৌড়ে নামেন দলমালিক গোয়েঙ্কারা (Sanjiv Goenka) তা জানতে মুখিয়ে ছিলেন সকলে। ৬৯ কোটি ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের অকশন পার্সে। তা দিয়ে শক্তিশালী স্কোয়াডই তৈরি করলেন গোয়েঙ্কারা। অধিনায়ক হিসেবে তাঁরা যে ঋষভ পন্থ (Rishabh Pant) ছাড়া আর কাউকে ভাবছেন না তা স্পষ্ট লক্ষ্ণৌর অকশন স্ট্র্যাটেজি থেকে। ৬৮.৯০ কোটি খরচ করে নিলাম থেকে মোট ১৯ জন ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। গত তিন বছর বহু চেষ্টা করেও আসে নি ট্রফি। অধরা মাধুরী ছিনিয়ে নিতে এবার মরিয়া লক্ষ্ণৌ (LSG)।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফি’র ভেন্যু বদলের দাবী জোরালো, রণক্ষেত্র পাকিস্তান ত্যাগ শ্রীলঙ্কা দলের !!

তারকাখচিত একাদশ লক্ষ্ণৌ’র-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

নিলাম ও রিটেনশন মিলিয়ে মোট ২৪ জনকে দলে নিয়েছে লক্ষ্ণৌ (LSG)। এর মধ্যে থেকে এগারো জন’কে ম্যাচের জন্য বেছে নিতে হবে কোচ জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer)। বিশেষজ্ঞদের মতে ট্রফি জয়ের জন্য যথেষ্ঠ মালমশলা মজুত রয়েছে সুপারজায়ান্টসদের অস্ত্রভাণ্ডারে। তাদের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram)। ঝড় তুলতে সক্ষম দুজনেই। সেরা ছন্দে তাঁদের পাওয়া গেলে পাওয়ার প্লে’তেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে লক্ষ্ণৌ। তিনে নামতে পারেন অধিনায়ক ও উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটি টাকার রেকর্ড দামে নতুন দলে যোগ দিয়েছেন তিনি। আকাশচুম্বী প্রত্যাশা থাকবে তাঁর থেকে। চার নম্বরে নামতে পারেন নিকোলাস পুরান। গত বার ফিনিশার হিসেবে খেললেও এবার নয়া ভূমিকায় দেখা মিলবে তাঁর।

পাঁচে দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারকে (David Miller) খেলাতে পারে লক্ষ্ণৌ (LSG)। ছয় নম্বরে ফিনিশার হিসেবে থাকতে পারেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। তরুণ তুর্কি এবার দিল্লী প্রিমিয়ার লীগ (DPL) ও অন্যান্য ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন। তাঁকে রিটেনও করেছে লক্ষ্ণৌ দল। সাতে খেলার সম্ভাবনা বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed)। ব্যাটিং-এর পাশাপাশি বাম হাতি স্পিনও করবেন তিনি। লেগস্পিনার হিসেবে খেলতে চলেছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। সুপারজায়ান্টস শিবিরের বোলিং আক্রমণে ভীড় জমাতে পারেন ভারতীয় তারকারা। শামার জোসেফ থাকলেও মায়াঙ্ক যাদব (Mayank Yadav) বা মহসীন খানদেরই অগ্রাধিকার দিতে পারেন ল্যাঙ্গার। দুজনকেই রিটেন করেছে দল। বিপুল দামে ফেরানো হয়েছে আবেশ খানকে (Avesh Khan)। খেলবেন তিনিও।

সম্ভাব্য সেরা একাদশ-

মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ডেভিড বোলার, আয়ুষ বাদোনি, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, মহসীন খান, মায়াঙ্ক যাদব।

ভারতীয় পেস আক্রমণই চেয়েছেন গোয়েঙ্কারা-

Sonjiv Goenka | IPL | Image: Twitter
Sonjiv Goenka | Image: Twitter

অন্যান্য দলগুলি যখন বহু টাকা খরচ করে ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চারদের পিছনে ছুটছে, তখন ব্যতিক্রম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। তারা নিজেদের বোলিং আক্রমণে ভারতীয় মুখেদেরই প্রাধান্য দিতে চেয়েছে। এই নিয়ে নিলাম শেষে মুখ খুলেছিলেন দল মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বলেন, “আমরা চেয়েছিলাম একটা খুব শক্তিশালী ভারতীয় পেস আক্রমণ। আকাশ (মাধওয়াল), আবেশ (খান), মহসীন (খান) ও মায়াঙ্ক (যাদব) আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে। আমাদের দলকে একটা আলাদা গভীরতা এনে দিয়েছে। ইনিংসের যে কোনো সময়ে ওরা বোলিং করতে পারে, প্রত্যেকেই উইকেট তুলতে সিদ্ধহস্ত। আমরা প্রচণ্ড খুশি। দলটা দেখে সম্পূর্ণ মনে হচ্ছে। আমি তৃপ্ত।” লক্ষ্ণৌ এবার মেন্টর হিসেবে নিয়োগ করেছে জাহির খান’কে। তাঁর তত্ত্বাবধানে ভারতীয় পেসাররা আইপিএলে (IPL) প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন।

এক নজরে সম্পূর্ণ LSG স্কোয়াড-

Also Read: IPL 2025: মুখ পুড়লো বাংলাদেশের, মেগা নিলামে দল পেলেন না একজনও ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *