IPL 2023: “শ্বশুর-জামাইয়ের আড্ডা…” শুভমানের সাথে দীর্ঘ আলোচনায় শচীন, মস্করা নেটমাধ্যমের !!

IPL 2023: শীর্ষে থেকেই লীগ পর্ব শেষ করেছিলো গুজরাত টাইটান্স। প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছিলো প্লে-অফে। কিন্তু চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে খানিক বিপাকে পড়েছিলো তারা। টানা দ্বিতীয় মরসুমে ফাইনাল খেলার স্বপ্নের সামনে উঠে গিয়েছিলো প্রশ্নচিহ্ন। সরাসরি ফাইনালে যেতে না পারায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হলো হার্দিক পান্ডিয়ার দলকে। এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে […]