“এখন চোট বলে কিছু নেই…” WPL ফাইনাল দেখতে মাঠে হাজির বুমরাহ, কটাক্ষ হানলেন নেটিজেনরা !!

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গতকাল ছিলো উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ফাইনাল ম্যাচ। মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। জমজমাট এক ম্যাচ উপহার দিলো দুই দলই। ফয়সালা হলো একদম শেষ ওভারে। টসে জিতে  প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন দিল্লী অধিনায়ক মেগ ল্যানিং। ২০ ওভারে ১৩১ রানের বেশী করতে পারে নি তাঁর দল। রান তাড়া করতে নেমে শুরুতে […]