WPL 2023, MIW vs UPW, ELIMINATOR: নক-আউট যুদ্ধে ইউ পি’র প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স, ফাইনালের রাস্তা পরিষ্কার করতে এই দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামবে ওয়ারিয়র্স’রা !!

WPL 2023: অন্তিম পর্বে এসে পৌঁছেছে উইমেন্স প্রিমিয়ার লীগ। এক মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে নক-আউটে জায়গা করে নিয়েছে তিন দল। লীগ শীর্ষে শেষ করে ইতিমধ্যে রবিবারের ফাইনালে চলে গিয়েছে দিল্লী ক্যাপিটালস। সেই ম্যাচে মেগ ল্যানিং, শেফালী ভার্মাদের প্রতিপক্ষ কারা হবেন তা ঠিক হবে আজ। এলিমিনেটরের ‘ডু অর ডাই’ লড়াইতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউ পি […]