WTC Final 2023

IPL 2023: ভরা আইপিএলের বাজারেও ক্রিকেট অনুরাগীদের ভাবনা রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC) নিয়ে। গতবারের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাইকেলে দাপটের সাথে ফাইনালে পৌঁছালেও শেষ অবধি ফাইনালে গিয়ে হারতে হয় ভারতকে। কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে পরাজয় স্বীকার করতে হয় ‘টিম ইন্ডিয়া’কে। সেই তিক্ত অভিজ্ঞতার দুই বছর পর ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বর্ডার-গাওস্কর ট্রফিতে হারিয়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে বিশ্ব খেতাব জয়ের থেকে মাত্র এক ধাপ দূরে এসে দাঁড়িয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

২০১৩ সালে ইংল্যান্ডের মাঠেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারতীয় দল। সেই শেষ। এরপর প্রায় দশ বছর কেটে গেলেও আইসিসি ট্রফি আসে নি ‘মেন ইন ব্লু’র ক্যাবিনেটে। বড় টুর্নামেন্টের মঞ্চে কখনও সেমিফাইনাল আবার কখনও বা ফাইনাল থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। সেই দীর্ঘ ট্রফি খরা কাটাতে এবার টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করেছে ভারত। ইংল্যান্ডের ওভাল ময়দানে বিশ্ব খেতাবের লড়াইতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে অজিদের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভারতের সাফল্য আত্মবিশ্বাস যুগিয়েছে দলকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

৭ থেকে ১১ জুন বসবে প্রতিযোগিতার আসর। বৃষ্টির ভ্রুকুটি এড়াতে থাকছে রিজার্ভ ডে’ও। হাইভোল্টেজ এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছিলো আগেই। ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিলো ভারত’ও। দল বাছাইয়ের ক্ষেত্রে রয়েছে চমক। দীর্ঘ সময় বাদে ‘টিম ইন্ডিয়া’র জার্সিতে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) প্রত্যাবর্তনেরও গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু জায়গা হয় নি তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ায় সম্ভবত তাঁর সামনে চিরকালের মত বন্ধ হয়ে গেলো আন্তর্জাতিক ক্রিকেটের দরজা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

WTC ফাইনালে থাকছেন রাহানে, দল ঘোষণা ভারতের-

Ajinkya Rahane | WTC final | image: twitter
Ajinkya Rahane got the selectors’ nod for the WTC final against Australia

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’কে বেশ গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় দল। গতবাড় তীরে এসে তরী ডুবেছিলো। এবার আর কোনরকম ভুলচুক চাইছে না টিম ইন্ডিয়া। খেলা জুনের ৭ থেকে ১১ তারিখ অবধি। কিন্তু প্রস্তুতি শুরু করার জন্য তার অনেক আগেই ইংল্যান্ডে চলে যাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শোনা যাচ্ছে ২৪ বা ২৫ মে ইংল্যান্ডে যেতে পারেন তিনি। পাশাপাশি যে ভারতীয় ক্রিকেটারদের দল আইপিএল প্ল-অফে জায়গা করে নিতে পারবে না, তাঁরাও ইংল্যান্ডে যেতে পারেন কোচ রাহুলের সাথেই। বাকিরা যোগ দেবেন আইপিএলের পর। আজ অর্থাৎ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট নির্বাচক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকে যে ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ।

ফর্ম হারিয়ে কিছুদিন আগেই টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন কে এল রাহুল (Kl Rahul)। ইংল্যান্ডগামী দলে জায়গা হয়েছে তাঁর। মূলত গত ইংল্যান্ড সফরে রাহুলের পারফর্ম্যান্স দলে জায়গা করে দিয়েছে তাঁকে। বড় চমক হিসেবে দলে এসেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রায় দেড় বছর ভারতীয় টেস্ট দলের বাইরে ছিলেন রাহানে। দেশে হোক বা বিদেশে, ভাবা হয় নি তাঁর কথা। কিন্তু ইংল্যান্ডের কঠিন পরিস্থিতিতে রাহানের পূর্বের ভালো পারফর্ম্যান্স এবং সাম্প্রতিক কালে রঞ্জি ট্রফি এবং আইপিএলে তাঁর দুর্দান্ত ফর্মের কথা মাথায় রেখে ১৫ জনের দলে মুম্বইয়ের রাহানেকে (Ajinkya Rahane) রাখতে বাধ্য হয়েছেন নির্বাচকেরা। এছাড়াও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) না থাকাও নির্বাচকদের বাধ্য করেছে অভিজ্ঞ রাহানেকে জায়গা করে দিতে। দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষণ। ইংল্যান্ডে চতুর্থ পেসার হিসেবে দলের সাথে যাচ্ছেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)।

দেখে নিন ভারতের সম্পূর্ণ দল-

জায়গা পেলেন না ঋদ্ধিমান সাহা-

Wriddhiman Saha | WTC final | image: twitter
Wriddhiman Saha not included in the Indian squad for the WTC final

গত বছরের ডিসেম্বরে গাড়ি দূর্ঘটনায় আহত হয়েছিলেন ঋষভ পন্থ। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে অস্ত্রোপচার করাতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। পন্থ কবে আবার ভারতীয় দলের জার্সিতে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন তা অনিশ্চিত এখনও। তাঁর অনুপস্থিতিতে উইকেটরক্ষক সমস্যায় জর্জরিত ভারতীয় দল। কে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়াবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। মহেন্দ্র সিং ধোনির অবসরের পর উইকেটের পিছনে বিশ্বস্ত হয়ে উঠেছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ৪০ টেস্টে করেন ১৩৫৩ রান। করেন তিনটি শতরানও। পন্থের (Rishabh Pant) ব্যাটিং দক্ষতা তাঁকে প্রথম এগারো থেকে সরিয়ে দেয়। পরে বয়সের দোহাই দেখিয়ে ঋদ্ধিকে ভারতীয় দল থেকে বাদ দেন কোচ রাহুল দ্রাবিড়। সেই সময় এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছিলো।

ঋদ্ধিমান সাহাকে সরিয়ে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে অন্ধ্রপ্রদেশের কে এস ভরতকে (KS Bharat) দলে নিয়েছিলো ভারত। দীর্ঘ সময় পন্থের ডেপুটি হিসেবে রিজার্ভ বেঞ্চেই সময় কাটাতে হয় তাঁকে। ঋষভ (Rishabh Pant) চোট পাওয়ায় অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। সিরিজের প্রতিটি টেস্টেই সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। ব্যাট হাতে রান পান নি। উইকেটের পিছনেও সহজ ক্যাচ ফেলেছেন। ভরসা যোগাতে পারেন নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) মত মর্যাদার লড়াইতে অপরীক্ষিত ভরতের বদলে অভিজ্ঞ ঋদ্ধিকে চাইছিলেন ক্রিকেটমহলের বড় একটা অংশ। কিন্তু তাঁকে বাইরে রাখার সিদ্ধান্তেই অনড় থাকলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। ১৫ সদস্যের দলে থাকলেন ভরতই। এমনকি দ্বিতীয় উইকেটরকক্ষকও রাখে নি দল।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *