WTC ফাইনালের আগে চিন্তায় টিম ইন্ডিয়া, চোখে আঘাত পেয়ে অনিশ্চিত ঈশান কিষণ !! 1

আইপিএলের বাকি আর মাত্র এক ম্যাচ। তারপরেই টি-২০’র ঝাঁ চকচকে দুনিয়া ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বৃত্তে ফিরতে হবে ভারতীয় ক্রিকেটারদের। জুন মাসের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। লাল বলের লড়াইতে বিশ্বজয়ের জন্য ভারতকে পেরোতে হবে অস্ট্রেলিয়ার বাধা। ২০১৯ থেকে ২০২১-এর সাইকেলে দাপটের সাথে ফাইনালে জায়গা করে নিলেও বিরাট কোহলির ভারতীয় দল শেষ বাধাটুকু টপকাতে পারে নি। সাউদাম্পটনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছিলো নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার সেই একই ভুল কোনো মতেই করতে রাজী নন ভারতীয় ক্রিকেটাররা। ওভালে ম্যাচ জিতে তেরঙা পতাকা ওড়ানোই একমাত্র লক্ষ্য রোহিত শর্মাদের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এক ঝাঁক ক্রিকেটার পৌঁছেও গিয়েছেন ইংল্যান্ডে।

বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরদের মত ক্রিকেটাররা অনুশীলন সারছেন ইংল্যান্ডে। তাঁদের দল আইপিএলের প্লে-অফ পর্বের যোগ্যতা না পাওয়ায় আগেভাগেই দেশ ছেড়েছেন তাঁরা। আগামী রবিবারের ফাইনালের পর ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রোহিত শর্মা, শুভমান গিল, মহম্মদ শামিদের। অজিদের বিপক্ষে ফাইনালে নামার আগে টিম ইন্ডিয়ার প্রধান সমস্যা দলের চোট-আঘাত। সমস্যা। চোটের কারণে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ওভালে তাঁকে পাচ্ছে না ভারতীয় দল। এছাড়াও পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই তিনিও। ভারতের সমস্যা বাড়িয়েছে ঋষভ পন্থের না থাকা। সড়ক দুর্ঘটনায় আহত ঋষভের (Rishabh Pant) পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করতে হয়েছে। আইপিএলে আহত হয়ে নেই কে এল রাহুল’ও (KL Rahul)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগে খেলতে গিয়ে এবার আহত হলেন ঈশান কিষণও (Ishan Kishan)। তাঁর ইংল্যান্ড যাওয়াও এখন প্রশ্নের মুখে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দল বাছতে হিমশিম ভারতীয় বোর্ড-

Team India | WTC final | image: twitter
Some members of Team India have already started practice in England ahead of the WTC final

বুমরাহ (Jasprit Bumrah), শ্রেয়স (Shreyas Iyer), ঋষভ পন্থের (Rishabh Pant) মত তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের না থাকা এমনিতেই চ্যালেঞ্জ বাড়িয়েছিলো ভারতীয় বোর্ডের সামনে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কে এল রাহুলের চোট আরও সমস্যায় ফেলে তাদের। একবার ১৫ সদস্যের দল ঘোষণা করেও ফের বদলাতে হয় তা। ইংল্যান্ডে যে দল পাঠাচ্ছে ‘টিম ইন্ডিয়া’ তাতে তারুণ্যের সাথে দেখা যাচ্ছে অভিজ্ঞতার মিশ্রণ। ওপেনিং-এ অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ওপেনিং-এ সম্ভবত দেখা যাবে তরুণ শুভমান গিলকে (Shubman Gill)। কোহলি (Virat Kohli), পূজারাদের মত তারকাদের পাশাপাশি ১৭ মাস পরে ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্কা রাহানেও। রঞ্জি ট্রফিতে এই মরসুমে বেশ ভালো পারফর্ম্যান্স ছিলো রাহানের (Ajinkya Rahane)। করেছিলেন দ্বিশতকও। পাশপাশি আইপিএলেও এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত খেলছেন রাহানে, যা তাঁর দলে ফেরার পথকে সুগম করেছে। শ্রেয়স না থাকায় পাঁচ নম্বরে খেলতে পারতেন কে এল রাহুল। কিন্তু তিনিও চোট পাওয়ায় প্রথম এগারোয় রাহানের (Ajinkya Rahane) থাকা প্রায় নিশ্চিত।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

উইকেটকিপিং নিয়ে চিন্তা রয়েছে ভারতের। ঋষভ পন্থের (Rishabh Pant) অবর্তমানে কে এস ভরতকে (KS Bharat) স্টাম্পের পিছনে প্রথম পছন্দ হিসেবে খেলাচ্ছে ভারতীয় দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে সুযোগ পেয়েও তিনি আহামরি কিছু পারফর্ম্যান্স করতে পারেন নি। ব্যাট হাতে বেশ সাধারণ দেখিয়েছে তাঁকে। পাশাপাশি একাধিকবার গুরুত্বপূর্ণ ক্যাচও হাতছাড়া করেছেন তিনি। ইংল্যান্ডের স্যুইংসমৃদ্ধ পরিবেশে কি করে তিনি মানিয়ে নেবেন সে দিকে নজর থাকবে। এছাড়া প্রাথমিকভাবে কে এল রাহুলকে (KL Rahul) দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেভে ভাবা হচ্ছিলো। কিন্তু তিনি চোট পাওয়ায় পরে বাধ্য হয়েই দলে সামিল করা হয় ঈশান কিষণকে (Ishan Kishan)।

ঈশানের WTC ফাইনাল খেলা নিয়ে রয়েছে সংশয়-

Ishan Kishan | WTC fianl | image: Twitter
Ishan Kishan had to leave the field after Chris Jordan’s elbow caught him in his eye

কেবল কে এল রাহুল নন, আইপিএলের আঙিনায় চোট পেয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার। জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), শার্দূল ঠাকুরদের (Shardul Thakur) আঘাত সেরে যাওয়ায় তাঁরা বর্তমানে রয়েছেন ইংল্যান্ডে। হাঁটুতে আঘাত পেয়েছিলেন বিরাট কোহলিও (Virat Kohli)। তবে গুরুতর হয় নি তা। ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন তিনিও। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগে ঈশানের চোখের চোট ভাবাচ্ছে বিসিসিআই’কে। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (MI)  মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্সের (GT)। মুম্বই জার্সিতে ফিল্ডিং করার সময় সতীর্থ ক্রিস জর্ডানের (Chris Jordan) কনুই লাগে ঈশানের চোখে। আহত ঈশানকে দেখতে মাঠে আসতে হয় ফিজিওকে। আর উইকেটকিপিং করতে পারেন নি তিনি। ব্যাটিং করতেও দেখা যায় নি তাঁকে। ঈশানের (Ishan Kishan) জায়গায় কনকাশন সাবস্টিটিউট হিসেবে ওপেন করেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের অনুপস্থিতি ভোগায় মুম্বইকে। তারা ম্যাচ হারে ৬২ রানে।

ম্যাচ শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের হাত মেলাতে মাঠে নেমেছিলেন ঈশান (Ishan Kishan)। তখনই সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় একঝলকের জন্য ধরা পড়ে ঈশানের আহত চোখটির ছবি। দেখা যায় রক্ত জমে রয়েছে চোখের চারপাশে। এমতাবস্থায় তিনি দিনকয়েকের মধ্যে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দুরন্ত উইকেটকিপিং করেও এর আগে বয়সের দোহাই দিয়ে ভারতীয় দলে জায়গা দেওয়া হয় নি ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। বদলে রাহুলের বদলি হিসেবে ঈশানকেই দলে নিয়েছিলেন নির্বাচকেরা। জর্ডানের কনুইয়ের আঘাতে ঈশান ছিটকে গেলে অবশেষে ঋদ্ধির দিকে দেখবেন নির্বাচকেরা? উত্তরের অপেক্ষায় সকলে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ঈশানের চোটের বর্তমান অবস্থা-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *