এবারের আইপিএল এ আমরা যেমন বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের উত্তরণ দেখেছি, সেরকমই চোখে পড়েছে একাধিক ফ্লপও। কিন্তু তারই মাঝে এবারের আইপিএল এ একাধিক বিদেশীরা রয়েছেন, যারা এই বড় লিগে এসে নিজেদের জাত চিনিয়ে দিয়েছেন এই বছর। আর এই বিদেশীদের নিয়েই তৈরি করা হল সেরা একাদশ। দেখে নেওয়া যাক। ১. কুইন্টন ডি কক এবারের আইপিএল এ […]