ipl-fans-troll-hardik-during-dc-v-mi

IPL 2024: আইপিএলে (IPL) আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দিল্লী ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। মরসুমের শুরুটা ভালো না হলেও গত কয়েকটি ম্যাচে ঘুরে দাঁড়ানর আভাস দিয়েছে দিল্লী ক্যাপিটালস। আজ জিতলে পঞ্চম জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফের দৌড়ে ভালো ভাবে জায়গা করে নিতে পারবেন ঋষভ পন্থরা। অন্যদিকে পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের সামনে আজ অস্তিত্ব রক্ষার ম্যাচ। হারলে বেঙ্গালুরুর মত টুর্নামেন্ট থেকে প্রায় ছুটি হয়ে যাবে। তা রুখতে বদ্ধপরিকর পাঁচ বারের চ্যাম্পিয়নরাও।

Read More: Video: আচমকাই DC দল থেকে বাদ পৃথ্বী শ, মাঠের মধ্যেই কোচের সঙ্গে জড়ালেন তর্কে !!

দিল্লীর উষ্ণ দুপুরে এখনও অবধি ম্যাচ যতদূর এগিয়েছে তাতে এগিয়ে অবশ্য হোম টিমই। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন হার্দিক। অজি তরুণ ম্যাকগার্কের ঝড়ে খড়কুটোর মত উড়ে গেলো মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং। প্রথম ওভারে লুক উডের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন হার্দিক। ম্যাকগার্ক তুলে নেন ১৯ রান। ক্রিকেট নয় বরং ২১ বর্ষীয় তরুণের খেলায় বেসবলের ছায়া দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বদলি ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন দিল্লী ক্যাপিটালসে। ব্যাট হাতে এখন অপরিহার্য্য হয়ে উঠেছেন তিনি।

ম্যাকগার্ক ঝড় থেকে রক্ষা পান নি জসপ্রীত বুমরাহ’ও। তাঁর বিরুদ্ধেও ১৮ তুলে নেন তরুণ ওপেনার। শেষমেশ নিজেই বোলিং করতে আসেন হার্দিক। হতাশ করলেন তিনিও। ২০ রান খরচ করে বসেন তিনি। ফিল্ডিং চেঞ্জ থেকে স্ট্র্যাটেজি বদল, আজকের ম্যাচে হার্দিকের যাবতীয় পদক্ষেপে খুঁত খুঁজে পেয়েছেন ক্রিকেটজনতা। দ্বিতীয় ওভারে ফিরে আসেন যখন, তখন তাঁর উপর চড়াও হন অভিষেক পোড়েল। হতাশ মুম্বই সমর্থকেরা এক্স-প্ল্যাটফর্মে লিখেছেন, ‘অধিনায়ক একটা ম্যাচেও পারফর্ম করেন না, এমন বড় একটা চোখে পড়ে না’, ‘একে নিয়ে টি-২০ বিশ্বকাপে যাওয়ার ভুল যেন ভারত না করে।’ ‘অনেক হয়েছে, আগামী বছরের আগেই যেন সরিয়ে দেওয়া হয়’ হাল ছেড়ে দিয়েছেন এক নেটিজেন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: “এর থেকে বড় কলঙ্ক…”, পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের, ক্ষুব্ধ হল নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *