IPL 2023: ফাইনালের টিকিট নিয়ে অব্যবস্থা, গুজরাত-মুম্বই মহারণের আগে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী নরেন্দ্র মোদী স্টেডিয়াম !! 1

IPL 2023: আইপিএলের আজ নবমী নিশি। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে কোয়ালিফায়ার দুই খেলতে হচ্ছে গুজরাতকে। অন্যদিকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে গুঁড়িয়ে দিয়ে আহমেদাবাদের টিকিট নিশ্চিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরসুমে দুইবার একে অন্যের বিরুদ্ধে মাঠে নেমেছে দুই দল। সম্মুখসময়ে ফলাফল ১-১। আজকের মরণবাঁচন দ্বৈরথে জিতলে সপ্তমবার ফাইনালে পা দেবে মুম্বই। ষষ্ঠ খেতাব থেকে দাঁড়াবে মাত্র এক ধাপ দূরে। আর অন্যদিকে মুম্বইকে হারিয়ে টানা দ্বিতীয় ট্রফির লক্ষ্যে একধাপ এগোনোর স্বপ্নে বিভোর গুজরাত টাইটান্সও।

আইপিএলের ষোড়শ মরসুমের প্লে-অফ পর্বের প্রথম দুই ম্যাচ হয়েছে চেন্নাইতে। বাকি দুটি ম্যাচ আয়োজন করার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের সবচেয়ে বড় দুটি ম্যাচ আয়োজনের জন্য বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামকেই বেছে নিয়েছে টুর্নামেন্টের আয়োজক সংস্থা বিসিসিআই। মোট ১ লাখ ৩২ হাজার লোক বসতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গুজরাত বনাম মুম্বই হাইভোল্টেজ দ্বৈরথ নিয়ে আগ্রহও রয়েছে ভালো। ফলে টিকিটের চাহিদা তুঙ্গে। স্টেডিয়ামে তিলধারণের জায়গা থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেডিয়ামের আশেপাশে একটা টিকিটের আশায় ঘুরতে দেখা যাচ্ছে অনেককেই। টিকিট বিলি করার জন্য নির্ধারিত কাউন্টার করা হলেও সমর্থকদের উন্মাদনার কাছে যথেষ্ঠ বলে মনে হচ্ছে না তা। এমতাবস্থায় বিশৃঙ্খল পরিস্থিত সৃষ্টি হয়েছে আহমেদাবাদে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দেখা নেই পুলিশের,চরম অব্যবস্থা টিকিটের লাইনে-

narendra Modi sTAdium | IPL 2023 | image Twitter
Chaos at the Narendra Modi Stadium as fans vie for IPL 2023 Qualifier 2 and final tickets

শুক্রবার এবং রবিবার আয়োজিত হবে আইপিএলের বাকি দুটি ম্যাচ। শুক্রবার সন্ধ্যেবেলা দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। দুটি ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছিলো দিনকয়েক আগে থেকেই। মুহূর্তে নিঃশেষিত হয় তা। টিকিট অনলাইনে কাটলেও তা হাতে পেতে স্টেডিয়ামের কাউন্টারই ভরসা। সেখানেই ক্রয়ের প্রমাণ দেখিয়ে সংগ্রহ করতে হচ্ছে প্রবেশপত্র। তা সংগ্রহ করতে সকাল থেকে ভীড় জমিয়েছেন ক্রিকেট উৎসাহী জনতা। ভীড় থাকলেও নেই ভীর সামলানোর ব্যবস্থা। ফলে তৈরি হলো বিশৃঙ্খল পরিস্থিতি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে যে টিকিট সংগ্রহ করতে এসে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন ক্রিকেট ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট পুলিশকর্মীও চোখে পড়ে নি ভিডিওতে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে লেখা, “আইপিএল টিকিট কি জীবনের চেয়ে বেশী দামী?” চরম বিশৃঙ্খলার মধ্যেই চলছে টিকিট বিলির প্রক্রিয়া। ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ড বা গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের গোটা বিষয়টি নিয়ে আরও সতর্ক হওয়া উচিৎ ছিলো বলেই মনে করছেন অনেকে। ভীড়ের চাপে অনেকে অসুস্থ বা পদপিষ্ট হতে পারে এমন চলতে থাকলে, আশঙ্কা নেটজনতার একাংশের।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

https://twitter.com/Cricadd247/status/1662007812657123330?s=20

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *