শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব, যুবরাজ-রায়না সহ একাধিক তারকারা করবেন কামব্যাক !!

বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লীগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। এই এই আইপিএল লীগের ক্রেজ এতটাই বেড়ে উঠেছে যে পৃথিবীর নানা দেশে শুরু হয়েছে একেরপর জনপ্রিয় লীগ। আইপিএলের আদলে এবার আরো একটি লিগ শুরু হতে চলেছে ভারতে। এই লিগের নাম হল আইভিপিএল (IVPL) অর্থাৎ ইন্ডিয়ান ভেটেরান প্রিমিয়ার লিগ যেখানে টিম ইন্ডিয়া এবং দেশ-বিদেশের অভিজ্ঞ […]