সময়টা ২০০৮ সাল। বিশ্ব ক্রিকেটের আঙিনায় সবেমাত্র পা দিয়েছে টোয়েন্টি-টোয়েন্টি। টেস্ট, একদিনের ম্যাচের পরিসর পেরিয়ে নয়া প্রজন্মের জন্য ২০ ওভারের নয়া ফর্ম্যাট। তিন-সাড়ে তিন ঘন্টার মধ্যে জানা যাবে জয়-পরাজয়ের হিসাব। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-২০ বিশ্বকাপ যখন ভারত জেতে তখন ক্রিকেটের সনাতন ধারায় অভ্যস্ত অনেকে তখন বাঁকা চোখে তাকিয়েছিলো এই নয়া ফর্ম্যাটের দিকে। বেশীদিন স্থায়ী হবে না কুড়ি ওভারের ক্রিকেট। এমনটাই জানিয়েছিলেন অনেকে। কিন্তু উলটোপথে হাঁটার সাহস দেখিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের তত্ত্বাবধানেই পথচলা শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা IPL।
যত সময় এগিয়েছে BCCI-এর সিদ্ধান্ত যে কতটা সঠিক তা প্রমাণিত হয়েছে। আজ বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তম ফর্ম্যাট বলতে সাধারণ ক্রিকেটপ্রেমী কুড়ি-বিশের খেলাকেই বোঝে। আর এই কুড়ি-বিশের খেলাকে কোটি মানুষের হৃদয়ে গেঁথে দিতে আইপিএলের কৃতিত্ব’ও বিনা দ্বিধায় মেনে নেন বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞ’রা। খেলাকে বিনোদন,গ্ল্যামারের রাঙতায় মুড়ে জনগণের ড্রয়িংরুমে পৌঁছে দিতে সফল আইপিল। সফল বিসিসিআই। ভারতের লীগের দেখানো পথেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান্, বাংলাদেশের মত ক্রিকেটখেলিয়া দেশে চালু হয়েছে বিগ ব্যাশ, ভাইটালিটি ব্লাস্ট, পিএসএল বা বিপিএলের মত টুর্নামেন্ট। উঠে এসেছেন একের পর এক নয়া প্রতিভা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
২০০৮ সালে যে শিশু ভূমিষ্ঠ হয়েছিলো, ২০২৩-এ এসে সেই আইপিএলের বয়স ছুঁয়েছে পনেরো। গত পনেরোটি বছরে নানা ওঠা-নামা, ঘাত-প্রতিঘাতের সাক্ষী থেকেছে আইপিএল। চলার পথে যেমন তৈরি হয়েছে বহু নয়া নজির, তেমনই জন্ম হয়েছে বিবিধ বিতর্কের। ভালো-মন্দয় মেশানো সেই যাত্রাপথের কিছু মুহূর্তের খোঁজ রইলো এই প্রতিবেদনে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বহু ক্রিকেটারকে তারকা বানিয়েছে IPL-

গত দেড় দশকের পথ চলায় ভারত তথা বিশ্ব ক্রিকেটকে একের পর এক তারকা উপহার দিয়েছে আইপিএল। প্রথম মরসুমে রাজস্থান রয়্যালস জার্সিতে জাত চিনিয়েছিলেন দুই তরুণ। তাঁদের নাম-রবীন্দ্র জাদেজা এবং ইউসুফ পাঠান। পরবর্তী কালে ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে খ্যাতির শিখরে পৌঁছেছেন দুজনেই। পাঠান বর্তমানে খেলাকে বিদায় জানালেও পনেরো বছর পরেও স্বমহিমায় ব্রাজমান জাদেজা। আসন্ন বিশ্বকাপে ভারতের পক্ষে ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন তিনি। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কেবল জাদেজা বা ইউসুফ পাঠান নয়, বিরাট কোহলি, রোহিত শর্মাদের তারকা হয়ে ওঠার পিছনেও বড় হাত রয়েছে আইপিএলের। ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে তাঁদের সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের প্রতিষ্ঠা পেতে অনেক সাহায্য করেছে। হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ-আইপিএল খেলে রাতারাতি তারকা বনে যাওয়া ক্রিকেটারদের নামের তালিকা ফুরোতে চাইবে না সহজে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে সাজঘর ভাগাভাগি করে নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ক্রিকেটকে আলাদা স্তরে উন্নিত করেছেন সূর্যকুমার যাদব, ঈশান কিষণ’রাও।
আইপিএল যেমন অনামী খেলোয়াড়কে রাতারাতি তারকা বানিয়েছে তেমন তারকাদের করে তুলেছে কাছের মানুষ। ভৌগলিক ব্যবধান ঘুচিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সুনীল নারাইন হয়ে উঠেছেন কলকাতার আপনজন। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের দ্বিতীয় ঘর হয়ে উঠেছে বেঙ্গালুরু।
IPL-এ দেখা গিয়েছে অর্থের বৃষ্টি-

আধুনিক দুনিয়ায় যে কোনো খেলার প্রসারের জন্য প্রয়োজন অর্থের। আইপিএলের সুবাদে ক্রিকেটের পরিসরে অর্থের যোগান বেড়েছে অনেকখানি। যা ক্রিকেটকে জনমানসে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা নিয়েছে। খেতাব জিততে কোটি কোটি টাকা খরচ করতেও যে পিছপা হবেন না ফ্র্যাঞ্চাইজি মালিকেরা তা ফের একবার বোঝা গেলো গত ২৩ ডিসেম্বরের ‘মিনি নিলামে।’
কেরালার কোচিতে বসেছিলো মিনি নিলামের আসর। আসন্ন মরসুমের জন্য খেলোয়াড় বেছে নিতে বসে রীতিমত অর্থের বৃষ্টি করতে দেখা গেলো ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ভেঙে গেলো পূর্বের সকল রেকর্ড। নিলামে ১৮.৫ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস দলে যোগ দিলেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran)। আরেক তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিতে ১৭ কোটি ২৫ লাখ খরচ করলো মুম্বই ইন্ডিয়ান্স। বড় দাম পেয়েছেন বেন স্টোকস (Ben Stokes), নিকোলাস পুরানও। স্টোকসকে ১৬ কোটি ২৫ লাখের বিনময়ে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবং ১৬ কোটির বিনিময়ে পুরানের (Nicholas Pooran) গন্তব্য লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।
সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছিলেন ধোনি-

গত পনেরো বছরে কতটা বদলেছে আইপিএলের দুনিয়া? তুল্যমূল্য বিচার চলেই আসে প্রায়ই। প্রথম নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বছর ছাব্বিশের ধোনিকে দলে নিতে ৬ কোটি টাকা খরচ করেছিলো চেন্নাই সুপার কিংস। এখনও চেন্নাইতেই রয়েছেন ধোনি। ছয় নয়, বরং এখন মরসুমে ১২ কোটি টাকা পান তিনি। বর্তমানে তাঁর বয়স ৪১। এটাই সম্ভবত তাঁর শেষ আইপিএল হতে চলেছে।
পনেরো বছর আগে যেখানে ৬ কোটি টাকা সর্বোচ্চ মূল্য ছিলো তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫ কোটিতে।.২০২৩-এর নিলামে এই মূল্য পেয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান (Sam Curran)। টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে কারানের প্রাইস ট্যাগের ওপর প্রভাব ফেলেছে। খেলোয়াড়দের দর বৃদ্ধি সামগ্রীকভাবে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির দিকেই ইঙ্গিত করে।
সূচনাতেই ঝড় তুলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম-

২০০৮ সালের ১৮ এপ্রিল শুরু হয়েছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। প্রথম ম্যাচে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourva Ganguly) কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বলটি করেছিলেন জাহির খান এবং ব্যাট হাতে তার মোকাবিলা করেছিলেন সৌরভ। প্রথম ম্যাচেই উঁচু তারে টুর্নামেন্টের সুর বেঁধে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। প্রথম ম্যাচেই ৭৩ বলে ১৫৮ রানের অসামান্য ইনিংস খেলেন তিনি। ম্যাচে কলকাতা (KKR) জয় পায় ১৪০ রানে। প্রসঙ্গত ম্যাকালামের সেই ১৫৮-র পর আজও কেউ কলকাতা নাইট রাইডার্স জার্সি গায়ে শতরান করতে পারেন নি।
টুর্নামেন্টের সফলতম ক্রিকেটার কারা?

দেড় দশকে চলার পথে বহু নয়া রেকর্ড তৈরি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। দুর্দান্ত পারফর্ম করে পরিসংখ্যানবিদের খাতায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্টের গত ১৫ বছরে ইতিহাসে সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন উইন্ডিজ তারকা ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। চেন্নাই সুপার কিংস (CSK) এবং গুজরাত লায়ন্সের (GL) হয়ে আইপিএলে অংশ নেওয়া ব্র্যাভোর ঝুলিতে রয়েছে ১৮৩ উইকেট। বল হাতে সবচেয়ে বেশী হ্যাট্রিক নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন স্পিনার অমিত মিশ্র (Amit Mishra)। তিনি তিনবার পরপর তিন বলে তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন।
টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার খেলা। বড় শটের বিনোদনও যথেষ্ট দেখা গিয়েছে আইপিএলে। সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি নিজের করে নিয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল (Chris Gayle)। আইপিএল কেরিয়ারে ৩৫৭ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সবচেয়ে বেশী (৬টি) শতরানও রয়েছে তাঁর। আইপিএলের সর্বকালের সফলতম ব্যাটার অবশ্য বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ঝুলিতে রয়েছে ৬৬২৪ রান। এক মরসুমে সর্বোচ্চ ৯৭৩ রানের রেকর্ডটিও তাঁর। অর্ধশতক করার ক্ষেত্রে সকলের আগে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। তিনি ৫৫টি অর্ধশতক করেছেন।
বিতর্কেরও জন্ম দিয়েছে IPL-

দেড় দশকের যাত্রাপথে বেশ কয়েকবার বিতর্কেরও জন্ম দিয়েছে আইপিএল। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত অবশ্যই স্পট ফিক্সিং-এর ব্যাপারটি। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার-শান্তাকুমারণ শ্রীশন্থ (S Sreesanth), অজিত চাণ্ডিলা (Ajith Chandila) এবং অঙ্কিত রাজপুতকে (Ankit Rajput) স্পট ফিক্সিং-এ জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিলো। এছাড়াম গড়াপেটায় জড়িত থাকার কারণে দুই বছরে জন্য নির্বাসিত করা হয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালস দলকেও (RR)। ২০১৫ সালে শাস্তির সম্মুখীন হয়েছিলো দুই দল। ২০১৬ এবং ২০১৭ সালে প্রতিযগিতায় অংশ নিতে পারে নি তারা।
আইপিএলের আগেই অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছিলো বিতর্ক। আইপিএলের পূর্বসূরি হিসেবে অনেকেই আইসিএলের কথা বলেন। কিংবদন্তী কপিল দেবের নেতৃত্বে শুরু হয়েছিলো এই লীগ। তবে তাকে স্বীকৃতি দেয় নি বিসিসিআই। আইএসএলে খেলতে যাওয়া ক্রিকেটারদের পড়তে হয়েছিলো নির্বাসনের মুখে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur