IPL 2023: MS ধোনির ছোঁয়ায় নিজেকে ফিরে পেলেন এই ক্রিকেটার, শীঘ্রই এন্ট্রি হবে ভারতীয় দলে !!

IPL 2023: দশম ফাইনাল, পঞ্চম খেতাব জয়-২০২৩ এর আইপিএলে নয়া রূপকথা লিখলো চেন্নাই সুপার কিংস। গত মরসুমে পারফর্ম্যান্স ভালো ছিলো না তাদের। দশ দলের প্রতিযোগিতায় তারা শেষ করেছিলো নবম স্থানে। কিন্তু চলতি বছরে পারফর্ম্যান্সের ভোলবদল দেখা গেলো সুপার কিংসদের। হার দিয়েই শুরুটা করেছিলো তারা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে পরাজিত হয়েছিলো মহেন্দ্র সিং ধোনির (MS […]