WPL 2023: "আসছে বছর আবার হবে..." গুজরাতের বিরুদ্ধে UP জেতায় বিদায় বেঙ্গালুরুর, সমাজমাধ্যমে ট্রলের শিকার স্মৃতি মন্ধানারা !! 1

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম পর্বে যখন মুখোমুখি হয়েছিলো গুজরাত জায়ান্টস এবং ইউ পি ওয়ারিয়র্স, জমজমাট এক ম্যাচের আনন্দ উপভোগ করেছিলেন বিশ্বের ক্রিকেটপ্রেমী জনতা। ফিরতি ম্যাচেও বিনোদনের কোনো অভাব রাখলেন না দুই দলের ক্রিকেটাররাই। জমজমাট ম্যাচের ফয়সালা হলো শেষ ওভারে এসেই। গুজরাতকে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিলো ইউ পি ওয়ারিয়র্স। আর সেই তাদের হারিয়েই আজ প্লে-অফের ছাড়পত্র আদায় করে নিলেন অ্যালিসা হিলি’রা। প্রথম ম্যাচে জয় এসেছিলো গ্রেস হ্যারিস এবং সোফি একলেস্টোনের ব্যাটে। আশ্চর্য সমাপতন ঘটিয়ে আজকেও জয়ের নায়িকা এই দুজনই।

ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন গুজরাত অধিনায়ক স্নেহ রানা (Sneh Rana)। সম্প্রতি বেশ কিছু ম্যাচে বড় রান করেছে গুজরাত। আজও ছন্দেই দেখা গেলো জায়ান্টস দলের ব্যাটারদের। লরা উলভার্ট এবং হরলীন দেওল (Harleen Deol) রান না পেলেও গুজরাতকে ১৭৮ রান অবধি পৌঁছে দিলো দয়ালন হেমলতা এবং অ্যাশলি গার্ডনারের (Ashleigh Gardner) ব্যাট। দুজনেই পেরোলেন অর্ধশতকের গণ্ডী। হেমলতা ৫৭ এবং গার্ডনার ৬০ রান করেন।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)-সহ তিন উইকেট হারিয়েছিলো ইউ পি ওয়ারিয়র্স। চাপে পড়ে যাওয়া দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তালিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস (Grace Harris)। চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলো গ্রেসের ব্যাট। তিনি ৪১ বলে ৭২ রান করেন। ৫৭ রান করেন তালিয়া’ও। লোয়ার অর্ডারে সোফ একলেস্টোনের ১৩ বলে ১৯ রানের ইনিংসের সৌজন্যে ৩ উইকেটে ম্যাচ জিতে নিলো ইউ পি। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করলো তারা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

গুজরাতের সাথে হারলো বেঙ্গালুরু’ও-

Wpl 2023 match no.17 GGTW VS UPW | image: twitter
Grace Harris and Tahlia McGrath’s fine innings help UPW qualify for the play-off

মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লী ক্যাপিটালস এর আগেই পৌঁছে গিয়েছিলো প্লে-অফে। তৃতীয় দল হিসেবে সেই তালিকায় নাম লেখালো ইউ পি ওয়ারিয়র্স। হাড্ডাহাড্ডি ম্যাচে গুজরাতকে হারিয়ে কাপস্বপ্ন বাঁচিয়ে রাখলেন অ্যালিসা হিলিরা (Alyssa Healy)। জমজমাট খেলায় দুরন্ত ব্যাটিং পারফর্ম্যান্সের জন্য ইউ পি দলকে শুভেচ্ছায় ভরিয়েছে সমাজমাধ্যম। প্রতিযোগিতা শুরুর দিকে গুজরাতের বিরুদ্ধে ২৯ বলে ৫৬* রানের ইনিংস খেলে হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছিলেন গ্রেস হ্যারিস (Grace Harris)। আজও ৭২ রানের চোখধাঁধানো ইনিংস খেলে প্লে-অফ নিশ্চিত করার ব্যাপারে বড় ভূমিকা রাখলেন তিনি। গ্রেস’কে শুভেচ্ছায় ভরিয়েছে ওয়ারিয়র্স সমর্থককূল।

আজকের ম্যাচে হারের সাথে সাথে প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে গেলো গুজরাতের (GGT)। রান-রেটের গেরোয় ফেঁসে পঞ্চম স্থানে থাকলেও ক্ষীণ একটা সম্ভাবনা ছিলো স্নেহ রানাদের। ইউ পি’র জয়ের সাথে সাথেই মিলিয়ে গেলো তা। এবারের মত কাপ জেতার স্বপ্নে এখানেই দাঁড়ি টানতে হচ্ছে তাদের। হরলীন দেওল, অ্যাশলি গার্ডনারদের ভালো পারফর্ম্যান্স  সত্ত্বেও প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন তারা। ৭ ম্যাচ শেষে জায়ান্টসদের (GGT) পয়েন্ট দাঁড়ালো মাত্র ৪। শেষ ম্যাচ জিতলেও ৬ পয়েন্টের বেশী এগোতে পারবে না তারা।

ম্যাচ ছিলো গুজরাত বনাম ইউ পি’র মধ্যে। ওয়ারিয়র্সরা জেতায় গুজরাতের পাশাপাশি হারলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCBW)। তারকাখচিত দল করেও প্লে-অফের আগেই থামতে হলো তাদের। প্রথম পাঁচ ম্যাচে টানা হেরেছিলেন স্মৃতি মন্ধানারা। তারপর দুটি ম্যাচ পরপর জেতায় আশা জন্মেছিলো। কিন্তু নক-আউটে জেতে গেলে ইউ পি’র (UPW) হার অত্যন্ত জরুরী ছিলো তাদের কাছে। সেই স্বপ্ন আর পূরণ হলো না। রসিকতার সুরে ডব্লু পি এল থেকে আরসিবি’কে বিদায় জানিয়েছে নেটজনতা। পুরুষদের আইপিএলে দেড় দশক খেলেও ট্রফির মুখ দেখে নি তারা। মহিলাদের টুর্নামেন্টেও ট্রফিজয় থেকে বেশ দূরে মরসুম শেষ করলো তারা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখুন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *