IPL 2023: শুরুর আগেই জোর ধাক্কা মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে, পুরো টুর্নামেন্টে দেখা নাও যেতে পারে তারকা ক্রিকেটারকে !! 1

ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুম শুরু হতে বেশী দিন বাকি নেই আর। বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে নির্ঘন্ট। আগামী ৩১ মার্চ গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ২০২২ সালের চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্স (GT) এবং চার বারের খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস (CSK)।

এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স (MI) অবশ্য ২০২৩ এর আইপিএল শুরুর আগে বেশ চাপেই রয়েছে। গত মরসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন নি রোহিত শর্মা’রা। দল দলের টুর্নামেন্টে লীগ তালিকার সবচেয়ে নীচে শেষ করেছিলেন তাঁরা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মিনি নিলামে বিপুল অর্থ দিয়ে অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু আঙুলের চোটের কারণে তাঁকে কতদূর পাওয়া যাবে তা নিয়ে নিশ্চয়তা নেই। গ্রিন ব্যাটিং করতে পারলেও, তাঁর বোলিং করার ওপর বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

পাশাপাশি বোলিং আক্রমণের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) সম্ভবত পাওয়া যাবে না গোটা টুর্নামেন্টেই। তাঁর পিঠের চোট এখনও সারে নি। আরেক বোলিং তারকা জোফ্রা আর্চারের (Jofra Archer) খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যা চিন্তা বাড়িয়েছে মুম্বই থিঙ্কট্যাঙ্কের।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

পুরো IPL মরসুমেই নেই বুমরাহ-

Jasprit Bumrah | IPL | image: Getty Images
Jasprit Bumrah could miss IPL 2023 and World Test Championship final

গত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিঠের চোটে মাঠে নামতেই পারছেন না তিনি। টি-২০ বিশ্বকাপে দেখা যায় নি তাঁকে। খেলেন নি এশিয়া কাপ’ও। দেশের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথমে মাঠে ফেরার কথা থাকলেও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শে শেষ অবধি বাদ দেওয়া হয় তাঁকে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি এবং একদিনের সিরিজেও বুমরাহ’কে (Jasprit Bumrah) দলে রাখা যায় নি।

শোনা গিয়েছিলো আইপিএলে একদম চোট সারিয়ে ফিরবেন ভারতীয় দলের তারকা বোলার। তবে এখন জানা যাচ্ছে যে আরও পিছিয়ে যাচ্ছে তাঁর প্রত্যাবর্তনের তারিখ। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সমগ্র আইপিএলেই খেলবেন না তিনি। বদলে অস্ত্রোপচারের শরণাপন্ন হতে পারেন তিনি। দেশের বাইরে, সম্ভবত নিউজিল্যান্ডে অস্ত্রোপচার করাতে যেতে পারেন তারকা পেসার। ২০২৩ সালে রয়েছে একদিনের বিশ্বকাপ। সেই দিকে নজর রেখে দেশের সেরা পেস অস্ত্র’কে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড।

আর্চার’কে নিয়ে এলো বড় খবর-

Jofra Archer | IPL | image: twitter
Englinsh pacer Jofra Archer will be available for IPL 2023

ইংল্যান্ডের পেস তারকা জোফ্রা আর্চারের (Jofra Archer) কাছে ২০২২ সালটা একদমই ভালো যায় নি। গোটা বছরটাই ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিলো তাঁকে। কনুইয়ের চোটের কারণে ২০২১ এর ভারত সফরের পর থেকেই কার্যত মাঠের বাইরে ছিলেন তিনি। প্রায় দেড় বছরের অপেক্ষা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে সাদা বল হাতে রান আপ নিতে দেখা গিয়েছিলো এই এক্সপ্রেস পেসার’কে। সেখানে এক ম্যাচে ৬ উইকেটও নেন তিনি। ইংল্যান্ডের হয়ে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছেন তিনি।

ইংল্যান্ড অযান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা আইপিএল মরসুমেই তাঁকে দেখা যাবে। যা শত সমস্যার মাঝে খানিক স্বস্তি যুগিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। তবে সবকটি ম্যাচে আর্চার (Jofra Archer) খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০২৩-এ রয়েছে একদিনের বিশ্বকাপ। গত বিশ্বকাপে ইংল্যান্ডের খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন আর্চার। এবারও তাঁকে মেগা টুর্নামেন্টের জন্য তরতাজা রাখতে চায় ইংল্যান্ড বোর্ড। সেই কারণে তাঁর ওয়ার্কলোড নিয়ে বিধিনিষেধ আরোপ করা হবে আইপিএলে। মনে করা হচ্ছে এমনটাই। ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকবাজের পক্ষ থেকে দাবী করা হয়েছে এমনটাই।

২০২২ আইপিএলের আগে ৮ কোটি টাকার বিনিময়ে আর্চার’কে (Jofra Archer) দলে নিয়েছিলো মুম্বই। তাঁর ও বুমরাহ’র বোলিং জুটি দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। গতবার আর্চারের চোটের কারণে স্বপ্নপূরণ হয় নি। ভক্তদের অপেক্ষা বাড়িয়ে এবার চোট পেয়ে বাইরে বুমরাহ (Jasprit Bumrah)। সাফল্যের জন্য সাদা বল হাতে আর্চারের দিকেই তাকিয়ে মুম্বই ফ্যানেরা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *