ire-vs-ind-t20-2-rinku-singh-wins-potm

IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ভারত জিতলেও খেলা শেষ করা যায় নি গত শুক্রবার। মুষলধারে বৃষ্টির কারণে মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিলো দুই দলকে। ডাকওয়ার্থ ল্যুইস পদ্ধতিতে ২ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। আজ ম্যালাহাইডের মাঠে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায় নি। সম্পূর্ণ ৪০ ওভারই চললো ব্যাট ও বলের লড়াই। দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে সিরিজ জিতে নিলো জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) দল। দিনকয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে টি-২০ সিরিজ খুইয়ে বেশ চাপে পড়েছিলো টিম ইন্ডিয়া। সেই অতল গহ্বর থেকে বেরিয়ে আসতে সাহায্য করলো আইরিশ সফরে এই জয়।

আজ টস জেতে আয়ারল্যান্ড। ভারতকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক পল স্টার্লিং (Paul Sterling)। ব্যাট হাতে শুরুটা ভালো হলে আচমকাই পরপর যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং তিলক বর্মাকে (Tilak Varma) হারিয়ে খানিক চাপে পড়েছিলো টিম ইন্ডিয়া। সেখান থেকে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ৭১ রানের জুটি স্থিরতা দেয় ভারতীয় ইনিংসকে। ঋতুরাজ ৫৮ এবং সঞ্জু ৪০ রান করেন। এরপর আসরে অবতীর্ণ হন রিঙ্কু সিং (Rinku Singh)। বহুদিন ধরেই তরুণ মিডল অর্ডার ব্যাটারকে জাতীয় দলে খেলানোর দাবী উঠছিলো। আগের দিন অভিষেক হলেও ব্যাটিং-এর সুযোগ আসে নি। আজ জাত চেনালেন তিনি। ২টি চার এবং ৩ ছক্কার সাহায্যে করেন ৩৮ রান। বুমরাহ-কৃষ্ণা-বিষ্ণোইদের দুর্দান্ত বোলিং-এ ভারত ৩৩ রানে ম্যাচ জিতলেও ঝোড়ো ক্যামিও’র কারণে রিঙ্কুকেই বেছে নেওয়া হলো ম্যাচের সেরা হিসেবে।

Read More: IRE vs IND: দ্বিতীয় ম্যাচেও ঝলমলে ভারতের ‘তরুণ ব্রিগেড’, আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া !!

‘মাঠে মাথা ঠান্ডা রেখেছিলাম’ জানাচ্ছেন রিঙ্কু-

Rinku Singh | IRE vs IND | Image: Twitter
Rinku Singh | IRE vs IND | Image: Twitter

আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান। স্ট্রাইক রেট প্রায় দেড়শ। ব্যাটিং গড় ৬০ ছুঁইছুঁই। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো। শেষ কয়েকটা মাসে দেশের ক্রিকেট জনতা নয়নের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। । বাঁ-হাতি ব্যাটারকে ‘ফিনিশার’ হিসেবে মহেন্দ্র সিং ধোনি বা যুবরাজ সিং-এর উত্তরসূরি বলেও মনে করছেন অনেকেই। আইপিএলের পর থেকে জাতীয় দলে রিঙ্কুকে চেয়ে দরবার করছিলেন সমর্থকেরা। অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IRE vs IND) শিকে ছিঁড়েছে তাঁর। আগের দিন অভিষেক হলেও ব্যাট হাতে নামার সুযোগ হয় নি। আজ দ্বিতীয় টি-২০তে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে পা রাখলেন আলিগড়ের তরুণ। বুখিয়ে দিলেন লম্বা রেসের ঘোড়া হতে তৈরি তিনি।

ইনিংসের শুরুতে খানিক সাবধানী ছিলেন। এরপর যত খেলা গড়িয়েছে ততই চেনা ছন্দে দেখা গিয়েছে রিঙ্কুকে (Rinku Singh)। । ম্যাচের সেরা হয়ে রিঙ্কু জানালেন, “আমার খুব ভালো লাগছে। আইপিএলে যা করি, সেটাই এখানেও করতে চেয়েছিলাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম, মাথা ঠান্ডা রাখার প্রয়াস করছিলাম।” সঞ্চালকের প্রশ্নের উত্তরে হেসে বলেন, “হ্যাঁ আমি অধিনায়কের কথা মেনে চলি।” রিঙ্কুর পাশে দোভাষী হিসেবে ছিলেন অধিনায়ক বুমরাহ (Jasprit Bumrah), হেসে ফেলেন তিনিও। এরপর রিঙ্কুর (Rinku Singh)। বয়ানে উঠে এসেছে জীবনসংগ্রামের কথা। বলেন, “দশ বছর ধরে ক্রিকেট খেলছি। বহু কষ্ট করেছি। পরিশ্রম করেছি। তার ফলাফল এই সাফল্য। এটা আমার দ্বিতীয় ম্যাচ। প্রথমবার ব্যাটিং-এর সুযোগ পেলাম। ম্যাচের সেরা হয়ে আমি তৃপ্ত।”

Also Read: IND vs IRE: “এই দুর্ধর্ষ ফর্মটাই ধরে….”, টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়াকে নিয়ে উদ্বেল টুইটার !!

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *