IPL 2023: লেডি লাক’ই কপাল ফেরালো পৃথ্বী শ’র? ধর্মশালার রহস্যময়ীকে নিয়ে বাড়ছে জল্পনা !!

IPL 2023: গতকাল ধর্মশালার মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস। টুর্নামেন্ট থেকে এর আগেই বিদায় নিয়েছে দিল্লী। কোনোভাবেই এই মরসুমে আর শেষ চারে জায়গা করে নেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। তবে পাঞ্জাবের কাছে গতকালের ম্যাচ ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে প্লে-অফের জায়গা করে নেওয়ার দিকে অনেকটা এগিয়ে যেতে পারত তারা। সুযোগ থাকতো টুর্নামেন্টে ১৬ পয়েন্ট […]