GT vs CSK

IPL 2023: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরসুম। ২০০৮ সালে পথচলা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বয়স পেরিয়ে গিয়েছে পনেরো। এবার ষোলোতে পা দেবে আইপিএল। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI কর্তৃক আয়োজিত আইপিএল গত দেড় দশকে ছুঁয়েছে জনপ্রিয়তার শিখর। প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এর আবেদন। ষোড়শ মরসুম নিয়েও আগ্রহ তুঙ্গে ক্রিকেটজনতার মধ্যে। নির্ঘন্ট এর মধ্যেই প্রকাশ করে দিয়েছে ভারতীয় বোর্ড। ৩১ মার্চ প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT) এবং চেন্নাই সুপার কিংস (CSK)।

গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে পা দিয়েছিলো গুজরাত ফ্র্যাঞ্চাইজি। আর প্রথম মরসুমেই ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে জিতে নিয়েছিলো ট্রফি। গত বছরের সাফল্যের পর এবার’ও টাইটান্সবাহিনীকে নিয়ে রয়েছে চূড়ান্ত আগ্রহ। টানা দ্বিতীয় ট্রফি জিতে মুম্বইয়ের রেকর্ডে ভাগ বসাতে পারবেন শুভমান গিল (Shubman Gill), ডেভিড মিলারা (David Miller)? রয়েছে জিজ্ঞাসা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

২০২২-এর দলের নিউক্লিয়াসটাই ধরে রাখার চেষ্টা করেছে গুজরাত ফ্র্যাঞ্চাইজি। রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ঋদ্ধিমান সাহা-রয়েছেন সকলেই। সাথে নিলাম থেকে দলে নিয়েছে কেন উইলিয়ামসন (Kane Williamson), কে এস ভরত (KS Bharat), মোহিত শর্মাদের মত চেনা মুখদের। এইবার গুজরাতের ট্রফি জয় নিয়ে সন্দিগ্ধ বিশেষজ্ঞ’রা। তা৬দের আলোচনায় উঠে আসছে অন্তত তিনটি কারণ যার ফলে ট্রফি হাতছাড়া হওয়ার সম্ভাবনা গুজরাতের। রইলো সেই তিন কারণের হদিশ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

নিলামে সফল হয় নি গুজরাত টাইটান্স-

Kane Williamson | IPL | image: twitter
Gujarat Titans’ new marquee recruit Kane Williamson has been battling strike rate issues in T20 cricket

গত ২৩ ডিসেম্বর কেরালার অভিজাত হোটেলে আসন্ন আইপিএল ২০২৩-এর জন্য বসেছিলো ‘মিনি’ নিলামের আসর। সেখানে অংশ নিয়েছিলো দশ ফ্র্যাঞ্চাইজিই। মরসুম শুরুর আগে স্কোয়াডের ফাঁকফোকর বুজিয়ে নেওয়ার সুযোগ ছিলো দলগুলোর সামনে। নিলামের টেবিলে বসার আগে রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসনদের (Lockie Ferguson) রিলিজ করে দিয়েছিলো গুজরাত (GT)। কিন্তু বিকল্প হিসেবে সমমানের ক্রিকেটার তাঁরা আদৌ দলে নিতে পেরেছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

২ কোটি টাকার বিনিময়ে টাইটান্সরা দলে নিয়েছে কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। কিন্তু টি-২০ ক্রিকেটে কিউই মহাতারকা সম্ভবত তাঁর জীবনের সেরা সময়টা পিছনে ফেলে এসেছেন। আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতার নজির থাকলেও শেষ কয়েক বছর তাঁর স্ট্রাইক রেট বেশ পড়তির দিকে। অফ ফর্মের কারণেই তাঁকে ছেঁটে ফেলেছিলো সানরাইজার্স (SRH) ফ্র্যাঞ্চাইজি। একই কথা বলা যায় মোহিত শর্মা (Mohit Sharma) সম্পর্কেও। পূর্বে পার্পল ক্যাপ জিতলেও বর্তমানে তিনি নিজের অতীতের ছায়ামাত্র।

তরুণ শিভম মাভি’কে (Shivam Mavi) দলে নিয়েছে গুজরাত। তাঁরও আইপিএলের পূর্ব প্রদর্শন বিশেষ ভালো নয়। দীর্ঘদিন তাঁর ওপর আস্থা রাখলেও শেষমেশ ধৈর্য্যচ্যুতি ঘটায় তাঁকে ছাড়তে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামে বেঠিক পছন্দ এই মরসুমে ভোগাতে পারে টাইটান্স (GT) দলকে।

অতিরিক্ত হার্দিক নির্ভরতা ডোবাতে পারে দলকে-

Hardik Pandya | IPL | image: twitter
Over reliance on Hardik Pandya can cause trouble for Gujarat Titans

গত বছর ব্যাটে বলে চমৎকার খেলেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ১৫ ম্যাচে ৪৪.২৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৮৭ রান। করেছিলেন চারটি অর্ধশতক। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। পাশাপাশি নিয়মিত ৪ ওভার বোলিং করতেও দেখা গিয়েছিলো তাঁকে। ৮ উইকেট পেয়েছিলেন। ইকোনমি রেট ছিলো ৭.২৮। পাওয়ার প্লে ও ডেথ ওভারে হার্দিকের (Hardik Pandya) বোলিং গুজরাতকে (GT) অনেকখানি এগিয়ে দিয়েছিলো।

তবে প্রতিবার হার্দিক যে নিয়মিত ম্যাচ উইনিং পারফর্ম্যান্স করবেরন, তেমনটা নো হতে পারে। তাঁর বিকল্প যিনি হতে পারতেন সেই বিজয় শঙ্কর (Vijay Shankar) একেবারেই ফর্মে নেই। গত মরউমে শুরুর কয়েকটা ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হলেও শেষমেশ ছেঁটে ফেলতে বাধ্য হয়েছিলো গুজরাত (GT) টিম ম্যানেজমেন্ট। ৪ ম্যাচে ৪.৭৫ ব্যাটিং গড়ে মাত্র ১৯ রান করেছিলে তিনি। সাথে বল হাতে ঝুলি শূন্য ছিলো তাঁর।

হার্দিকের (Hardik Pandya) কোনো বিকল্প না থাকা গুজরাত দলকে চাপে ফেলবে। এই বছর রয়েছে একদিনের বিশ্বকাপ। ওয়ার্কলোড ম্যানেজের জন্য অধিনায়ককে যদি কিছু ম্যাচে বিশ্রাম দিতে হয় তাহলে বিশ বাঁও জলে পড়ার সম্ভাবনা টাইটানদের।

মহাতারকাদের ইগোর লড়াই GT দলে আনতে পারে বিভাজন-

Nehra and Pandya | IPL | image: twitter
Egos clashing can create rifts in the GT dressing room

তারকাখচিত দল রয়েছে গুজরাতের (GT)। একদিকে যেমন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রয়েছেন, তেমনই রয়েছেন আইসিসি’র মতে গত দশকের সেরা টি-২০ ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)। এইবার তাঁদের সাথে যুক্ত হয়েছেন কিউই তারকা কেন উইলিয়ামসন (Kane Williamson)। মহাতারকাদের ভীড়ে মতবাদের ঠোকাঠুকি লাগার সম্ভাবনা রয়েছে প্রবল। এর আগেও বিভিন্ন খেলায় দেখা গিয়েছে তারকাখচিত ড্রেসিংরুমের অশান্তি মাঠে দলের খেলায় প্রভাব ফেলেছে।

কোচ আশিষ নেহরা এবং মেন্টর গ্যারি কার্স্টেন যদি সাজঘরের পরিবেশ হালকা রাখতে না পারেন তাহলে তা বিপদে পড়বে গুজরাত দলই।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *