IPL 2023: “প্রথম বলের পরেই বুঝে গিয়েছিলাম…” কলকাতার বিরুদ্ধে ম্যাচ খুইয়ে বড় তথ্য সামনে আনলেন MS ধোনি !! 1

IPL 2023: এক দলের কাছে ছিলো প্লে-অফের দরজা খুলে ফেলার সুযোগ, অন্য দলের কাছে প্রতিযোগিতাতে টিকে থাকার লড়াই। চেন্নাই বনাম কলকাতা যুদ্ধে শেষমেশ অস্তিত্বরক্ষা করতে সক্ষম হলো কলকাতাই। বাইশ গজের দ্বৈরথে আজ চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ পকেটে পুরে ফেললো নীতিশ রানার দল। ১৫ পয়েন্টেই আটকে রইলো চেন্নাই। গুজরাতকে পিছনে ফেলে আজ লীগ তালিকার শীর্ষে জায়গা করে নেওয়া হলো না তাদের। সুযোগ হলো না প্লে-অফের যোগ্যতা আজই অর্জন করে নেওয়ার। পক্ষান্তরে ৬ উইকেটে ম্যাচ জিতে ১২ পয়েন্টে পৌঁছালো কলকাতা। বাকি দুই ম্যাচ থেকে পুরো পয়েন্ট আদায় করার লক্ষ্য নিয়েই এবার এগোতে চাইবে নাইট বাহিনী।

টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই অধিনায়ক জানান পিচ সময়ের সাথে সাথে মন্থর হওয়ার সম্ভাবনা। যার ফলে প্রথমে ব্যাটিং শ্রেয় এখানে। তবে প্রথম ইনিংসেও বিস্তর কাঠখড় পোড়াতে হলো চেন্নাইকে। বিশেষ করে নাইট রাইডার্স স্পিনারদের খেলতে সমস্যায় পড়লেন ঋতুরাজ, ডেভন কনওয়েরা। আজ জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী। অনেকদিন পর চেনা ছন্দে বল করতে দেখা গেলো সুনীল নারাইনকে। ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি। সুপার কিংস জার্সিতে রুখে দাঁড়াতে দেখা গেলো কেবল শিবম দুবেকে। দীর্ঘদেহী অলরাউন্ডার ৩৪ বলে ৪৮* রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আজ। ধোনির ব্যাট থেকে আসে ৩ বলে ২* রান। ২০ ওভারে ১৪৪ রানের বেশী এগোতে পারে নি চেন্নাই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জবাবে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্র ও দীপক চাহারের স্যুইং-এর জোড়া ধাক্কায় একসময় ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিলো চেন্নাই। সাজঘরে ফিরে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ, জেসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ার। তারপর রিঙ্কু সিং এবং নীতিশ রানা ব্যাট হাতে কলকাতাকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। এগিয়ে যান জয়ের লক্ষ্যে। ৯৯ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে। ৫৪ রান করে রিঙ্কু রান-আউট হলেও শেষ অবধি টিকে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন নীতিশ রানা। তিনি করেন ৫৭ রান। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নেয় কলকাতা। ম্যাচ খুইয়ে নিজেদের দোষত্রুটিই তুলে ধরলেন মহেন্দ্র সিং ধোনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

‘১৮০ প্রয়োজন ছিলো’ আক্ষেপ ধোনির-

CSK vs KKR | IPL 2023 | image: twitter
Nitish Rana and Rinku Singh’s partnership thwarted CSK’s chance of qualifying for the IPL play-offs on Sunday

প্লে-অফ নিশ্চিত করতে আর একটা মাত্র জয়ের প্রয়োজন ছিলো চেন্নাই সুপার কিংসের। কলকাতার বিরুদ্ধে জিতেই সেই পর্ব সম্পন্ন করার প্রচেষ্টায় ছিলো চেন্নাই। কিন্তু সাফল্য এলো না আজ। ৬ উইকেটে হারের পর চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানালেন পরিকল্পনায় কিছু গলদ রয়ে গিয়েছিলো তাঁদের। নিজেদের দোষ অকপটে স্বীকার করে ধোনি বলেন, “দ্বিতীয় ইনিংসের প্রথম বলটা যখন করলাম, ঠিক সেই মুহূর্তেই আমরা বুঝেছিলাম জিততে গেলে এখানে ১৮০ দরকার। কিন্তু এই পিচে ১৮০ তোলা আমাদের পক্ষে সম্ভব ছিলো না।”

ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা বজায় রাখা কঠিন করে তুলেছিলো প্রকৃতি। এমনটাই মনে করছেন ধোনি। বলেন, “দ্বিতীয় ইনিংসে শিশির বড় তফাৎ গড়ে দিলো।” বোলারদের পারফর্ম্যান্স নিয়ে হতাশ নন ধোনি। জানালেন, “সত্যি বলতে বোলারদের বিরুদ্ধে অভিযোগ করার কোনো জায়গা নেই। পরিস্থিতিই এই ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিয়েছে।”

ক্রিকেটদুনিয়ার রেডার থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন অলরাউন্ডার শিবম দুবে। তাঁর কেরিয়ারকে একপ্রকার পুনর্জন্ম দিয়েছে চেন্নাই সুপার কিংস। আজ ম্যাচের শেষে দুবের প্রশংসায় পঞ্চমুখ ধোনি। বলেন, “শিবম (দুবে) যা যা করছে তাতে আমি খুবই খুশি। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ও এখনও সন্তুষ্ট নয়, এখনও উন্নতি করার সুযোগ রয়েছে।” কলকাতা ইনিংসের শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে চেন্নাইকে চালকের আসনে বসিয়েছিলেন দীপক চাহার। তাঁকেও প্রশংসায় ভরিয়েছেন অধিনায়ক। জানান, “চাহার বল স্যুইং করাতে পারে। জানে কি ফিল্ডিং দরকার। সেই অনুযায়ী বোলিং করে।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *